নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নিয়তি— ভাগ্য অন্বেষণ —

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৯


কার্টুন অন্তর্জাল থেকে

নগর দিয়েছে রমণী সঙ্গ
পিৎজার আঠালো চিজ
সসে ডোবানো সিঙ্গাড়া-স্যান্ডউইচ
পোড়া তেলে ভাজা পুরি-জিলাবি
নোংরা গন্ধময় বাতাস আর
সিসার বিচরণ বক্ষ !

যে অসুখ আমি চাইনি, সেটিও এ নগরে
তবুও আমি তারে বলি ‘যাদুর শহর ঢাকা রে!’


অথচ আমার গ্রাম— ভোরের শিশির সিক্ত ঘাস দিয়েছে
জলকেলি করে ছুটে যাওয়া হাঁসের পালের সাথে
বিশুদ্ধ বাতাস !

রমণীয় সঙ্গ — বাজিকর দিন
আহা, আমি —
আমার পলাতক গ্রাম !
যদিও এখন সেখানে রাজনীতির বিষে মরে যাচ্ছে মাছ
ধানের ক্ষেতে পশু পড়া নিয়ে গণ্ডগোল

তবুও তো দিন শেষে, কষ্টের অক্তে—
কেউ কাঁধে রাখে হাত ।
কেউ বলে নে পুলিটা মুখে পুরে
মরিচ বাটার সাথে রসুন মিশিয়ে বানানো ভর্তায়
সেরে নে সকালের নাশতা
বিকাল বেলাটায় হয় চা-সঙ্গ আড্ডা

সে সব দিন গত হতে হতে আমি কেবল নগর দেখি
নগর আপদ যে আমার; এখন নিত্য নিকাশ সঙ্গ

গাঁয়ের সে গল্প এখন বিলাস—
বিত্ত উন্মত্ত করেছে
কেড়ে নিয়েছে সব — কেবল রেখেছে
রিকশার টুং টায় শব্দ
রাতে শোয়া, সকালে জেগে; আবার কাজ !!

কী জীবন ছিল । কী জীবন আমি বেছে নিয়েছি নিজের জন্য !

নিয়তি— ভাগ্য অন্বেষণ —

শিক্ষার নামে নগরনামায় আমার জীবন বিসর্জিত হবার পরও

বেশ্যা সঙ্গ, পিৎজার চিজ আর নোংরা আবর্জনার ভাগাড়কে সঙ্গী করেছ-

যাদুর শহর বলে নিয়েছি সান্ত্বনা !!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৫

জাহিদ হাসান বলেছেন:

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৮

মোরতাজা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মোরতাজা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর।

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মোরতাজা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০২

মোরতাজা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.