![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: বিডি নিউজের সৌজন্য
আচমকা আপনাদের চেতনা জাগ্রত হইছে। কে বিড়ি খাইছে, কার ওড়না নাই! এই সব দেইখা তাদের ঠ্যাঙ্গাইতে মন চাইছে আপনাদের! নিজের নজর নামায়া রাখেন। সংযত হন। নিজের ভেতরে ময়লা অবর্জনা আগে সরান।
জুলাই আন্দোলনের পর ধর্মের নামে ভীতি চর্চা কারও কারও ভেতর বেশি জাগ্রত হইছে। এই সব চেতনার জন্য ক্ষেত্রে লাগে। আগে নিজে শুধরান। ধর্ম বোঝেন। কোনটা হালাল , কোনটা হারাম--- কোনটা আপনার কাজ, কোনটা ইমাম সাহেবের সেইটাও বোঝেন।
নিজেদের অনেক বড় ঈমানদার দেখাইতে গিয়া রাষ্ট্রের চরিত্র-হরন কইরেন না।
মনে রাইখেন, আপনার একটা ভুল রাষ্ট্রের ইমেজ সঙ্কটে বাড়াবে। কোনটা আপনার দায়িত্ব, সেইটাও বোঝেন। আপনার যা ইচ্ছা, তাই করার স্বাধীনতা ধর্মে নাই।
মহানবী সা: মানুষকে ভালোবাসা দিয়া জয় করছেন। আপনারা যারা বিড়ি, আর ওড়না- তর্ক জুড়েছেন-- তারা এবার থামেন। ধর্ম বোঝার জ্ঞান নিতে নবীর সা: জীবনী পড়েন, কোরআন পড়েন অর্থসহ। ধর্ম লেবাসে না, মনে অন্তরে। উপলব্ধিতে।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৮
মোরতাজা বলেছেন: আপনি আগে বিষয়টা নিজে বোঝেন, ধর্ম টেনে আক্রমণের সিনামা অফ রাখাটাই ভালো।
২| ০৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১২
শাহ আজিজ বলেছেন: সাংঘাতিক বয়ান , ভাল লাগলো ।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৯
মোরতাজা বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:০৪
কামাল১৮ বলেছেন: আন্দোলনের নেতৃত্বে ছিল শিবির।এমনইতো হবার কথা।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৯
মোরতাজা বলেছেন:
৪| ০৭ ই মার্চ, ২০২৫ সকাল ৮:৩৮
ক্লোন রাফা বলেছেন: মবের মুল্লুকে এমনই কিছু ঘটবে এটাই স্বাভাবিক!রিয়ালিটি মাইনা নেন।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৯
মোরতাজা বলেছেন: কথা বলতে হবে।
৫| ০৭ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আজ দেশে নাই বলে এই অবস্থা।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২০
মোরতাজা বলেছেন:
৬| ০৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৫
Ruhin বলেছেন: এই উড়না পড়াপড়ির রীতি একমাত্র ভারত উপমহাদেশেই দেখা যায়,এর রীতি একমাত্র ভারত উপমহাদেশেই। মধ্যপ্রাচ্য,আরব বিশ্ব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এ মানুষ এগুলো নিয়ে মাথা ঘামায় না
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২০
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:২৫
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: যাদের তিনস্তরের কাপড়ের উপর এক কাপড় এদিক ওদিক সরে গেলে চেতনাদণ্ড দাঁড়িয়ে যায়, তাদের অবিলম্বে ডাক্তারর শরণাপন্ন হওয়া উচিত। রাস্তাঘাটে এসব হ্যারেজ করা মানুষ এটা ভুলে যায় যে সবাই তার ধর্মাবলম্বী না। সবাই ধর্ম ওইভাবে মানেও না। আপনার ধর্ম আপনাকে পরনারীর সাথে কথা বলার,তাকানোর পারমিশন দেয় না, সেখানে আপনি জ্ঞান দেন কোন আক্কেলে?