নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা- তোমায় রুধিবে সাধ্যকার।
খালাস---খারিজ রিট, এগিয়ে চলো জাদু।
প্রথমআলোর খবরের বয়ান--- স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা-ভারতীয় এই টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে চলবে। তিন চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ের ফলে তিন চ্যানেলের সম্প্রচার চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ২৫ জানুয়ারি রুলের শুনানি শেষে আদালত আজ ২৯ জানুয়ারি রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
আজ বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত রায় ঘোষণা করা হয়।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
ওই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। রুলে তিন চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তথ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর ৮ জানুয়ারি শুনানি শুরু হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। জি বাংলার পক্ষে ছিলেন আইনজীবী সামসুল হাসান।
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০
মোরতাজা বলেছেন:
২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: একটা ভালো পদক্ষেপ!
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০
মোরতাজা বলেছেন:
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১ ও ২ নং মন্তব্যের সাথে সহমত।
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
ঢাকাবাসী বলেছেন: ভালই তো হলো। মহিলারা বাংলাদেশী মহা বাজে বিজ্ঞাপন ঠাঁসা বিরক্তিকর অনুষ্ঠান (কিছু বাদে) দেখতে মোটেই আগ্রহী নন।
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
মোরতাজা বলেছেন: রাজনীতিও!
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
প্রশ্নবোধক (?) বলেছেন: আমরা নাকি স্বাধীন সার্বভৌম জাতি? আমাদের প্রতি কোন সাংষ্কৃতিক আগ্রাসন নেই? এগুলো হলো বন্ধুত্বের নিদর্শন।
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
মোরতাজা বলেছেন:
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩
আহা রুবন বলেছেন: গাঁজাখোরি ভারতিয় সিরিয়ালের কাহিনী দেখতে নিলে গা জ্বলে। কাম-কাজ বাদ দিয়া সব ড্রয়িংরুমে খাড়ায়া থাহে। ছোট্ট পরিবারোর এই যুগে ওদের থাহে বিশাল এক পরিবার। ওদের টয়লেট কয়টা থাহে ভাইডি? তয় চুপে চুপে কই একখান কতা, দেশের চুকা শো (টক শো) বাদে আর কিচু দেহি না, দেখলে ভারতিয় ওই দিদি-বৌদিগুলানরেই...
৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭
মোরতাজা বলেছেন: হুমমম।।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাড়ির মহিলারা হাঁফ ছেড়ে বাঁচলো।