নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিল্পীর চোখে যৌবন---ছবি অনলাইন থেকে নেয়া
চোখ খারপ তোর
মাইয়া মাইনষের বুকের উপ্রে ঘোরে
--চক্কর মারে
খারাপ চোখ তোর
কামে ঝলঝলা
টকটকা চোখে তোর কাম-মনোহরি যৌনতা
চোখ খারাপ তোর, লুইচ্চা তুই
মাইয়া মাইনষের শরীর চাইট্টা খায়!
তোর চোখ খারাপ, তোর খারাপ চোখ
তারপরেও তোর সামনে মাইয়া মানুষ---
তোর পেছনেও
তোর আশপাশে সব মাইয়া মানুষ, এ কেমন কথা রে--
তোরে চক্ষের আক্রমণ ঠেকাইতে ওড়না টানে মাইয়া মানুষ
চোখ খারাপ তোর--জানবার পরেও মাইয়ারা তরে পছন্দ করে
ওড়না টাইনাও তোর লগে বইসা থাকে
তবুও চোখ খারাপ তোর! নজর খারাপ! বিশ্বাস কর চোখ খারাপ তোর!
কামে টলমল চোখ তোর, কাত কাতুরে- লুইচ্চা চোখ
তোর চোখের সামনে মৌতাত, মৌমাছির উড়ে যায়
বাড়ন্ত যৌবনা নারী, কামনা শীষ-নারী, টাকায় কেনা নারী-
মজনুর মত শ্রমসাধ্য লাইলীসম নারী
তুই লুইচ্চা- তারপরেও তোর চোখের তাকায় নারী
এ কেমন কথা রে!
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৮
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২৪
সাইন বোর্ড বলেছেন: ভাল প্রকাশ ।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৯
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৬
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।