নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আইনের কথা ভাবতে ভাবতে লেখার ইচ্ছেটা বাঁচে না

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১


ছবি: Click This Link


কত কী মনে আসে। লিখি। আবার কাটি। যেনো, আমি সেই পুরনো দিনের কবি!
লিখি, কাগজে! ছিঁড়ে ফেলি আবার! তবু্ও লেখাটা শেষ করা হয় না, তবুও...।

এদিক সেদিক বহুদিক-- সব দিক আমলে নিয়ে লেখাটা শেষ করলেও মনে সন্দেহ থেকে যায়!
তাই আর পোস্ট করা হয় না।

আইন রপ্ত করতে হবে, আগে। তারপর লেখা। এটাই এখন ঘোরে মাথায়। কিন্তু এত আইন পড়ে মনে রাখতে পারিনা
তাই এখন আর লিখি না।

কোন শব্দে কার কই আঘাত লাগে, কে কই ব্যথা পায়, কার কত অসুবিধা। সব আমল করতে হয়!
কার তখত নড়ে, কার দিলে লাগে চোট-- এত সব বিবেচনা করতে করতে আর লেখা হয় না।

আইন মানতে, আইনের কথা ভাবতে ভাবতে লেখার ইচ্ছে্টা আর বাঁচে না!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ইচ্ছা থাকলেও মন ভরে লিখতে পারি না।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

মোরতাজা বলেছেন: হুম :(

২| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছা আছে দেশ ছেড়ে যখন বিদেশে যাবো, তখন মন ভরে লিখব।

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৯

মোরতাজা বলেছেন: ঝুঁকি নিয়ে দেশে বসেই লেখা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.