নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

উধাও হয়েছে নির্ভেজাল আনন্দ

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৬



কাদাপানিতে মাছের দাপাদাপি'র ছবিটি কুমিল্লা থেকে ডিসেম্বরে তোলা।


কবেই পালিয়েছে
উষ্ণতার খোঁজে উনুনপাড়ে হাত মেলে ধরার সকাল

উধাও হয়েছে নির্ভেজাল আনন্দের ভোর
খেজুর রসের হাঁড়ি ঘিরে ভাইবোনদের আনন্দ অপেক্ষা

থালার শিরনি শেষ হওয়ার আগে
মায়ের সেই আদুরে ডাক
আর নিবি?... নে আরেকটু --- এখন মা-কে সে কথা আমরা কেউ বলি না
জীবনের কারণে-জীবিকার খোঁজে আমরা অন্য কোথাও!

নিখাঁদ ভালোবাসাও পালিয়েছে
পালিয়েছে মায়াবী চোখে আবেগি ক্ষণ-অপেক্ষা

বাদুরের নখের থাবায় ঝরে পড়া বাদাম কুড়ানোর ভোর!
কাদা মাখামাখি হাতে---কিছু কৈ, টাকি আর শিং মাছ!
আর প্রিয়মুখ গুলো একসাথে বসে---

দুপুরের খাবার আর রাত---
হারিকেনের আলোয় উজ্জ্বল রাত!

এখন ব্যস্ত সবাই...চুরি হয়েছে সেই উনুন উষ্ণতা
মায়ের চোখে এখন চশমা...
রান্নাঘরের নাম হয়েছে কিচেন
আগমন ঘটেছে বুয়া'র!

শহুরের সভ্যতার কিন্চিত বাড়তি চাপ গ্রামে
বিটুমিনের রাস্তা হয়েছে
বোতলে গ্যাস-- বুকের ভেতরের মায়াটা হালকা হতে হতে
এখন সবই গা সহা! আহ্হা সময়!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: মোরতাজা,




উধাও হয়ে গেছে আমাদের জীবন থেকে প্রায় সবকিছুই!

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০১

মোরতাজা বলেছেন: হুমম।

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। আজ আমিও একটা কবিতা লিখব।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০২

মোরতাজা বলেছেন: ধন্যবাদ। লিখে ফেলুন ভাই।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:



কাদা পানিতে মাছ ধরার কথা মনে করিয়ে দিলেন।
কি চমৎকার কবিতা লিখছেন। ++

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০২

মোরতাজা বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.