নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট ও পোস্ট প্রাইভেসি নির্ধারণে সতর্ক থাকুন।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:২১

একটা অপহরণ চক্র সম্পর্কে আমার এক বন্ধু জানালো। বঙ্গবন্ধুর আদর্শের এ সৈনিক অপহৃত হয়েছিল বছর খানেক আগে। যারা তাকে অপহরণ করেছে, তার কাছে পণ আদায় করেছে, তাকে হেনস্তা করেছে, তাদের কয়েকজনের লিঙ্ক আমাকে পাঠালো ইনবক্সে।

অপহরণকারী চক্রের কয়েকজনের প্রোফাইলে গিয়ে দেখলাম-- আমার বড়ভাই, বন্ধু ও অনুজদের অনেকেই তাদের মিউচুয়াল ফ্রেন্ড। এ সব মিউচুয়াল ফ্রেন্ডের অনেকেই আমার ক্যাম্পাস রিপোর্টিংয়ের সময়কার বিরোধীদল, বর্তমানে সরকার দলের; আর সে সময়কার সরকারি দল বর্তমানের বিরোধী দলের সুহৃদ।

আঁতকে উঠলাম। আমি নিশ্চিত এঁরা তাদের চেনেন না। না চিনেই এরা তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছেন। কারণ এদের ওয়ালে অনেক অমৃত বচন-পোস্ট আছে।

প্রিয় সুহৃদ
দয়া করে অচেনা-অজানা কারো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবেন না। ছবি পোস্টে প্রাইভেসি ঠিক করে নিন। সতর্ক থাকুন। রাস্তাঘাটে সময় বাঁচানোর জন্য প্রাইভেট বা মাইক্রোবাসে উঠে পড়বেন না। পথ চলতে চলতে ফোন টিপাটিপির জন্য নিরিবিলি জায়গায় যাবেন না্। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। শুভ কাকমনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

রায়হানুল এফ রাজ বলেছেন: সচেতনতা সৃষ্টির জন্য ধন্যবাদ।

২২ শে জুন, ২০১৬ রাত ৮:০৯

মোরতাজা বলেছেন: আপনাকেও ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.