নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা জনাব, সম্প্রদায় মানে কি বংশ। আশরাফ আতরফ নাকি ধর্ম-অধর্ম। আমি যেইডা বুঝি, হেইডা অইলো আফনে ধর্ম পালন করেন আর না করে কাগজে কলমেও যদি আপনি লেখেন- আপনি মুসলিম, আপনি হিন্দু , আপনি বৌদ্ধ কিম্বা আপনি ইয়াহুদী। তাইলে তো আপনি সম্প্রদায়ের মধ্যে পড়ে গেলেন। যদি তাও না অয়, আপনি যদি মানবতাবাদী, তাইলেও তো আপনি একটা গোত্রের ভিত্রে পইড়া গেলেন। এখানে 'একক' বইলা তো কিছু নাই।সমষ্টি, সমষ্টি মানেই সম্প্রদায়, সম্পদায়ের পক্ষে কথা বলা আপনার কর্তব্য। কইলাম, থামেন মিয়া! কোন পর্যন্ত পড়ছেন? স্যার জ্ঞান গরিমা বেশি নাই, দশ ক্লাস পড়ছি। পেটের টানে সিএনজি চালাই!!
ভাবছি। কেমন ''অসাম্প্রদায়িক' ফেরিঅলার তাইলে এতদিন এই দেশে জ্ঞান কৈ বিতরণ করলো!
©somewhere in net ltd.