নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একটা খবর, বড় ধরণের ধাক্কা দিলো, সকালে। প্রথম আলো খবরটি প্রকাশ করেছে, সংবাদ সংক্ষেপে। সু চি'র মুখপাত্র বলছেন, রোহিঙ্গাদের রোহিঙ্গা বলা যাবে না।
খবরের তথ্য, সু চির মুখপাত্র উ কিও জে ইয়া বলেন, 'রোহিঙ্গাদের মিয়ানমার নাগরিক হিসেবে স্বীকার করে না।তাই সরকার তাদের ওই নামে ডাকবে না। জে ইয়ার ভাষায়, ‘আমরা তাদের রোহিঙ্গা বলব না। কারণ, তারা মিয়ানমারের স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়’। (সূত্র প্রথম আলো, ০৯ মে ২০১৬)
সু চি কে যারা অহিংস নেত্রী হিসাবে জানেন, যারা তাকে গণতন্ত্রের মানস কন্যা বলে অভিহিত করেন, শান্তির দূত হিসাবে ভাবনায় রেখে আনন্দ উপভোগ করেন, তারা নিশ্চিতভাবেই একটা ধাক্কা খাবেন। বা খেয়েছেন।
দেশহীন মানুষ বিশ্বজুড়েই আছে, রোহিঙ্গারা জাতিসঙ্ঘের হিসাবে সবচে প্রান্তিক দেশহীন মানুষ। কিন্তু এদের এখন আর মানুষ হিসাবে দেখতে অভ্যস্ত নই আমরা। কারণ রোহিঙ্গাদের করুণ আর্তির ছবি এ দেশে, বিশ্বে ছাপা হয়েছে, যেখানে দুর্দিনেও তাদের নৌকা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এ কাজটি এমন দেশ করেছে, যে দেশটির লক্ষ লক্ষ লোক মহান স্বাধীনতার সময় পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছিল, এবং সেখানে বছরখানেক থেকেছিল। এ একথা এ জন্য বল্লাম যে, এটা গণমা্নুষের আকাঙ্খার সঙ্গে যায় না। (ঘটনা অক্টোবর, ২০১২ )
রোহিঙ্গাদের প্রান্তিক থেকে প্রান্তিকতর করার কাজটি করা করছে? কারা এটা বিষফোঁড়ার মত টিকিয়ে রেখেছে বছরের পর বছর, সে সব প্রশ্নের উত্তর খুঁজে সমাধানটা খুবই জরুরী হলেও তা আমরা করতে পারিনি। যার জন্য আমাদের মত গরিব দেশের উপর বর্মার নাগরিকদের চাপ বাড়ছে। বর্মার লোকেরা আমাদের সাথে বসলে এ সমাধানের আশ্বাস দেয় এবং বিমানে চড়ার পর সে কথা ভুলে যায় ।
রোহিঙ্গা বলতে চোখের সামনে অপরাধ উন্মাদ একদল মানুষের ছবি দেশি গণমাধ্যম তুলে দিয়েছে। অন্যদিকে বিদেশি মিডিয়া বলছে, তারা সবচে নিপীড়িত। বাংলাদেশের গণমাধ্যম রোহিঙ্গা নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়। এখানকার গণমাধ্যমের বড় অংশ রোহিঙ্গাদের জমাত ইসলামের দিকে ঠেলে দিয়ে বিচার করে। এতে করে নিপীড়িত রোহিঙ্গাদের আসল চিত্র মিডিয়ায় আসে না।
বাংলায় কথা বলা এ সব মানুষ দশকের পর দশক ধরে এ বর্মা থেকে তাড়া খেয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। বৈধ অধৈ দু'পন্থায় এ দেশে বহু রোহিঙ্গা আছেন। এটা অস্বীকার করার উপায় নেই। ধারণা করা হচ্ছিল, সু চি দেশরি নেতৃত্বে আসলে সমস্যার সমাধান হবে, তবে এটি এ দুঃস্বপ্ন। সু চি কেবল রোহিঙ্গা বিদ্বেষিই নন, তিনি মুসলিম বিদ্বেষিও। সম্প্রতি তার একটি বক্তব্য বেশ আলোড়ন তুলেছিল, যে দিনি কোনো মুসলিম সাংবাদিককে তার প্রথম সাক্ষাৎকার দিতে চান না।
অনেকেই বলতে চাইবেন বাংলাদেশের পাহাড়ি মানুষেরও দেশ নেই। সেটা নিয়ে আমরা ত কথা বলছি না। অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করি। পাহাড়িরা বাংলাদেশের নাগরিক এবং তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। এমনটি সংবিধান অনুমোদন করে না, তার পররেও আওয়ামী লীগ সরকার ঝুঁকি নিয়ে তাদের সাথে চুক্তি করে, তা বাস্তবায়ন করে চলেছে।
বান্দরবান জেলার অন্তত ৪৬ হাজার মুরং বা ম্রো সম্প্রদারে লোক আছেন, যারা বর্মার রাখাইন রাজ্য থেকে তাড়া খেয়ে বাংলাদেশে এসেছেন এবং থাকছেন। নাগরিক হিসাবেও তাদের আমরা কেবল স্বীকার করিনা, আমরা তাদের অত্যন্ত শ্রদ্ধা করি।
কিন্তু রোহিঙ্গাদের স্বেদেশ থেকে তাড়ানো হচ্ছে বাংলাদেশি বলে, এবং এ কাজটি করছে বর্মা। যাদের আমরা সামরিক শক্তির দিক থেকে দুর্বল মনে করতাম। এখন অবশ্য করার কারণ নেই। কারণ শক্তি সমরে তারা অনেক এগিয়ে গেছে।
বাংলাদেশ সরকারি হিসাবে বর্তমানে ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করছেন। এর বাইরে আরো হাজার হজার রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে বলে কক্সবাজার জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে।
বিবিসির বিশ্লেষক ডেভিড লয়েন বলছেন, রোহিঙ্গাদের উপর আক্রমণ একটি জাতিগত নির্মূল চেষ্টা। তিনি এও বলছেন, সেখানকার রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় দেশটির সরকারের চেষ্টা যথেষ্ট নয়।
স্থানীয় সংবাদদাতাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম যে সব খবর প্রচার করছে তাতে দেখা যাচ্ছে, রাখাইন প্রদেশের যে আট লাখ মুসলিম বাস করেন, তাদের বিরুদ্ধে কেবল সরকার নয় স্থানীয় বৌদ্ধধর্মীয় গুরুরাও দাঙ্গা উসকে দিচ্ছে।
বর্মা অঞ্চলের জাতিগত সঙ্ঘাত নিয়ে কাজ করেন ল্যারি চাগান। তাকে উদ্ধৃত করে বিবিসির এক খবরে বলা হয়েছিল, বৌদ্ধ ভিক্ষুরা মনে করে মালয়েশিয়া এক সময় বৌদ্ধদের দেশ ছিল। কিন্তু সেখানে ক্রমেই মুসলমানরা বেড়ে গিয়ে সেটি এখন ইসলামিক দেশে পরিণত হয়েছে। বার্মায় মুসলিমদের অর্থাৎ রোহিঙ্গাদের মেনে নেয়া হলে এবং তাদের বংশ বৃদ্ধি অব্যাহত থাকলে দেশটি একই রকম হয়ে যেতে পারে।
ল্যারি বলছেন, বার্মায় রোহিঙ্গারা অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছেন, তাদের নির্ধারিত চৌহদ্দির বাইরে যেতে দেয়া হচ্ছে না। এর কারণ তারা মসুলিম ও তাদের ভাষা বাংলা। এমনকি তারা রেঙ্গুনেও যেতে পারেন না। তাদের এলাকায় কোনো স্কুল পর্যন্ত নেই, এতে করে রোহিঙ্গা শিশুরা শিক্ষার সুযোগ পাচ্ছে না।
তিনি বলেন, ১৯৪৭ সালে বার্মা স্বাধীন হওয়ার পর আরাকান রাজ্যে রোহিঙ্গারা ছিল না বলে দাবি করে সেখানকরা বৌদ্ধরা। অন্য দিকে রোহিঙ্গারা নিজেদের বর্তমানের রাখাইন রাজ্য যা আগে আরাকান হিসেবে পরিচিত ছিল তার ভূমিপুত্র বলে দাবি করেন। এর কোনো সমাধান এখন পর্যন্ত না হওয়ায় এ সঙ্কট টিকে আছে।
ল্যারি বলছেন, সেখানে মুসলিমরা এতটাই নিপীড়নের শিকার যে তারা বিয়ে পর্যন্ত করতে পারেন না। তাদের বিয়ে করতে হলে বাংলাদেশে এসে বিয়ে করে যেতে হয়। আবার বিয়ে করে বার্মায় ঢোকার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অভিভাসন আইনে আটক করে। এ রকম এক সঙ্কটময় কাল অতিক্রম করছে বার্মার রোহিঙ্গারা।
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৪৪
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:১৭
রানার ব্লগ বলেছেন: ছোট্ট এক টা বহুল রোহিঙ্গারা বাংলায় কথা বলে না। এরা যে ভাষায় কথা বলে তা বার্মিজ ও কিছুটা বাংলা মিশ্রিত। সূচি মানুক আর নাই মানুক এরা বার্মার আধিবাসি। এদের সাথে বাংলার বা বাংলাদেশের মানুষের কোন সম্পর্ক ছিলোনা। যখন দেশ এক ছিল তখন চিটাগং ও ভারতীয়রা ব্যবসার কারণে বার্মা যেত এরাই এদের সাথে বিভিন্ন সময় বৈবাহিক সম্পর্ক স্থাপন করে।
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫
মোরতাজা বলেছেন: সহমত।।
৩| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:২০
শূণ্য পুরাণ বলেছেন: মুসলমানের মানবাধিকার থাকতে নেই
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫
মোরতাজা বলেছেন: হুমমম।
৪| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট।
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫
মোরতাজা বলেছেন:
৫| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৪১
মিস্টার কিলবিল বলেছেন: আরাকান রাজসভার কবি আলাওল আজ কোথায়? রোহীংগাদের নিয়ে কিছু লিখবেন না??
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৩
মোরতাজা বলেছেন: হুমম।
৬| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৫
সোজোন বাদিয়া বলেছেন: জ্বলন্ত বিষয়ের ওপরে ভাল পোস্ট। ধন্যবাদ। এই নারীপশুটার ওপর আমার একটি কবিতা আছে Click This Link পড়ে দেখতে পারেন।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৪
মোরতাজা বলেছেন: দেখলাম। ধন্যবাদ।
৭| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:১৩
মুসাফির নামা বলেছেন: রোহিঙ্গারা ওখানকার পুরান অধিবাসী,ওদের নিশ্চিহ্ণ করতেই রেঙ্গুনের নাম পরিবর্তন করে রাখা হয় আরাকান। আর মহিলাটি আদন্তে একটা দাপ্পাবাজ,প্রত্যেক মুসলিমদেশের উচিত তাকে এড়িয়ে চলা। যদিও আমার চাওয়ার কিবা মূল্য আছে?
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
মোরতাজা বলেছেন: হু !!
৮| ১০ ই মে, ২০১৬ রাত ১২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের উচিত রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে কথা বলা। দরকার হলে বর্ডারে কড়া সতর্কতা রাখা যেন নতুন করে কোন রোহিঙ্গা আর আসতে না পারে। আর পুরোনো গুলোকেও পুশ ব্যাক করা উচিত। বাংলাদেশের অনেক ঝামেলা আছে...
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
মোরতাজা বলেছেন: এর একটা সমাধান জরুরি!
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:১১
নীল মনি বলেছেন: চমৎকার লিখেছেন।