নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নতুন আলো

০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:১১


ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেয়া

দেশে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, রাজনীতিতে নতুন দিনের সূচনা করতে সক্ষম হবে, এটা রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার পর্যবেক্ষণ।
যে দেশের মানুষ বৃদ্ধ-নেতৃত্ব নির্ভর রাজনৈতিক চিন্তা করে—পরিবার, পেশি, বয়স, বিত্ত বিবেচনায় দলীয় পদ বণ্টন করে —২৮ ফেব্রুয়ারি, বিকেলে, মানিক মিয়া এভিনিউর আয়োজনে তার সবই অনুপস্থিত । শুধু জ্বলছে যৌবনদীপ্ত তুর্কি তরুণদের দায়িত্ব আর স্বপ্ন বাস্তবায়ন আকাঙ্ক্ষার আলো। সেই আলো ছড়িয়ে পড়বে দেশের আনাচে কানাচে।
যারা এই দল গঠনকে সরকারি সুবিধার ল্যান্স দিয়ে দেখছেন, তারা ভুলেই গেছেন—এই তরুণরা মাস সাত আগে একটা নতুন শক্তির সাথে আমাদের পরিচয় করে দিয়েছে, জীবন উৎসর্গ করার শক্তি । এই শক্তি যখন জাগে, তখন মুক্তি আসে, স্বাধীনতা আসে, মর্যাদা ফিরে। এ শক্তিতেই দেশে ফিরেছে নতুন দিন, নতুন সরকার। আর রাজনৈতিক দল গুলো আলাপ করছে ভোটের।
এই শিক্ষার্থীরা পেশির লড়াইয়ের বদলে, রাজনীতি চর্চার সুযোগ পেলে—তাদের ভুল করে শেখার মত প্রেরণা দেয়া গেলে, নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। ফিরবে, সমতা ও মর্যাদা। সেদিনের অপেক্ষায়——বাংলাদেশ।
আর নতুন দল নিয়ে, হতাশা যাদের ঘিরে ধরেছে, তারা দম চর্চা করতে পারেন — :)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আশাবাদী

হোক নতুন কিছুর সৃষ্টি। আশার আলো জ্বলুক ঘরে ঘরে
একজন ন্যায় পরায়ন শাসক দেশের বুকে ধরা দিক।

আফসোসদের এই গান ভালো লাগবে
জ্বালাইলে যে জ্বলবে আগুন
নিভাইবো তোর কোন দাদায়
আগুন জ্বালাইস না আমার গায় গো
আগুন জ্বালাইস না আমার গায়

০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:৫৩

মোরতাজা বলেছেন: ধন্যবাদ :)

২| ০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৮

নতুন বলেছেন: নতুন কিছু পেতে হলে নতুন কিছু করতে হয়।

৫৪ বছরের পুরানো দল নতুন বাংলাদেশ গড়তে পারবেনা।

জনগনের মাঝে সচেতনা দরকার, তবেই তারা নতুন বাংলাদেশের জন্য কাজ করতে পারবে।

০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:০০

মোরতাজা বলেছেন: :(

৩| ০২ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২১

ধুলোপরা চিঠি বলেছেন:



পোষ্টে আপনি নিজকে নিয়ে লিখেছেন, "রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে" ..." ব্লা ব্লা । আপনি হয়তো রাজনীতির ছাত্র ছিলেন বা একজনো আছেন; তবে, আপনার পোষ্টগুলো প্রমাণ করে যে, বিষয়টা আপনি বুঝেন না; আপনার লেখাগুলোর খুবই নীচু মানের।

০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:২৭

মোরতাজা বলেছেন: ...হতে পারে। আমি খুব বুঝি এই দাবি কখনো করি না। আপনার মতামতের জন্য ধন্যবাদ

৪| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জাতীয় নাগরিক পার্টি নামটা শুনতে জাতীয় পার্টির শাখা পার্টি মনে হয়।

০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:২৮

মোরতাজা বলেছেন: B-)

৫| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:৩১

মোরতাজা বলেছেন: নতুন দলের আত্মপ্রকাশ, দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনার সুযোগ তৈরি করেছে।

৬| ০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ২:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি আশাবাদীর দলে। বিগত চার দশক ধরে ঘুরে-ফিরে একই মুখ, একই মানুষ, একই ঘটনা বার বার। পরিবর্তন আসুক।

০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:১০

মোরতাজা বলেছেন: পরিবর্তন আসুক- আমরা সবাই চাই। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.