নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কী অদ্ভূত; অনাদরের জীবন

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪১


ছবি সৌজন্য-- পিন্টারেস্ট

ফিরে এসো প্রেমিকারা
অনাদরে নির্বাক প্রেমিকের মনের আঙ্গিনায়!

কত রাত নির্ঘুম কেটে যাচ্ছে
কত সকালে কাকের চিৎকারে মুখর থাকে!

ঘুম ভাঙ্গে। জেগে উঠি। কাজের তাড়া থাকে।
নাকে মুখে পুরে যাচ্ছে তাই খেয়ে বের হই!


বহুদিন তোমাদের হাতে তৈরি খিঁচুড়ি-ডিমের ওমলেটের গন্ধ নাকে আসে না
গাদা ফুল হাতে হলের অতিথি কক্ষে আড়ষ্ট তোমার-তোমাদের মুখ চোখে পড়েনা

বয়সের সাথে, কেমন যেন সব! ... নগর আবর্জনার মত তিক্ত হয়ে উঠছে!
দু:সহ কালো ধোঁয়ার মত চক্রাকারে কুণ্ডুলি পাকিয়ে যাচ্ছে উপর-নীচ-

প্রেমিকারা
বহুগামি নই আমি-
বহুপ্রেমিও নই

বহু প্রেম আমি ধারণ করেছিলাম, এটা সত্য!
সেও তোমাদের কারো অজানা নয়!

সাগর সঙ্গ, উষ্ণ সন্ধ্যার খোঁজ আমি করিনি
প্রশাস্ত বিকাল, রিকশায় হুড ফেলে
বুয়েট ক্যান্টিনে কোমলপানীয়ের বোতলে চুমুক দিতে দিতে
তোমাদের মেপেছিলাম, আদুরে উষ্ণতায়
ভালোবাসা প্রিয়!

ভালোবাসাপূর্ণ জীবন এখন ভালোবাসাহীনতায়!
কী অদ্ভূত; অনাদরের জীবন!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোরতাজা বলেছেন: :)

২| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: আসলেই কবিতাটা সুন্দর হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৬

মোরতাজা বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৬

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.