নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

পর্যটক থেকে বিপ্লবী চে\'র বন্ধু, সফল রাষ্ট্রনায়ক ফিদেলের জীবনাবসান!

২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯



বন্ধু চে'র সাথে ফিদেল

পর্যটক থেকে বিপ্লবী চে'র বন্ধু, সফল রাষ্ট্রনায়ক ফিদেলের জীবনাবসান হয়েছে। মজদুরের স্বার্থ রক্ষা আর সমান চোখে মানুষকে দেখার যে বিরল দৃষ্টান্ত ফিদেল কিউবায় প্রতিষ্ঠা করেছেন, সেটি অনন্য।
ফিদেলের শাসনামলে কিউবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশটির প্রতিটি নাগরিকই বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পায়। বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় কিউবায় শিশুমৃত্যুর হারও কম।
কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ফিদেল কাস্ত্রোর জীবনাবসানের খবর দিয়ে বিবিসি জানিয়েছে, ৯০ বছর বয়সে জীবনাবসান হওয়া ফিদেল ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এর আগে প্রায় অর্ধশতক জুড়ে এক দলীয় কিউবা শাসন করেছিলেন।
তার সমর্থকেরা মনে করেন তিনি জনগণের কাছে কিউবা ফিরিয়ে দিয়েছিলেন। বিরোধীদের চোখে, তিনি ছিলেন বিরুদ্ধ মতের প্রতি নিষ্ঠুর। গত এপ্রিল মাসে কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলনের শেষ দিনে বিরল এক ভাষণ দেন ফিদেল কাস্ত্রো।

পরকালীন জীবন মঙ্গলময় হোক ফিদেল কাস্ত্রো । লাল সেলাম।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

খায়রুল আহসান বলেছেন: বিপ্লব ও বিশ্বাসের প্রতীক, স্বাধীনতার কন্ঠস্বর, গণমানুষের শ্রদ্ধাভাজন নেতা, ফিদেল তোমায় লাল সালাম! শান্তিতে থেকো!

২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

মোরতাজা বলেছেন: লাল সেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.