নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আমাদের একবার মানুষ ভাবো

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১



বর্মার ষণ্ডা রক্ষির গুলি-ধাওয়া খাওয়া নৌকা-ট্রাজেডিতে নিহত শিশু! ছবি ফেসবুক থেকে নেয়া!


আমাদের একবার মানুষ ভাবো-- প্লিজ-- একবার
আমরাও মানুষের মত জন্মেছি---মায়ের পেটে...

আতঙ্কিত রাত কেটেছে মায়ের... দৌড়ে পালিয়েছে পুরো পরিবার
মায়ের পেটে , মায়ের কোলে আমরাও পালিয়েছি...

জন্ম-ভাগ্য আমাদের রাখাইন রাজ্যে নিয়েছে!
কোন হাত ছিল না আমার! তবুও ... বুকে পিঠে গুলি...
বহু মানুষের রক্ত বয়ে নাফ নদী মিশে যায়

তোমরা তখনো.. তখনো আমাদের মানুষ ভাবতে পারো না!

ইচ্ছে করে তো আমরা জন্মাইনি! এখানে...
আমাদের একবার মানুষ ভাবো! প্লিজ, একবার! একবার!!

নাফের জলে ডুবে মরে যাওয়া আমাকে দেখো-- আমি রোহিঙ্গা! আমিও মানুষ ছিলাম!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

আহা রুবন বলেছেন: ঘটনা সত্যি এমনই কিন্তু ছবিটা সত্যি কি না? মনে হয় শিশুটি গুলিতে নয়, ডুবে মারা গেছে। এবং শিশুটি মনে হয় আর্য বা সেমিটিক।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মোরতাজা বলেছেন: যারা ফেসবুকে এর ব্যবহার করেছেন, তারা নিশ্চিত করেছেন বলে ব্যবহার করেছি! Click This Link

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মাহিরাহি বলেছেন: মালয়েশিয়া এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে।

নাজিব সুচিকে ধমক পর্যন্ত দিয়েছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মোরতাজা বলেছেন: ধমকে লাভ নাই! সুচি সঙ হয়ে আছে।

http://www.rvisiontv.com/dozen-killed-as-burmese-border-guards-open-fire-on-rohingya-boats/

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

শূণ্য পুরাণ বলেছেন: নতুন অায়লান কুর্দি

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

মোরতাজা বলেছেন: :(

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যুগান্তরের খবরে দেখে আতকে উঠেছি!!!!!!!!!

হায় মানবতা! হায় বিশ্ব বিবেক!!!!

http://www.jugantor.com/online/international/2016/12/05/32969/রোহিঙ্গা-শিশু-হত্যার-মর্মস্পর্শী-চিত্র

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

মোরতাজা বলেছেন: হুমম। এমন বর্বরতার গল্প শুনেছিলাম!!

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

আহা রুবন বলেছেন: হ্যাঁ লিঙ্ক দেখলাম! বিভৎস! জাতিসংঘ আর কতদিন সঙ সেজে থাকবে!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

মোরতাজা বলেছেন: জাতিসঙ্ঘ !!

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের ক্ষীণ মস্তিস্ক মৌলবাদীরা রোহিংগাদের নিয়ে কথা বলাটে মানুষের সন্দেহ বাড়ছে যে, আসল ঘটনা কি !

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

মোরতাজা বলেছেন: ক্ষীণ মস্তিষ্ক মৌলবাদীরা কোক খায়, খাসির মাংস খায়... ও সব নিয়ে আমাদের সন্দেহ জাগে না কেন? আমরা নিজেরা কেন খবর নেই না, আসলে কতটা বিপন্ন একটা জাতিগোষ্ঠী... কেবল চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ব্যবহার আর নামটা মোছলমান হওয়ার কারণে- কী ভয়ানক বিপদে আছে!!

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব ই ভালো লিখছেন.,,
মানবতা আজ বিপন্ন কেউ কিছুই করছেনা এগোচ্ছে না!
রোহিঙ্গারাও মানুষ

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

মোরতাজা বলেছেন: হুমমম ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.