নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'ইউনিভার্সিটির মধ্যে হিন্দু-মুসলমান ছাত্রদের দাঙ্গা হতো না। ছাত্র-শিক্ষকদের মধ্যে এর প্রভাব দেখি নি। হিন্দু শিক্ষকদের সংখ্যাই বেশি।
কিন্তু তারা যে সাম্প্রদায়িক ভাব থেকে মুসলমান ছাত্রদের লেখাপড়ার ক্ষেত্রে 'ভিকটিমাইজ' করবে, তা ছিল না। এমন কোন রেকর্ড নাই। মুসলমান ছেলে বলে ফার্স্ট ক্লাসরে যোগ্য হলেও সেকেন্ড ক্লাস করে দেবে, টু মাই নলেজ, এমন দৃষ্টান্ত আমি দেখি না। এটা তারা করতো না। একদম না। এমনকি যারা খুব নামকরা কম্যুনাল শিক্ষক ছিল তারাও ছাত্রদের ব্যাপারে এটা করতো না। '
'ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ব বঙ্গীয় সমাজ : অধ্যাপক আবদুর রাজ্জক-এর সাথে আলাপচারিতা'- সরদার ফজলুল করিম। পৃষ্ঠা ২৮।।
©somewhere in net ltd.