নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস, ছবি: সংগৃহিত।
নিজের মত করে হারিয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্খা মানুষের ভেতরে, বহুকাল ধরে! বাস্তবতা হলো, মানুষ ইচ্ছে মত হারানোর সুযোগটা এখানো নিজের করতে পারেনি! সে হরানোর আকাঙ্খার কথা মনে হলো আজ আবার, সুস্মিতা আনিসের গান 'ইচ্ছে নূপুর বাজে' গানটি শুনে।
সুস্মিতার আনিসের গাওয়া ' ইচ্ছে ইচ্ছে নূপুর বাজে/ মন বসে না কাজে..' গানটি মন ছুঁয়ে গেলো। শুনতে চান-- লিঙ্ক এখানে https://www.youtube.com/watch?v=O8PvGPEUEOs গানের একটা কথা অসাধারণ-- 'আমি হারিয়ে যেতাম নিঝুমপুরে, নিজেরই মত করে'- একটা হাহাকার জাগিয়ে গেলো এ আষাঢ়ের বিকাল।
অবসরে, ক্লান্তির সময়ে গান মানুষের কেবল ঘনিষ্ঠ সঙ্গীই নয়; নিজের ভেতরের ভাবনা, বোধ আর আকাঙ্খার গল্পও বলে। সময় সময় তাই আমরা ভিন্ন ভিন্ন রকমের গান পছন্দ করি।
বাংলা গানে মেলোডি, ক্লাসিক্যাল, ফোক, রক, মেটাল, হেভি মেটাল- সবই আছে। শ্রোতাদের মধ্যে একেক জনের একেক রকমের গান পছন্দ ।
সঙ্গীত শিল্পী সুস্মিতা বাংলা গানের শিল্পীদের মধ্যে একটু ভিন্ন। তার গানে ক্লাসিক্যালের ছোঁয়া রয়েছে। শুদ্ধ সঙ্গীতের প্রতি আকর্ষণ দুর্নিবার। তবে শ্রোতাদের কথা মাথায় রেখেই গান করেন তিনি। তাঁর কথায়- গান যাদের জন্য, মানে যে শ্রোতাদের জন্য করা, তাঁরা যদি তা না-ই শোনেন, তাহলে একজন শিল্পীর স্বার্থকতা কোথায়?
সুস্মিতা আনিসের গায়িকী আমাকে আকৃষ্ট করেছে বলে লিখছি। বাংলা গানের জগতে মেলোডির চেয়ে আমার প্রিয় রক। মাইলস, নগর বাউল, এলাআরবি, সোলস, ওয়ারফেজ, ফিডব্যাকের গান শুনে আমরা বড় হয়েছি। এখনো শুনছি। ঠাণ্ডা প্রকৃতির গানের চেয়ে তাই একটু মেটাল বেজড রক গানই আমার বিশেষ পছন্দ। সুস্মিতার 'ইচ্ছে নূপুর বাজে' গানটি কিছুটা রকি! শুনে ভালো লাগলো।
নজরুলের গান কিছুটা কঠিন বলে অনেক শিল্পীই তা করতে চান না, এমনটা শুনি। আবার নজরুলের বহু গান আছে আমরা অন্যদের গান মনে করেই বড় হয়েছি। বিশেষ করে কলকাতার শিল্পীদের আগেকার রেকর্ড বাংলাদেশের বাজারে ক্যাসেটবন্দী এবং পরে সিডি আকারে পাওয়া যায়, যেখানে গানের মূল শিল্পী বা গীতিকারের নাম উল্লেখ থাকতো না, বা এখনো নেই।
যেমন মান্না দে'র কণ্ঠে নজরুল সঙ্গীত- ' শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে' গানটি শুনতাম। এখনো শুনি। কিন্তু এটা যে নজরুল সঙ্গীত, সেটি জেনেছি স্কুলের গণ্ডি পেরোনোর পর! মান্না দে'র গাওয়া গানটির লিঙ্ক এখানে-- https://www.youtube.com/watch?v=vV5H4vZskuQ
একই গান নজরুল সঙ্গীতের কিংবদন্তী ফিরোজা বেগমও করেছেন । লিঙ্ক এখানে https://www.youtube.com/watch?v=JMIUbMPrUwA
ফিরোজা বেগমের কথা যখন আসলেঅই তাই জানিয়ে রাখি, তাঁরই ভাইয়ের মেয়ে সুস্মিতা আনিস। ফুপু ফিরোজা বেগমের কাছেই সব ধরণের গানেরই তালিম নিয়েছেন তিনি। ফিরোজা বেগম নজরুলের শিষ্য। স্বামী কমলদাস গুপ্তেরও তালিম পেয়েছিলেন। সুস্মিতার প্রথম অ্যালবাম, যেটি ১৯৯৮ সালে বের হয়েছিল, সেটি ফিরোজা বেগমের তত্ত্বাবধানেই করা। কমল দাসগুপ্তেরই সুর করা আধুনিক গানের সংস্করণ ছিল, ওই অ্যালবামের শিরোনাম - ' কমল দাসগুপ্তের স্মরণে আধুনিক বাংলা গানের সংকলন'।
নজরুলের বহু গানের সাথে কমলদাস গুপ্ত এবং ফিরোজা বেগমের স্মৃতি জড়িত। তাই নজরুল সঙ্গীত সুস্মিতার আবেগ ও ভালোবাসার জায়গা। তবে তিনি আধুনিক গানের শ্রোতাদের জন্যও গাইছেন, প্রায় দুই দশক ধরে।
সুস্মিতার কণ্ঠে তার ইউটিউব চ্যানেলে দেখলাম আরেকটি ভিন্ন রকমের নজরুল সঙ্গীত। গেয়েছেনও দুর্দান্ত -'চম্কে চম্কে ধীর ভীরু পায় পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায়' - গানটির লিঙ্ক https://www.youtube.com/watch?v=IjBbmmbBWFA
গানের কথা গুলো অসাধারণ। শুনে খুব ভালো লাগলো। অনেকদিন পর একটু রকি ধাঁচের একটা নজরুল সঙ্গীত শুনলাম। সুস্মিতা নিজেও কিছু দিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি নজরুল সঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। শুনে প্রীত হলাম। তার সঙ্গীত নিরীক্ষার সাহস আমাকে মুগ্ধ করেছে।
বাংলা গানের যে ট্রেন্ড, তাতে অনেক পরিবর্তন গত এক দশকে দেখা গেছে। এটা নিশ্চিত করেই বলা যায়, তরুণদের পছন্দও বদলেছে। তাই বলে ভিন্ন মেজাজের গান শ্রোতারা নিচ্ছেন না, তাও কিন্তু নয়। নতুন নতুন বাদ্যযন্ত্রের ব্যবহারও দেখা যাচ্ছে। সুস্মিতা আনিসের সর্বশেষ রিলিজ হওয়া 'কেউ জানুক আর নাই জানুক' গানটির সহশিল্পী মোহাম্মদ শোয়েব ৭১ টিভি'র একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ' সুস্মিতার সাথে গান করতে গিয়ে নতুন ইন্সট্রুমেন্টের ব্যবহার তাঁর বেশ ভালো লেগেছে।
বহু বাছ বিচার করেই কোন একটা গান চূড়ান্ত করেন সুস্মিতা। গানের লিরিকস তার পছন্দ করতেই বেশ সময় লাগে। এমনও হয় কোন একটা গান ঠিক করতে তার ২ থেকে ৩ মাস সময়ও লেগে যায়। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলছিলেন, মূলত দর্শকদের জন্য তিনি এমন কিছু দিতে চান যা তারা মনে রাখবে।
সম্ভবত এ কারণেই আধুনিক গানে তিনি এখন শ্রোতাদের ভালো নজরেই আছেন। তার সর্বশেষ রিলিজ হওয়া গান কেউ জানুক আর না-ই জানুক শুনে শ্রোতা হিসাবে আমার মত আপনারো তাই মনে হবে। ইউটিউবে গানটির মিউজিক ভিডিও'র ভিউ ৩১ লাখ ক্রস করেছে। সেই গান- https://www.youtube.com/watch?v=EktJEMWiQ_U
তথ্য সূত্র: ১. Click This Link
২.http://www.shusmitaanis.com/
৩. যুগান্তর, ১ জুন, ২০১৭
৪. বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম,২২ জুন, ২০১৭ Click This Link
৫. প্রিয় ডট কম, ৮ এপ্রিল ২০১৭
৬.ঢাকা ট্রিবিউন,২৫ মে , ২০১৭ Click This Link
©somewhere in net ltd.