নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নজরুল জন্মমেলায় সুস্মিতা আনিসকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের ভাইয়ের ছেলে কাজী মাজহার হোসেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে পালিত নজরুল জন্মজয়ন্তী উত্সবে আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস । ২৭ মে সুস্মিতা কলকাতার রবীন্দ্র সদনে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে শিল্পী হিসাবে অংশ নেন ।
রবীন্দ্র সদনের অনুষ্ঠানের ফাঁকে শিল্পী শ্রী রাধা বন্দোপাধ্যায়ের সাথে সুস্মিতা আনিস।
অনুষ্ঠানে তিনিই ছিলেন একমাত্র বাংলাদেশী শিল্পী । রবীন্দ্র সদনে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে কলকাতার শিল্পীদের মধ্যে ইন্দ্রানী সেন, সুস্মিতা গোস্বামী, শ্রী রাধা সহ খ্যাতিমান শিল্পীরাও অংশ নিয়েছিলেন ।
সুস্মিতা আনিস বলেন, 'এ রকম এক আয়োজনে অংশ নিতে পারা শিল্পী হিসাবে আমার জন্য গর্বের । নজরুল সঙ্গীত শিল্পী ও শ্রোতাদের উৎসাহ উপভোগ করেছি ।'
তারা মিউজিকে আজ সকালের আমন্ত্রণে।
তিনদিনের কলকাতা সফরের সময় সুস্মিতা আনিস ২৯ মে সকালে তারা মিউজিক চ্যানেলে 'আজ সকালের আমন্ত্রণে' অনুষ্ঠানে সরাসরি গান করেন । তারা মিউজিকের লাইভ অনুষ্ঠানের পর কবি তীর্থ চরুলিয়ায় ৩৯ তম নজরুল মেলায় নজরুল পরিবারের আমন্ত্রণে অংশ নিতে যান সুস্মিতা ।
দ্বিতীয়বীরের মত তিনি নজরুল মেলায় অংশ নেন । কবি পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান । নজরুল একাডেমি , চরুলিয়ার সম্পাদক ও কবি'র ভাইয়ের ছেলে কাজী মাজহার হোসেন নজরুল মেলায় সুস্মিতা আনিসকে আমন্ত্রণ জানান।
নজরুল একাডেমি ও কাজী নজরুল বিশ্বিবদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ৭ দিনের এ মেলায় কলকাতার শিল্পী সৌম্য বসু, সুবর্ণ কাজী , শুভঙ্কর ভাস্কর, সোনালী কাজীসহ খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে সুস্মিতা আনিস অংশ নেন। নজরুল মেলা প্রতিদিন সন্ধ্যায় শুরু হয়ে ভোর পর্যন্ত গান,নাচ ওআবৃত্তিতে মুখর থাকে ।
সুস্মিতা আনিস বলেন , এ অভিজ্ঞতা অনন্য । কবি পরিবারের অভ্যর্থনা , আতিথেয়তা এবং ভালোবাসা আমাকে অত্যন্ত সম্মানিত করেছে ।
তিনি বলেন, নজরুলের বিশাল গানের জগত , তার সাহিত্যর আলোচনার বাইরে থাকা বহু বিষয় এ মেলায় তুলে আনা হয় ।
সুস্মিতা বলেন , নজরুলের গানের প্রতি , তার কবিতার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা, তাদের উৎসাহ আমাকে মুগ্ধ করেছে ।
তিনি জানান, 'এখানে মানুষ রাত জেগে নজরুল মেলায় নজরুলের গান, কবিতা, গানের সাথে নাচ উপভোগ করছেন, এ দৃশ্য অনন্য । এমন আয়োজন আর কোথাও নজরুলের ঘিরে দেখিনি । এটা আমার কাছে ভালোলাগার অনন্য জায়গা । '
নজরুল মেলার মঞ্চে অতিথিদের সাথে সুস্মিতা আনিস।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
©somewhere in net ltd.