নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি বিবিসি বাংলার সৌজন্যে
মৃত শিশুর মুখ প্রচণ্ড রকমের নাড়া দেয়। মৃত মানুষের মুখও। পিতা হিসাবে শিশুর মৃত মুখ, রক্তাক্ত শরীর দেখলে চোখে অন্ধকার দেখি... আলোর জন্য তাকাই প্রতিপালকের দিকে... আহা জীবন। কী নির্মম।
গতরাতে কসবায় রেলের যে দুর্ঘটনাটি ঘটলো তা আমাদের জন্য কী কঠিন বার্তা না দিয়ে গেলো। রেলের মুখোমুখি সংঘর্ষ ইদানিং ঘটছে ... একটু বেশিই ঘটছে। যদিও শীত কুয়াশার কথা বলা হচ্ছে তবে এর পেছনে কেউ আছে কি-না... কেউ রেল যাত্রীদের জীবন নিয়ে খেলছে কি-না এ সব প্রশ্নও সামনে আসছে।
তবে প্রশ্ন যা-ই থাক! রেল-সংঘর্ষ অনভিপ্রেত। রেলকে আমরা সবচেয়ে বেশি নিরাপদ ভ্রমণ বাহন মনে করি...এর নিরাপত্তা আরো কঠোর ভাবে নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হবে। নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আর যেনো দুর্ঘটনা আমাদের বিপন্ন না করে।
কসবার সংঘর্ষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।
---রেলওয়ে পুলিশের আখাউড়া থানার ওসি শ্যামল কান্তি দাস বিবিসি বাংলাকে জানিয়েছেন, 'তূর্ণা নিশীথার ধাক্কায় উদয়ন এক্সপ্রেসের মাঝের দুইটি বগি দুমড়ে মুচড়ে যায়। '
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬
মোরতাজা বলেছেন:
২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩১
হাবিব বলেছেন: নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬
মোরতাজা বলেছেন:
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
হাবিব ইমরান বলেছেন: নিহতদের আত্মার শান্তি কামনা করছি। এপারে ভালো থাকতে পারেনি তারা, ওপারে ভালো থাকুক।