নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহায়ত্বকে তুমি-
ভালোবাসো, টাকার অংকে
জীবনকে তুমি ইন্সুরেন্সের কাঠিতে মাপো!
ব্যাংকে তোমার ক'টা ডিপোসিট!
জমির কাঠা মাপো, ফ্ল্যাটের স্কয়ার!!
কী নির্মম--নিপীড়িত অভিজ্ঞতায় ভর করে চলে জীবন-
আহা 'বৈবাহিক' জীবন!!
অথচ এ সবের কিছুই চাই নি,
চাইনি তুমি তোমার ভবিষ্যত নিয়ে উদ্বেগে কাটাও।
একটা বিকাল, উড়ন্ত বাতাদের উপর তোমার উচ্ছ্বলতায় ভরা
একটা বাউন্ডেলে বিকাল...
হলে কী মন্দ হতো? হয়নি।
জীবন কতটা বিড়ম্বিত! ভাবো!
কতটা কষ্ট সহিষ্ণু।
ভালোবাসা নেই। বিয়ের চাদরে ঢেকে থাকা জীবন
সংসার, সঙসার।
কেবল কুয়াশা, কুয়াশার চাদর, নিয়ন আলোর বিচ্ছুরণ
টিকে থাকা আনন্দ অভিনয়!
২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: অভিজ্ঞতা থেকে লিখেছেন নাকি?
২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮
মোরতাজা বলেছেন: কবিতার মত লেখা 'আত্মজীবনী' না।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২
মুচি বলেছেন: মন্দ হত না বলেই তো হচ্ছে না।
ভালো লাগলো। ++