নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

মহান সিইসি\'র এ নিয়োগে বিস্মিত হবার কিছু কি আছে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭


জনতার মঞ্চের অভিজ্ঞতা সিইসি হওয়ার ক্ষেত্রে আমার মতে, সবচে বড় যোগ্যতা বলে বিবেচিত! এটাই ত স্বাভাবিক। নাকি বলেন!
বিবি বাচ্চার কথা না ভেবে; দলের প্রতি অনুগত থেকে রাষ্ট্রীয় চাকুরে হিসাবে সই করে রাষ্ট্রের সরকার বদলের আন্দোলন সংগঠন করা মুরগির কলিজা দিয়া অসম্ভব। পুরাই একটা ষাঁড়ের কলিজা লাগবো।
উনাকে হুদাই গালি দিয়েন না। উনি সেই সাহস রাখেন। এবং উনি টিকে গেছেন।
সরকার বাহাদুর-দলীয়রা জনতার মঞ্চের চাকুরেদের সেই মহান অবদান স্বীকার নিয়েছেন, এটা এক মহতপ্রাণ কাজ। এ রকম কাজে বাহবা না দিয়ে, আপনার ফেসবুক কাঁপাইতেছেন। এইটা ঠিক নহে।
আর মহান সিইসি'র এ নিয়োগে বিস্মিত হবার কিছু কি আছে! বরং সরকারের বাইরে থাকা পলিটিক্যাল পার্টির লোকদের শেখার আছে।
শিক্ষা নাও; জীবনে কামে লাগবো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

বন্দী কন্ঠস্বর। বলেছেন: বীচি বিষয়ে জানতে চাইলে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষুদ্ধ হয়ে বলেন 'যারা আমার বীচি নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন,তাদের উদ্দেশ্য স্পষ্ট করে করে বলতে চাই,আমার আসলে অনেক আগে থেকেই বীচিই নাই।একটা বীচি সেই ৭৩ সালে তোফায়েল ক্যাডারে ঢোকার সময় তোফায়েল সাহেবের কাছে জমা দিছি,আরেকটা জমা দিছি ৯৬ সালে জনতার মঞ্চের সময়, মখা আলমগীরের কাছে।কিন্তু কেউ আমার বীচি ফেরত দেয় নাই। সুতরাং নতুন করে আমার বীচি বের করা হবে,আমার বীচি বন্ধক রাখা হবে, এধরনের আলোচনা বেহুদা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

মোরতাজা বলেছেন: :) :D B-) ;)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

টারজান০০০০৭ বলেছেন: লাউ ছিল , এহন কদু বানাইলো !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.