নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিলামে তুলেছি সুখ, জীবনের সব চাওয়া!
বাদ আছে এক---তুমি-তোমাদের মুখ, বেড়ে ওঠার প্রতিক্ষণ!
প্রিয় পুত্র-পুত্রদ্বয়!
ভোর করে এলে গাঁয়ের মেঠো পথে
নেমে আসে কিশোরী রোদ্দুর-
নরম আলোর ঝিলিকের সাথে মিলে যায়
সবুজ ধানের খেত!
উড়ে যাওয়া পাখির পেছনে কেবল মায়া,
উচ্ছনে যাওয়া জীবনের কত কিছু হাতড়ানোর দুপুর!
সন্ধ্যা নামলে হাওড়ের জলের ওপর সূর্যটার লুটিয়ে পড়ার দৃশ্য
আমাকে এখন আর আহত করে না
বক পাখির পায়ের সাথে ঝুলে থাকা তারা বাইমের মত
এই আছি! এই পড়ে যাই!
তবুও তো জীবন মানে উৎসব-উচ্ছ্বাস!
তুমি-তোমাদের মুখ মনে করে সুখ!!
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯
মোরতাজা বলেছেন: ধন্যবাদ, খারাপ যে লাগিনি! সৌভাগ্য!!
২| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগল।