নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সভ্যতা কাতরাচ্ছে, আলোপ্পোয়।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩



ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ করা

সোনালী চুলের নীচে রক্ত
উড়ে যাচ্ছে শিশু শরীর
মাথার উপরে উড়ছে বোমারু জেট!
সভ্যতা কাতরাচ্ছে, আলোপ্পোয়।

শোকাচ্ছন্ন হওয়ার বদলে ট্রাম্পের রস
হিলারির তর্কে জেতার কেচ্ছায় মেতে আছে বিশ্ব!

আইএস শুয়র মারতে আরেক শুয়রেরা উড়াচ্ছে বোমারু জেট!
শুয়র আইএস, কারা জন্ম দিছে? এতটাই কি অসম্ভব তাদের নিশানা ঠিক করা!
নাকি আইএস অছিলা ধরে শিশুদের খুন করাই লক্ষ্য তোদের!

নিষ্পাপ শিশুর মুখ
বিধ্বস্ত ভবনের নীচে!
এবড়ো থেবড়ো শিশু শরীর, রক্তাক্ত!
কী বিভৎস, অসহনীয়!

তবুও

সভ্যতার গান গাইছে শুয়র-শুয়রসঙ্গীরা!
ওহে শুয়রেরা---

আলোপ্পো, আলো্প্পো! আর কত?

ফিলিস্তিন থেকে সিরিয়া, কাশ্মীর থেকে ইরাক ---
মানুষ মারো জঙ্গির নামে, সন্ত্রাসের নামে

লালচে চুলের নীচে জমে থাকা থকথকে রক্ত,
মৃত শিশুর মুখ
হসপিটালের পর উপড়ে পড়া শুয়র চালিত বোমারু জেট

কখন থামবে এ খুনোৎসব! কখন!
কখন থামবে শিশুর করুণ আর্তি, মানুষের অসহায় মুখ কখন মুছে যাবে!
স্বর্গীয় হাসি কখন নামে ধরায়, প্রভু?
বলতে পারো! কখন!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৭

করুণাধারা বলেছেন: পড়ে ভাল লাগল। সাথে সাথে আলেপ্পোর শিশুদের জন্য কষ্ট হতে লাগল

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২০

মোরতাজা বলেছেন: হুমমম ।।

২| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৫

নোমান প্রধান বলেছেন: অদ্ভুত সুন্দর

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.