নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্য হাতিটি দুর্বল হয়ে পড়ছে বলে বিবিসির খবর! আর বন্য হাতি যেখানে দুর্বল সেখানে সবল বঙ্গবাসী নিশ্চয় প্রমোদে ব্যস্ত? কি বলেন, ভাইসব! আমি অন্তত তাই মনে করি!
আমরা অবশ্য বন্যা নিয়া কথা কইতে পারুম না। কারণ হৈলো- এ জলটা নেমে এসেছে দীপিকা, সানি লিয়ন, ক্যাটরিনা আফা আর খান সাবদের তল থেকে। সে তলের জলে অতলে হারাইলেও আমাদের কইতে হবে-- যে -- বন্যা একি উপকারি জিনিস। এর মাধ্যমে প্রচুর পলি আসে। সেই পলিতে জমি ভরে উব্বর হয়। সেই উব্বর জমিতে ভারতীয় শিল্পীরা প্রতি মাসে কনসার্ট করতে আসে।
তো, তা যাই হোক। ইনডিয়ার যৌনতার পাপি জলের চলে তলিয়ে যাওয়া উত্তরবঙ্গ আর ছলনার জলে ডুবতে যাওয়া সুন্দরবন নিয়ে ভাবনার ভ্রিত্রে আরেক ঘটনা!
মাইলস ব্যান্ডের সাথে 'ফসিলস' ব্যান্ড গাইবে না। পড়তি জনপ্রিয়তার গানের দলটা রাজনৈতিক-বাণিজ্য কৌশল নিলো। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কলকাতায় আজাদি কনসার্টে মাইলসের সাথে এক মঞ্চে উঠবে না বলে ঘোষনা করলো। আয়োজকদের কাপড় খুলে গেলো। মাইলস বলে দিলো-- এ ক্যাচাল করে তারা সেখানে গাইতে যাবে না। (খবর বিবিসি বাংলা'র)
তাদের বহু মত-দাস আছে বঙ্গে। স্বেচ্ছায় বিবেক বন্ধক রেখে বঙ্গে ইনডিয়া পাকিস্তানের দালালি করা লোকের অভাব নেই।
কথায় আছে -- ভাত ছিটালে কাউয়ার অভাব হয় না। বিষয়টা এ পর্যন্ত ভালো ছিল।
কিন্তু সানি লিওন আর ক্যাটরিনা থাকলে ইনডিয়ান-সমর্থক তরুণ প্রজন্মের অভাব হয় না। এটা এখন প্রমাণিত সত্য!
হায় আল্লাহ আমার কি হবে! যদি ইনডিয়া পাশে না থাকে। চুদির ভাই টাইটের এ রকম কিউট নুলা কথা শুনবেন আপনি। আমিও শুনি। পাকিস্তান গত হইছে। ইনডিয়ার আগ্রাসন চলতাছে। আমাদের এ সব মানতে বাধ্য করছে, অনেকে। স্বজ্ঞানে।
শাফিনকে কাঠগড়ায় খারা করানো হইছে, তার ইনডিয়া বিদ্বেষের অভিযোগে। আমি তন্ন তন্ন করে তার ফেসবুক পেজটা খুঁজে দেখলাম, কিন্তু ইনডিয়া বিদ্বেষ , ইনডিয়াকে আক্রমণ করে তার কোন বক্তব্য পেলাম না। আমি অবশ্য চর্মচক্ষে দেখেছি, যারা অন্তরচক্ষু দিয়ে মাথার চুল দেখে নুনুর বাল গুণে থাকেন, তাদের কথা আলাদা।
আন্দাজ করি-- বেগম জিয়ার সাথে শাফিনের দেখা করাটাই কাল হয়েছে। এর আগে ন্যান্সিও একই রকম সমস্যায় পড়েছিলেন। খালেদা জিয়ার বক্তব্য সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়া, সে কী হয়রানি তার! পুলিশি তাকে হয়রানি করেছিল। আর সকরারি দল পারলে তাকে চৌরাস্তায় এনে ন্যাংটো করে অবস্থা। অবশ্য তার চরিত্র নিয়ে ব্যাপক যন্তর মন্তর করেছিল, তারা।
ভিন্ন মত, ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সহ্য করার মত এক দমন দিল আমাদের আল্লায় দেয় নাই। তাই ছ্যাঁত করে উঠি সবাই। বাংলাদেশের পক্ষে কথা বললে- এটা কারো না কারো বিপক্ষে যাবে । তিরিশ লাখ বা তারো বেশি মানুষ যদি ভাবতো-- আমাদের মত-- আমার কি হবে? তালে এ দেশ স্বাধীন হতো না।
তাই তাদের রক্তের সাথে ঈমানের সাথে থাকতে চাইলে, তাকে ভারত বিদ্বেষি, পাকিস্তান বিদ্বেষি, আম্রিকা বিদ্বেষি, ইসরাইল বিদ্বেষি, রাশিয়া বিদ্বেষি, তুরস্ক বিদ্বেষি--- এ রকম নানা তকমা সইতে হবে। শাফিন সেটি সইছেন।
কথা একটা- শাফিন আপনি একা নন। আমরা আছি!! জেগে আছি। জলবন্টন নিয়ে বছরের পর প্রতারণা সয়ে যাচ্ছি, সীমান্তে হত্যা সইছি, জঙ্গিবাদের অভিশাপ সইছি, মাদকের বাজার সইছি, শিল্পী বিনিময়ের নামে নিজের সংস্কৃতি বিসর্জন দিছি-- বাকি কিছু নাই। তবুও আপনারা যারা আছেন, মাথা উঁচা কইরা কথা কইবেন। আছি। পাশে আছি।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:০৩
মোরতাজা বলেছেন: আমি খুইজ্জা পাইনি। লিঙ্ক থাকলে দিয়েন। তবে এত কাঁচা হওনের কতা না। বাঁশ টাঁশ এর নিউজ শেয়ার দেওনের কতা না।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া হলো মরা-গাধা, উহার সাথে দেখা করলে শাস্তি প্রাপ্য হয়ে আছে; টাইট দেয়া হোক।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:০৪
মোরতাজা বলেছেন: তাই
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
সাফিন হোক আর মাফিন হোক, উহা আবার কে?
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯
মোরতাজা বলেছেন: বটে!!
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮
ইকরাম উল হক বলেছেন:
কথা একটা- শাফিন আপনি একা নন। আমরা আছি!! জেগে আছি। জলবন্টন নিয়ে বছরের পর প্রতারণা সয়ে যাচ্ছি, সীমান্তে হত্যা সইছি, জঙ্গিবাদের অভিশাপ সইছি, মাদকের বাজার সইছি, শিল্পী বিনিময়ের নামে নিজের সংস্কৃতি বিসর্জন দিছি-- বাকি কিছু নাই। তবুও আপনারা যারা আছেন, মাথা উঁচা কইরা কথা কইবেন। আছি। পাশে আছি।
কিন্তু আমাদের সংখ্যা তো কম
চাঁদ গাজী ভাইদের সংখ্যা অনেক বেশি।
আপনার পাছা দিয়ে বাঁশ আসবে আর যাবে উহঃ আহঃ শব্দ করা যাবেনা। করলেই আপনি রাজাকার আর এখন জঙ্গি।
যেমন সাফিন কে উনি চেনেন না। সাফিন একজন জঙ্গি।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:০৪
মোরতাজা বলেছেন: সংখ্যা কোন ধর্তব্য না। যুক্তিটাই বড়।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন: এই ছবিগুলা দেইখা আপনার কী মতামত জানতে চাই।
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১
মোরতাজা বলেছেন: আমার মনে হয় ধর্ষণের একটা খবরের প্রতিক্রিয়া। আপনার নিশ্চয় অন্য কিছু মনে হবে।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
@ইকরাম উল হক বলেছেন:
"চাঁদ গাজী ভাইদের সংখ্যা অনেক বেশি। "
চাঁদগাজী মাত্র ১ জন, ভয়ের কিছু নেই; আপনার কাজ আপনি করেন।
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১
মোরতাজা বলেছেন: চাঁদগাজী ভাই, করাকরি বাদ দিয়ে যুক্তিতে আসেন।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন:
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন:
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:২৩
শকুন দৃিষ্ট বলেছেন: what hamin told is a biiter true @hasan
১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
মোরতাজা বলেছেন:
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:২৬
শকুন দৃিষ্ট বলেছেন: bitter(sorry for mis-spelling)
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৫
মোরতাজা বলেছেন:
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮
হাসান মাহবুব বলেছেন: সত্য এবং মিথ্যার সংজ্ঞা দেশ-কাল ভেদে বদলায়। রুপমের জায়গায় আপনাকে বসিয়ে ভাবুন। কেউ যদি আপনার দেশকে "ফাকড আপ কান্ট্রি" বলতো, আপনি মেনে নিতেন? তা স্বদেশের যতই দোষ থাকুক না কেন! বাংলাদেশের তো গুণের অভাব নাই। এইগুলা নিয়া অন্যেরা কিছু কৈলে আপনার কেমন লাগে @শকুন দৃিষ্ট?
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭
মোরতাজা বলেছেন: ফাকড অাপ! এটা একটা ইংরেজদের কমন ডায়লগ। আমরা তো খালে ফাক মানে ফাঁক করা বুঝি! হে!
১২| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৪
শকুন দৃিষ্ট বলেছেন: ofcourse felt bad, but i would not response rather emphasize on self-correction. By the way, did u get any chance to be closed to any indian? if then, i can ensure ur mind must get changed about them.
১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৬
শকুন দৃিষ্ট বলেছেন: বেগম জিয়া হলো মরা-গাধা, উহার সাথে দেখা করলে শাস্তি প্রাপ্য হয়ে আছে; টাইট দেয়া হোক - who told there is no diff. betwn chand gazi & trump?
১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭
চলতি নিয়ম বলেছেন: লেখক বলেছেন: শাফিনকে কাঠগড়ায় খারা করানো হইছে, তার ইনডিয়া বিদ্বেষের অভিযোগে। আমি তন্ন তন্ন করে তার ফেসবুক পেজটা খুঁজে দেখলাম, কিন্তু ইনডিয়া বিদ্বেষ , ইনডিয়াকে আক্রমণ করে তার কোন বক্তব্য পেলাম না। আমি অবশ্য চর্মচক্ষে দেখেছি, যারা অন্তরচক্ষু দিয়ে মাথার চুল দেখে নুনুর বাল গুণে থাকেন, তাদের কথা আলাদা।
এই লেখকের মত বচ কদা বাঙালির সংখা সেই হারে বাড়তেছে তাতে এই ধরনের ঘটনা ঘনঘন ঘটতে থাকলে অবাক হবার কিছুই থাকবে না। হামা ভাইয়ের স্ক্রিন শট দেখেও চক বন্ধ করে থাকেন.
একটা ব্যাপার খিয়াল করে দেখবেন যে যারা দিনরাত ব্লগ/ফেবুতে ইন্ডিয়ারে বাশ ঢুকায় তারাই সবার আগে ইন্ডিয়ায় দৌড়ায় সুবিধা নিতে। আচ্ছা হামিম শাফিন রা ইন্ডিয়াতে কনসার্ট করার ইচ্ছা প্রকাশ করেছিলো কেন ? এই যে সাকিব খান কিচুদিন ইন্ডিয়ান সিনেমা নিয়ে আন্দোলন করলো, সে নিজেই কিন্তু কলকাতায় সিনেমা করা শুরু করে দিয়েছে । দুইদিন পরে যদি ইন্ডিয়ান রা তাহাকেও অর্ধচন্দ্র দেয় তখন আবার আমরা বাঙালিরা প্যান্পেনানি শুরু করব।
এর মধ্যে খালেদাজিয়া আইল ক্যামনে?
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০০
মোরতাজা বলেছেন: আমি আপনার মত বিজ্ঞ ভারত প্রেমিদের আমার লেখায় আলাদা করে রেখেছি--বলেছি মাথার চুল দেখে যারা বাল গুনে থাকেন তাদের কথা আলাদা।
আর বিসিসি'র খবর অনুসারে শাফিনকে ডাকা হয়েছে। কলকাতায় মাইলসের গান শোনার লোক নিশ্চয় আছে। না তাকলে ডাকা হবে কেন?
১৫| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১০
কলাবাগান১ বলেছেন: শাফিন কে কোনদিন রাজাকারের গাড়ীতে পতাকা উঠানো নিয়ে কোন কথা বলতে দেখি নাই
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০১
মোরতাজা বলেছেন: আপনার অভিযোগ আমলযোগ্য।
১৬| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫২
নীলাকাশ ২০১৬ বলেছেন: কারো কারো পশ্চাদ্দেশে চুলকানি আরম্ভ হয়ে গেছে, হয় অষুধ দেন, নয়ত মান্দার গাছের ডাল দিয়ে সজোরে বাড়ি দেন
view this link
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪
মোরতাজা বলেছেন: ব্লগ মানে অমন ভাষা নহে নীলাকাশ।
১৭| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫
অপ্রিয় সত্য বলেছেন: বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ ঘিরে আমাদের বাংলাদেশী সমর্থকদের চরম অশ্লীল তথা কুরুচিপূর্ণ গালাগালি দেখে ব্যথিত হয়ে কলকতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী রূপম ইসলাম তার ফেসবুকে ভদ্রোচিত ভাষায়ই লিখেছিলেন -
"তথাকথিত ভারত-পাকিস্তান বিদ্বেষের গল্প শুনেছি, কিন্তু আমার পরিবেশে কখনো ছায়া ফেলেনি। অত্যন্ত লজ্জার সঙ্গে গত কয়েক দিন ধরে এক নতুন পাকিস্তানের অভ্যুদয় সহ্য করছি, আমার অভিজ্ঞতায় যা বিরলতম"।
কথাটি কী তিনি মিথ্যে লিখেছেন ?
ক) ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর থেকে মেজর জিয়াউর রহমানের গ্রিন সিগন্যাল পেয়ে দেশে গোলাম আযম, শাহ আজিজুর রহমানের মত কুখ্যাত রাজাকারগণ ফিরতে আরম্ভ করেন।
খ) ধর্মনিরপেক্ষতাকে তুড়ি মেরে জিয়াউর রহমান সংবিধানে নিজের ব্যক্তিগত পছন্দ অনুসারে 'বিসমিল্লাহ রহমানির রাহিম' সংযুক্ত করেন - যেই সংযুক্তির দাবি বাংলাদেশী নাগরিকদের উল্লেখযোগ্য অংশ বা বড় কোনো সংগঠন করেননি।
গ) ১৯৭১ সালে রংপুর থেকে পাকিস্তানে চলে যাওয়া এবং ১৯৭৩ সালে বাংলাদেশে ফেরত আসা জেনারেল এরশাদ নিজের ব্যক্তিগত খুশি মোতাবেক সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম করেন যার দাবি ১৯৭১ সাল থেকে এরশাদের শাসনামল পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের উল্লেখযোগ্য অংশ বা বড় কোনো সংগঠন করেননি।
ঘ) আল বদর প্রধান মতিউর রহমান নিজামী, সেকেন্ড ইন কমান্ড আলী আহসান মুজাহিদ, কুখ্যাত রাজাকার আব্দুল আলীমেরা বাংলাদেশের মন্ত্রী হন।
ঙ) একসময়কার বাংলা ভাই ও হালের গুলশান হামলা ও কল্যাণপুরের অভিযান থেকে বোঝা যায় - বাংলাদেশে জঙ্গিবাদ প্রবলভাবে জেঁকে বসেছে।
লক্ষ্যণীয়,
১) জিয়াউর রহমান - পাকিস্তান সেনাবাহিনীর ২য় সর্বোচ্চ খেতাব বিজয়ী সেনাসদস্য
২) হুসেইন মোহাম্মদ এরশাদ - মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে পাকিস্তানে চলে যাওয়া সেনাসদস্য
৩) খালেদা জিয়া - পাকিস্তান হানাদার বাহিনীর সদস্য আসিফ জানজুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শোক প্রস্তাব উত্থাপনকারী
সুতরাং, এটি সুস্পষ্ট হয় যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও শেষ অবধি অবৈধ উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে পাকিস্তানের অনুগত ব্যক্তিরাই বাংলাদেশ অধিকাংশ সময় শাসন করেছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে তারা বাংলাদেশে তাদের মনগড়া যেই নিয়মকানুন চালু করেছেন, যেভাবে ধর্মকে ব্যবহার করে মানুষকে পরজাতি বিদ্বেষী হিসেবে তৈরি করেছেন, তাতে এদেশের তরুণ সমাজ চরমভাবে নষ্ট হয়েছে।
আজকে বাংলাদেশের তরুণ সমাজ কথায় কথায় 'খানকীর পোলা' 'বেশ্যার পোলা' 'চুতমারানি' 'মাদারচোদ' ইত্যাদি বলে ভারতীয়দের গালাগালি করে, এমনকি নিজের দেশের লোকজনদেরও গালাগালি করে। এই নোংরা জাতি তৈরির পেছনে পাকিস্তানের অনুগতরাই দায়ী।
প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার তথা সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত বেশিদিন বাঁচতে পারেননি। উইকিপিডিয়া থেকে - "২০ জুলাই, ১৯৭৪ সালে প্রায় অযত্নে-অবহেলায় ও বিনা চিকিৎসায় ঢাকায় এই গুণী শিল্পী মৃত্যুবরণ করেন"।
কেন 'অযত্ন-অবহেলা' ? কেন 'বিনা চিকিৎসা' ? এথেকে সুস্পষ্টভাবে বোঝা যায় - ফিরোজা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিলো বটে কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। ফিরোজা বেগমের পরিবার বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত একটি পরিবার। সেই পরিবারের জামাই কোন যুক্তিতে সম্পূর্ণ অযত্ন অবহেলা ও বিনা চিকিৎসায় মারা যেতে পারেন ? কট্টরপন্থী এই পরিবারের হিংস্রতায় কমল দাসগুপ্ত কখনোই পরিবারে নিজের অবস্থান তৈরি করতে পারেননি, সন্তান মানুষ করার সুযোগ ও সময় কিছুই পাননি। ফলে হামীন শাফিনেরা কুলাঙ্গার সন্তান হিসেবে দিনে দিনে তৈরি হয়েছেন।
এই হামীন শাফিনেরা যুদ্ধাপরাধীদের বিচারকে প্রহসন বলে ফেসবুকে পোস্ট করেন। মতিঝিলে হাজার হাজার হেফাজতিদের সরকার খুন করেছে বলে মিথ্যে প্রচারণা চালান। বাংলাদেশের হিন্দুদের মাটিতে পুঁতে ফেলার হুমকি দেন। ক্রিকেটে ভারতের বিরুদ্ধে চরম অশ্লীল ভাষায় পোস্ট করেন। বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকদের পক্ষে লড়াই করেন, এই পাকিপ্রীতিকে নিন্দা জানালে তারা পাকিস্তানের পক্ষে নিবেদিত প্রাণ হয়ে সমালোচকদের ওপর নোংরা ভাষায় ঝাপিয়ে পড়েন। হামীন শাফিনেরা কী তাহলে 'নব্য পাকিস্তানী' নন ?
উল্লেখ্য, এই পরিবারের অপরাপর সদস্যগণ হলেন -
১) আসাফুদ্দৌলাহ যিনি কয়েক বছর আগেও মিডিয়াতে সরকারবিরোধী বিভিন্ন উদ্ধত বক্তব্য দিয়েছেন এবং এনার পাকিস্তানপ্রীতি বোঝা যায় যখন গজলশিল্পী গোলাম আলীর উর্দু গজলগুলোকে ইনি বাংলায় রূপ দেন এবং গোলাম আলীকে দিয়ে সেগুলো বাংলায় গাওয়ান।
২) একদা সেনা কর্মকর্তা মুসিউদ্দৌল্লাহ যিনি আজীবন কট্টর ভারতবিরোধী।
৩) রুবাবা মতিন দৌল্লাহর মত একজন পার্ট টাইম পতিতা - মুসিউদ্দৌলাহর মেয়ে।
একদিকে এই পরিবার ইসলাম ইসলাম করে মুখে ফেনা তোলেন, আরেকদিকে এই পরিবারের সদস্যরাই ঠাটবাট করে স্টাইলিশ প্যান্ট শার্ট পরে বা শরীর দেখানো শর্ট শাড়ি/কাপড় পরে জীবন কাটান। এটাকে হিপোক্রিসি বা স্ববিরোধিতা বলে।
কলকাতায় গলা ধাক্কা খেয়ে বিতাড়িত হওয়ার অনেক আগেই হামীন-শাফিনেরা বাংলাদেশে ভারতীয় চলচিত্রাভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্যানের দাবী জানিয়ে ফেসবুকে পোস্ট করেন (স্ক্রিনশট দ্রষ্টব্য)। মজার ব্যাপার হলো, ব্যাপারটা বুমেরাং হয়ে তাদের কাছেই ফেরত এসেছে। তাদেরই ঘাড় ধাক্কার শিকার হতে হয়েছে। তাই বলা যায় - যেমন কর্ম তেমন ফল।
পক্ষান্তরে রূপম ইসলামকে দেখুন। ইনি মুসলিম কিন্তু হামীন শাফিনের মত উগ্রবাদী হিংস্র প্রকৃতির ধর্মান্ধ মুসলিম নন। ইনি সমালোচনা করলে সেটা বিনীত ও শিষ্ট ভাষায় করেন যার সামান্য অংশ ওপরে দেওয়া হয়েছে। ইনি আর যাই হোক, হামিন শাফিনের মতো নোংরা ভাষায় গালাগালি করার মধ্যে কিন্তু নেই। আমাদের দেশ থেকে মিথ্যে প্রচারণা চালানো হয় যে - ভারতে মুসলিমেরা নির্যাতিত, তারা ভারতকে নাকি পছন্দ করেন না। অথচ বাস্তবে দেখা যাচ্ছে - ভারতীয় মুসলিমেরা ভারতকে প্রাণভরে ভালোবাসেন যার নমুনা রূপম ইসলাম। যার নমুনা শাহরুখ খান, সালমান খান, আমীর খান, মওলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, মোহাম্মদ হিদায়েত উল্লাহ, জাকির হুসেইন সহ অনেকেই।
আজ পর্যন্ত বাংলাদেশে ১জন হিন্দু ধর্মাবলম্বী কী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পেরেছেন ? উত্তর হচ্ছে - না। অথচ মোহাম্মদ হিদায়েত উল্লাহ ভারতে - ১) প্রধানমন্ত্রী ২) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৩) প্রধান বিচারপতি ৩টি পদেই অধিষ্ঠিত হয়েছেন। জাকির হুসেইন এবং এপিজে আব্দুল কালাম তো রয়েছেনই। পররাষ্ট্রের মত গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্ব পেয়েছেন সালমান খুরশীদ। আমাদের দেশে কোনো হিন্দু ধর্মাবলম্বী আদৌ পাবেন পররাষ্ট্র কিংবা স্বরাষ্ট্র কিংবা প্রধানমন্ত্রিত্ব কিংবা রাষ্ট্রপতির পদ ?
এই হচ্ছে বাংলাদেশ (নব্য পাকিস্তান) ও ভারতের পার্থক্য। এতো কিছুর পরেও ভারতীয়রা নাকি পক্ষপাতদুষ্ট আর আমরা বাংলাদেশীরা মহান !
দেশপ্রেম ভালো গুণ কিন্তু উগ্র জাতীয়তাবাদ কখনোই ভালো বয়ে আনে না। তাই হিটলারের একসময় পতন ঘটেছিলো। রূপম ইসলামের ভুয়সী প্রশংসা করি, তিনি একজন ভদ্র ব্যক্তি, একজন প্রকৃত দেশপ্রেমিক। পক্ষান্তরে হামীন শাফিনের মত কুলাঙ্গার নব্য পাকিস্তানপন্থীদের প্রতি ধিক্কার জানাই, এনারা অসভ্য অভদ্র এবং উগ্র জাতীয়তাবাদী নরকীট।
বাংলাদেশকে বাঁচাতে হবে এই হামীন শাফিনদের মত রাজাকার সমর্থক ও সহানুভূতিশীল কুলাঙ্গারদের হাত থেকে। বাংলাদেশকে বাঁচাতে হবে উগ্র জাতীয়তাবাদ, পরজাতি ও পরধর্ম বিদ্বেষের হাত থেকে। বাংলাদেশকে বাঁচাতে হবে হিপোক্রিট এই পরিবারের হাত থেকে যারা একদিকে ইসলাম ইসলাম করে মুখে ফেনা তোলে আবার তাদের মেয়ের পতিতার মত জীবনযাপনে নীরব থাকে। সেই পরিবারের হাত থেকে যারা ভারত বিদ্বেষ ও পাকিস্তানের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের মাথায় রেসিজম বা উগ্রবাদ ঢুকিয়ে দিচ্ছে। ধিক হামীন শাফিন, ধিক আসাফুদ্দৌলাহ-মুসিউদ্দৌলাহ-রুবাবা মতিন দৌলাহ।
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫
মোরতাজা বলেছেন: আমার জানতে ইচ্ছে করে, আপনার চোখে ভালো মানুষ কে?
১৮| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: fucked up country ও বলবা আর টাকার জন্য ঐ দেশে গানও গাইবা, পাবলিক এতো চোদনা নাকি??
রুপমের লাস্ট ভিডিওটা দেখছেন? এই কথাই কইছে। অন্য দেশকে গালি দেয়া দেশপ্রেম???
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩
মোরতাজা বলেছেন: আপনি মনে হয় মাইলসে ভুখা নাঙ্গা-মেরুদণ্ডহীন ফসিলসের মত মনে করছেন। সো স্যাড!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:১১
কুত্তা বলেছেন: শাফিন আহমেদ নাকি আগে বাঁশের কেল্লা টেল্লা টাইপ পেইজের কি কি লেখা শেয়ার-টেয়ার দিছিল।
সত্যি নাকি?