নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

চুমুর নকশা আঁকেতে আঁকতে যার কেবলই মনে হতে থাকে-

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

বেশ্যারও প্রেমিক থাকে, তার গলায় চিবুকে
চুমুর নকশা আঁকেতে আঁকতে যার কেবলই মনে হতে থাকে- মেয়েটো কেন, এত লোকের সাথে শোয়
কেন!
নিজেকে সামলাতে পারে না, মনটা খারাপ হয়!

বেশ্যা , কিম্বা যৌনকর্মী, পেশাদার কিম্বা সৌখিন-
যার রূপ আছে, যৌবন আছে, পেটে ক্ষুধা আছে, কামে-শিহরণ আছে...
সংসার হবে অথবা সংসার ছিল
তার কেমন লাগে?

তারও হয়ত কাউকে ভালো লাগে, কারো প্রেমে তার সময় কেটেছিল,
কারো বাহুডােরে একটা সন্ধ্যা, রাত তার কেটেছে অথবা কাটানোর ইচ্ছে ছিল!
শরীরে শরীর ঘেঁষে দাঁড়িয়ে হেলান দিয়ে জোছনা দেখতে ইচ্ছে করেছিল বা করে বা করবে ...

তবুও বেশ্যার প্রেমিক থাকে, বেশ্যার প্রেমিকা থাকে!!

মন আছে... শরীর তো গৌণ.. এ সব লোক কথা... শরীর.. শরীরই প্রধান!

বেচো, উপভোগ করো... ফূর্তি করো

প্রেমিক প্রেমিকারো মোহ ভাঙ্গে..সেখানে যৌনকর্মী!
নতুন কারো সান্নিধ্যে ছোটে... তবুও বেশ্যার প্রেমিক থাকে... ক্ষণিকের জন্য হলেও তার খারাপ লাগে

বিছানা ছেড়ে উঠে গেলে আরেকজন খদ্দরের শরীর চাটবে মেয়েটা ... খদ্দেরও চাটবে তাকে
এভাবে রোজ রোজ..

কষ্ট লাগার কি আছে... আছে
আবেগ এখনো ফুরায়নি বহু মানুষের...

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেগ এখনো ফুরায়নি বহু মানুষের...

গভীর অনুভব!!!

ভাল লাগল +++

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

বিজন রয় বলেছেন: বেশ্যাও মানুষ। তারও প্রেমিক আছে।

কবিও বেশ্যার প্রেমিক হোক।

ভাল ঝাকুনি আছে কবিতায়।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

মোরতাজা বলেছেন: :)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতার থিম টা কিন্তু খুবই অসাধারন...! খুব গভির চিন্তার বিষয়,
ব্যাশ্যারও।প্রেমিক থাকে, ব্যাশ্যা হলেও মানুষ তো...... কেউ কি ওদের একটা সুন্দর জীবন গড়ে দিতে পারতোনা!!!
কবিতায়+++

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.