নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি সৌজন্য: bd.lovepik.com
আমার কী এখন সেই বয়েস!
স্পর্ধিত তরুণী বশীকরণে ধরবো বাজি!
কিম্বা পাহাড়ের ভাঁজে লুটিয়ে থাকা
কামুক কুমারী জোছনার সাথে আড়ির!
তবুও খেলি--বাজি!
অগণন সময়
অনিশ্চিত বয়ে যায়
নৌকার ছইয়ের উপর যেমন জল ছিটকে পড়ে
শুকিয়ে যাওয়া জলে অবশিষ্ট থাকে কিছু নুন
সে নুন গুণ-ধারণ না করলেও নারীর চোখের মতই মোহনীয় তার ভঙ্গি!
আমার কী এখন সেই বয়েস
তার চোখে চোখ রেখে নৌকা বাই
তার চুলে নাক ডুবিয়ে বলি-
আহা শিউলিতলায় এমন গন্ধ মেখেছি বহুবার
রাত জুড়ে হাস্নাহেনার যে গন্ধ আমায় আকুল করেছিলো---
সেই গন্ধ তার শরীরে!
আমি নিবীড় হই, ডুবে যাই
ভেসে উঠি হাঁসের মত---
উচ্ছ্বল বকের মত উড়ে যাই পাখা মেলে---
বয়েস!
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।।
২| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১
ফয়সাল রকি বলেছেন: আমার কি আর সেই বয়েস যে কমেন্ট করবো
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯
মোরতাজা বলেছেন:
৩| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই বয়সেও কত কিছু করতে হয় !!
চমৎকার কবিতা।
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯
মোরতাজা বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশ লাগলো
২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫
মোরতাজা বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা।
৫| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।।
ভালো থাকুন।
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২
মোরতাজা বলেছেন: শুভেচ্ছা। শুভ কামনা।
৬| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬
নেওয়াজ আলি বলেছেন: উজ্জ্বল বকের মত উঠে যাক ধর্ষিত মেয়ের কান্না।
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৭| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৩
এম ডি মুসা বলেছেন: ভালো লাগল।
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩
মোরতাজা বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
৮| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বয়েসে বলিহারি
বলি মিনসে-
মন কবে বুড়ো হয়েছে
ধম্ম, সামাজিকতা আর আইনের
বাড়াবাড়ি অত্যাচারে মনটা শিতনিদ্রায়...
স্বর্গীয় পরিবেশ দাও
আমিও আবার চোখে চোখ রেখে
কামুক কুমারী জোছনায়
শিউলি তলায় - ডুবে যাবো সেই চুলের ঘ্রানে
নুনের স্বাদের মিষ্টতায় মাতাল হবে মন ।
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৯| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে ভালো লাগলো।
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫
মোরতাজা বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।