নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুল দর্শিত ডাবিং করা টিভি সিরিয়াল সুলতান সুলেমানের কারণে নাকি নাটক পাড়ার অবস্থা এফডিসি'র মত মৃত হবে! এমন খবর পড়ছি বিবিসি বাংলার অনলাইনে। তাহলে বাপু স্টার জলসা আর জিটিভি'র কারণে কি হাল হয়েছে, বলো না, তুমি বলোনা।
একমাত্র সুলেমান দর্শক হিসাবে বিষয়টা মানতে পারলাম না। আজেবাজে সিরিয়ালের ফাঁকে সুলতান সুলেমান খুব ভালো গল্প না হলেও খারাপ না। ফ্যামিলি পলিটিক্স রাজা বাশ্শাদের অন্দর মহলের রা্জনীতি নিয়ে জমছে বেশ।
তবুও আমি ব্যক্তিগতভাবে আমাদের বিনোদন শিল্পের পক্ষে। যদি আমরা সুলতান সুলেমান বন্ধ করে, ভারতীয় টিভি চ্যানেলের আগ্রাসটন থামিয়ে দিতে পারি, বাংলাদেশ থেকে টাকা দিয়ে ভারতীয় টিভিতে বিজ্ঞাপন প্রচার আটকাতে পারি- তাহলে আমিও আছি। আপনাদের সাথে। আন্দোলন চলুক। আছি। সাথেই আছি।
©somewhere in net ltd.