নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুণ্ডুলী পাকিয়ে ধোঁয়া উড়ে গেলে রাখাইন রাজ্যের আকাশে
মানুষের পোড়া শরীর, নারীর রক্ত
শিশুর কান্না বাতাসে বাতাসে ঘোরে
সুচি তখনো সাঁতারু প্রেমিকের জন্য মুখে চন্দন মাখে
থামি পেঁচিয়ে শরীর বাঁধে
স্থল মাইনে উড়ে যাওয়া রোহিঙ্গার পা
সুচি'র তখনো 'জঙ্গি' সঙ্গি
মানুষ মারো, তাতে কি!
নদীর জলে ডুবে যাক সব নারী ও শিশু
দিন কতক যেতে দাও ঠিক হয়ে যাবে,
ঠিক করে দেবে- ওরা- তারা
বাণিজ্য বেশ্যা বেসাতিতে ডুবে যাওয়া নরকে
রোহিঙ্গা-অপলাপ!
ওরা মানুষ! এ কেমন কথা রে ... এ কেমন কথা।
©somewhere in net ltd.