নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

\'খালেদ মুহিউদ্দীন জানতে চায়\'

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০২


সংবাদ সম্মেলন

কেউ প্রশ্নের উর্ধ্বে নন! তাই প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর জানতে হবে, জানাতে হবে--- এমন ভাবনা নিয়েই ডয়েচে ভেলে'র বাংলা টিমের প্রধান খালেদা ভাই (খালেদ মুহিউদ্দীন) শুরু করতে যাচ্ছেন ইউটিউব ভিত্তিক টকশো খালেদ মুহিউদ্দীন জানতে চায়'--- আজ সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সামাদ হলে সংবাদ সম্মেলন করে এর ঘোষণা দেয়া হয়েছে।

কথা বলছেন খালেদ ভাই

চলতি ফেব্রুয়ারি ২৮ থেকে সপ্তাহে একদিন, শুক্রবার বাংলাভাষাভাষিদের জন্য এ শো-টি হবে এবং এতে দু'জন অতিথিও থাকবেন- যারা ডয়েচে ভেলের দর্শক, শ্রোতা এবং অনলাইনের পাঠক বা তাদেরও বাইরে যে কোন মানুষের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর খুঁজবেন। অংশ নিবেন আলোচনায়!


কথা বলছেন দেবারতি গুহ

দেবারতি গুহ, ডয়েচে ভেলে- এশিয়ার প্রধান, ঢাকায় এসেছিলেন এ উপলক্ষে। তিনি বলছিলেন, খালেদ মুহিউদ্দীনের যে নেম, এবং ফেম আছে তাকে আমরা কাজে লাগাতে চ্রাণেলটি করেছি। আমরা ভাবছিলাম খালেদ মুহিউদ্দীনকে দিয়ে নিউজ বা এডিটিং-এর বাইরে নতুন কি করা যায়। সে ভাবনা থেকেই আমরা এই ইউটিউব চ্যানেলটি চালু করলাম। এটি ডয়েচে ভেলেরই একটি ইউটিব চ্যানেল যেখানে বাক স্বাধীনতা, অধিকার, সম-সাময়িক প্রসঙ্গ নিয়ে মানুষ প্রশ্ন করবেন, আলোচনা করবেন, বিশ্লেষণ করবেন।

চ্যানেলটি সাবক্রাইব করা যাবে Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল উদ্যোগ-------

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

মোরতাজা বলেছেন: :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

পদ্মপুকুর বলেছেন: দেখা যাক!

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

মোরতাজা বলেছেন: নিশ্চয়!

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

একাল-সেকাল বলেছেন:
স্টুডিও কোথায়

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫

মোরতাজা বলেছেন: বনে

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২

একাল-সেকাল বলেছেন:
ভাল করার যোগ্যতা আছে। শুভ কামনা

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২১

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.