নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ইয়োন্ডারের অ্যাপটা পছন্দ হৈছে!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২



ফডো ক্রেডিট : উইকি


অ্যাপটা পছন্দ হৈছে। ইয়োন্ডারের লগে রবি'র এ আয়োজনটা দারুণ। রবি'র ভাষায় সিরাম। বিদেশি গানের পাশাপাশি দেশি গানে সমৃদ্ধ এ অ্যাপের মিউজিক লাইব্রেরি। আছে মেধাসত্ত্ব আইন মাইনা শিল্পী, গীতিকার , কম্পোজারদের হিস্যা দেওয়ার চেষ্টাও। বিষয়টা জেনে ভালোই লাগলো।

এই অ্যাপ খানি নাকি মে মাসে চালু হৈছে। আমি কৈ ছিলাম! ক'দিন আগে ঈদে বাড়িতে গিয়া সময় কাটানোর জন্য অ্যাপটা ডাউনলোডাইলাম। দেখলাম ঈদ কার্নিভালে -- প্রিয় শিল্পী ন্যান্সি'র "নদী আমার" গানটি 'মুক্তি' পাইছে। শুইনলাম। ভালো লাগালো গানটা। আরো অনেক তরুণ শিল্পীর গানও আছে। অনেককেই চিন্তে পারলাম না। কিন্তু গাইছে ভালো। তার মধ্যে একজন বেলাল খান। তার 'প্রেমানুভূতি' মুক্তি পাইছে। কিন্তু আমার প্রেমানুভূতি কম বৈলা ওই দিকে না হাতড়াইয়া কিংবদন্তীর শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলের গান শুনলাম। বহুদিন পর দরাজ কণ্ঠে নজরুলের গান--- ‘ভেসে আসে সুদূর স্মৃতির সুরভী’ !

ডিজিটাল অ্যালামটির নাম রাখছে ' জনম জনম গেলো'। দেশীয় সংস্কৃতির প্রতি এ রকম দায়-দায়িত্ব অন্য মোবাইল ফোন অপারেটরাও রাখছে কম বেশি। তবে ট্যাকা খরচ কৈরা অন্যদের মিউজিক স্টেশন থেকে গান শুনতে হয়, তাই ও দিকে নজর দিতে পারিনি বাপু।

নেটের খরচাও দিমু আবার সাবসক্রিপশন ফিও। দু'টো দেওনের মত ট্যাকা নাই। তার উপ্রে ইউটিউব তো উন্মুক্ত সোর্স! সুতরাং এ রকম সময়ে সাবসিক্রপশন ফি দিয়া মিউজিক স্টেশনে গান শোননের কোন মানে অয় না!

গান শুনতে শুনতে অ্যাপটা সম্পর্কে খোঁজও নিলাম। আম্রিকার নিউইয়র্ক ইয়োন্ডার মিউজিকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মিউজিক সেবাটি চালু করে রবি।

এখানে দেশের শিল্পীদের পাশাপাশি বিদেশের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ আছে। এ জন্য কোন অ্যাপ্লিকেশন চার্জ, সাবসক্রিপশন ফি বা পার-ট্র্যাক ডাউনলোড চার্জ দিতে হবে না। রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে অ্যাক্টিভ ডাটা প্ল্যান থাকলেই গান শুনতে পারছেন।

আইওএস স্টোর বা অ্যানড্রয়েড প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করা যাচ্ছে। তো-- চল শুনি। গান শুনি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ পোস্টের জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.