নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

মানুষ—মন্তব্য— গন্তব্যের তাড়া!

১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৫



ছবি টুইটার থেকে নেয়া। লিংক Click This Link


কফিনে পুরে রাখা একটা আস্ত শরীর
যার এখন নিঃশ্বাসের দরকার নেই! —মানুষটার চারপাশে নানা মানুষ—মন্তব্য— গন্তব্যের তাড়া!

কখন মাটির নীচে চাপা দিয়ে…যে যার কাজে ফিরবে! কেউ বা বিনোদনে। কারো পুরনো ডেট পড়ে আছে ।

কবরের ধুলো মুছতে মুছতে কেউ সামলাবে পরিবার, প্রেমিকা।
কেউ নিজের অফিস। বসের দরবারে সালাম।

কেউ একজন হয়ত ভাববে—একদিন আমাকেও।
কিছুটা সময় বাদে তাও উবে যাবে।

লোবানের গন্ধ মাটি চাপা পড়বে—জীবিতরা ফিরবে কাজে— যাকে আমরা নাম দিয়েছি বাস্তবতা!
মৃত্যুও যে অনিবার্য বাস্তবতা—ভুলে যাই বারে বার; ছেঁড়া মাদুরের মত অবহেলায়!

ডুবে থাকি আমরা আমাদের ব্যস্ততার আমাদের রঙিন রঙমহলে।
সব রঙ থেকে যাবার পরও পুণঃ আয়োজন আরেকজনের জন্য হলেও আমাদের বোধ একই।

পুঁজির কারবার, প্রযুক্তির বিপ্লব, বিত্তবাসনার সাথে তাল মেলানোর জন্য আমাদের শ শ ব্যস্ততার ভেতর
মৃত্যু!—আমরা ভুলে থাকতে পছন্দ করি।
মৃত মানুষকেও মনে আনি না; রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থ ছাড়া—

আমরা— প্রায় প্রতিটি মানুষই ---
নিয়ম করে পালন করি মৃত্যুবার্ষিকী, এতিমখানায় তেহারি নিয়ে যাই।

ধর্মবিদ্যার বিপক্ষে আমরা, তবুও তাদের কাছেই চাই দোয়া!
কী অদ্ভুত! শঠতা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৬

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ধর্মের নামে অধর্মের বিরোধিতা ভালো। কিন্তু কেতাদুরস্ত ফ্যাশনেবল নাস্তিকতা হাস্যকর।

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১০

মোরতাজা বলেছেন: হুম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.