নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৫

'গো ব্রডব্যান্ড' নামে অবৈধ সেবা দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় দেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণকে ৩০ কোটি টাকা জরিমানা করে নিযন্ত্রক সংস্থা বিটিআরসি। কমিশনের বুধবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিকালে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ কমিশনের এ সিদ্ধান্ত অনুমোদন করে সই করেন।

কমিশন চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ' অপরাধ প্রমাণিত হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'।

কমিশনের জরিমানার দাবি চলতি সপ্তাহের মধ্যেই অপারেটরটির দপ্তের পৌছাবে বলে জানিয়েছেন কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি বলছেন, গ্রামীণফোন টেলিকম সেবার ইতিহাসে একটি বড় ধরণের অনিয়ম করেছে। এর শাস্তিও তাদের উপর আরোপ করা হবে। এ থেকে মুক্তির উপায় নেই!

এর আগে ১৩ জুলাই কমিশন অবৈধ সেবা সম্পর্কে গ্রামীনফোনের অবস্থান জানতে চেয়ে শো কজ করেছিল। একই সাথে কমিশন সে সময় সোনালী ব্যাংকের সাথে করা ডিলটিও বাতিল করে দেয়।

তবে অপারেটরটির বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল বলছেন, তারা এখনো নিয়ন্ত্রক সংস্থার কোন চিঠি পাননি। তাই মন্তব্য করতে পারছেন না।

তার দাবি তারা যে অবৈধ সেবাটি দিচ্ছেন, সেটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই দেওয়া হচ্ছিল।


তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে, এ দাবি কেবল মিথ্যাই নয়, বিভ্রান্তিকরও বটে।

নিউজ লিঙ্ক বাংলা http://telecombangla.com/?p=12229
নিউজ লিঙ্ক ইংরেজি http://www.theindependentbd.com/post/66325

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাংলাদেশের টাকা লুট করে নিয়েগেলো গ্রামীণফোন। এর সাথে দেশের কিছু অামলাও জড়িত।

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২২

মোরতাজা বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.