নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকের মূল্যহীন জীবন!!

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

আহ হা, জীবন। এভাবেই, এভাবে একজন শিক্ষকের জীবন চলে যাবে! এ ভাবেই রক্ষীদের হাতে জীবন দিতে হবে! ফুলবাড়িয়ায় কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ স্যার কি কখনো দুঃস্বপ্নেও ভেবেছেন!
এ দেশে, সমাজে, রাষ্ট্রে, নোংরা রাজনীতির বিষবাষ্পের ভেতর- শিক্ষার যে আলো শিক্ষকরা ছড়াতে চাইছেন, পারেননি! পারলে শিক্ষক পেটানো, হত্যা কিম্বা হয়রানির মত ঘটনা এত মামুলি হতো না!
এর আগেও শিক্ষকদের পেটানোর বহু ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এ সব যেন সয়ে যাচ্ছে। বিচার হয়নি। নিশ্চিত করে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুলবাড়িয়া কোন ঘটনার বিচার হবে না!!
লাশের উপর দাঁড়িয়ে যে দেশের নিরাপত্তা রক্ষীরা দায় মুক্তি নেয়, সে দেশ- কোন দেশ-- যে দেশটি স্বাধীন করার জন্য তিরিশ লাখ কিম্বা তারো বেশি মানুষ শহীদ হয়েছিলেন, সেই দেশ! শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন-শোষনহীন-বঞ্চনামুক্ত স্বদেশ কি অধরাই থাকবে!

সমাজ-রাষ্ট্র-রাজনীতি-রক্ষীরা দিনে দিনে অসহিষ্ণু থেকে অহিষ্ণুতার দিকে যাচ্ছে! এ অহষ্ণিুতার শেষ কোথায়! কারো জানা নেই। কেবল দিন যায়, অগুনতি মানুষের আহাজারিতে বাতাস ভারি হয়---আমরা কোথায় দাঁড়িয়ে! ভাবছি!


প্রথম আলোর আজকের অনলাইনে প্রকাশিত খবরে বলা হচ্ছে, 'ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী-শিক্ষক ও স্থানীয় লোকজনের সঙ্গে গতকাল রোববার পুলিশের সংঘর্ষ হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদসহ কয়েকজন শিক্ষক আহত হন। কলেজের ভেতর আহত শিক্ষকেরা অনেক সময় ধরে আটকে ছিলেন। হাসপাতালে নেওয়ার পরে শিক্ষক আবুল কালাম আজাদের মৃত্যুর খবর আসে। সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ায় নিহত হন সফর আলী নামে আরও একজন। পুলিশের দাবি, শিক্ষক আগে থেকেই অসুস্থ ছিলেন। আর অপর ব্যক্তি ঘটনাস্থলের কিছু দূরে মারা গেছেন।'

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

আহা রুবন বলেছেন: পুলিশ বলেছে তারা কলেজের ভেতরে ঢোকেনি, কিন্তু তারা ঢুকেছে এবং শিক্ষকদের পিটিয়েছে। এদিকে কলেজের বাইরে রাস্তায় সরকারী দলের একাংশ ও স্থানীয় জনতা ছাত্রদের সাথে মিশে পুলিশকে ইট-পাটকেল ছুড়ে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে। সবাই দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছি।

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

মোরতাজা বলেছেন: হুমমম।। :(

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


খুবই ভয়ংকর খবর।

শিক্ষদের আন্দোলনে নাহিদের প্যান্ট পড়ে যাওয়ার কথা, উল্টো শিক্ষের প্রাণ গেলো?

২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মোরতাজা বলেছেন: হুমম। নাহিদ ঠিকই টিকে থাকবে, কেবল গরিব মাস্টরা মরে যাবে। বিচারও পাবে না।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

ঢাকাবাসী বলেছেন: এধরণের আন্দোলনে নাহিদরা দারুণ আনন্দ পায়, না দেয়ার না মানার আনন্দ! শিক্ষক মরে ভালই হল একটা কমল।

২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

মোরতাজা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.