নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলমামুন

নীলমামুন › বিস্তারিত পোস্টঃ

ফেইক আইডি নিয়ে গুরুত্বপূর্ণ পোস্ট

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

ফেইসবুক একটু গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগের মাধ্যম। ফেইসবুক জনপ্রিয়তা হবার আগে ল্যান্ড ফোন, মোবাইল ফোন বা ই-মেইলে বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগের মাধ্যম ছিল। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষকরে ফেইসবুক আসার পরে বন্ধুদের সাথে যোগাযোগ, তথ্য আদান-প্রদান, ছবি শেয়ার এবং অন্যান্য যাবতীয় তাতক্ষনিক যোগাযোগের জন্য ফেইসবুকের বিকল্প আর কিছু বর্তমানে নেই। বন্ধু হিসেবে আমরা এড করি অনেককেই। কেউ অন্তঃরঙ্গ বন্ধু, কেউ অল্প পরিচিত কেউবা মুখচেনা আবার কেউবা সম্পূর্ণ অপরিচিত।



ফেইসবুকে খুবই সহজলভ্য হয়ে গেছে অন্যের তথ্য সহজে জানা বা ছবি সংগ্রহে রাখা। আমাদের ফেইসবুকে বন্ধুরূপী অনেক শত্রু রয়েছে যে জাতটা সবচেয়ে বেশি ভয়ানক।কারণ আপনি এদেরকে বন্ধু হিসেবেই জানেন তবে তলে তলে এরা আপনার কত ক্ষতি করছে তা আপনার চোখে না পড়লে বুঝতে পারবেন না। সুযোগ বুঝে এইসব দুমুখওয়ালা সাপদের ব্লক করে দেন অথবা আপনার একাউন্টে এদের প্রবেশ্যতা সীমাবদ্ব করে দিন।



এখন যদি এইসব বন্ধুরূপী সাপদের কেউ আপনার তথ্য এবং ছবি সংগ্রহ করে একটি মিরর একাউন্ট বা ফেইক একাউন্ট হিসবে খুলে খুব সহজেই আপনাকে হেনস্থা-অপদস্থ করতে পারে। সাধারণত মেয়েরা এই ফেইক আইডির যন্ত্রণা, অপদস্থ হয়ে থাকে বেশি।এইসব মেয়েরা স্বাভাবিক ভাবেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দিনের পর দিন তারা পরিবারে এবং সমাজে কঠোর মন্তব্য শুনতে বাধ্য হয়। ফলে মাঝে মাঝে এইসব মেয়েরা নিজেদের কে ঠিক রাখতে না পেরে আত্নহননের মত জঘন্য কাজে সম্পৃক্ত হয়ে যায়।



এইসব ফেইক আইডিগুলো ক্রিয়েটর সাধারণত এক শ্রেণীর কুরূচি সম্পন্ন, মস্তিস্ক বিকৃত ছেলে।আমি মনে করি এই হীন কাজ তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের পরিচয়ের ঠিক নেই।এইসব কাজ করতে পারে লো-প্রোফাইল বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলেরা। কিন্তু মাঝে মাঝে অবাক হই শুধু মাত্র প্রতিহিংসা এবং ঈর্ষান্বিত হয়ে বা পূর্বের সম্পর্কের সমাপ্তির যের ধরে এইকাজগুলো করে অনেক হাই প্রোফাইল ছেলেরাও। এমনকি সর্বোচ্চ বিদ্যাপিঠেরও কেউ কেউ যদি এইরুপ কুরূচিপূর্ণ কাজে সংশ্লিষ্ট থাকেন তাহলে আমার আপনার কিছুই বলার নেই। মাথায় আসেনা একজন সর্বোচ্চ বিদ্যাপিঠের ছাত্র / এলামনাই কে যদি এমন ঘৃন্যতম কাজে সংশ্লিষ্ট পাওয়া যায়। তাদের প্রতি ঘৃণা আনা ছাড়া আর কিছুই বলার নাই। ভাবতেও অবাক লাগে এইসব কুরূচিপূর্ণ ব্যাক্তিরা সমাজে বিভিন্ন উচ্চপদে আসীন থাকেন।



আসুন এইরূপ বন্ধুরূপী কুরূচি সম্পন্ন দু’মুখো সাপগুলোকে আমরা ফেইসবুকে ব্লক করা সহ পাশাপাশি পারিবারিক ও সামাজিক ভাবে বয়কট করি।



* আমাদের সাধারণ প্রবণতা হল যিনি অপরাধের স্বীকার হল তার গুষ্টি উদ্বার করা বা তাকে নিয়ে সমালোচনা হেয় করা। চিন্তা করে দেখুন তার কি দোষ। আজকে আপনি যদি এই অপরাধের স্বীকার হতেন [মেয়েদের ক্ষেত্রে], অথবা আপনার বোন অথবা স্ত্রী যদি এই অপরাধের স্বীকার হত [ছেলেদের ক্ষেত্রে] তাহলে হয়তো বুঝতেন কার দোষ এবং কে অপরাধী! সুতরাং কেউ যদি এইসব ফেইক একাউন্ট বন্ধকরার জন্য আপনার কাছে সাহায্য চায় তবে আপনি তাকে তার ফেইক আইডি বন্ধ করতে সাহায্য করুন।



** যেভাবে রিপোর্ট করবেনঃ-

নিচের এটি একটি ফেইক আইডি। একজন মডেলের ফেইক আইডি তৈরী হয়েছে।

https://www.facebook.com/ria.hussain.79?fref=ts



প্রথমে ম্যাসেজের ডান পাশে “Report/Block” অপশন ক্লিক করুন। তারপরে “Report account” অপশনেএ ক্লিক করুন। তারপরে যেই পেইজ আসবে যার নাম “report / block this person” এই পেইজে “submit a report” সেখানে ক্লিক করুন “Report id” তারপরে Continue করুন। এরপরে যেই পেইজ আসবে সেখানে যেই অপশন পাবেন সেখান থেকে সিলেক্ট করুন “This is a fake account” তারপরে CONTINUE করলেই আরো একটি পেইজ পাবেন সেখানে ক্লিক করুন “others” আইডিটি সঠিকভাবে রিপোর্ট হয়ে যাবে।



ফেইক আইডি রিপোর্ট ব্লক করার জন্য বেশ কিছু গ্রুপ কাজ করে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলঃ https://www.facebook.com/groups/kickoffgroupbd/



বি.দ্র. এই অনৈতিক কাজগুলো প্রতিনিয়ত হচ্ছে। স্বীকার হচ্ছেন আমার আপনার আশে পাশের জন। কে বা কারা সেই কালপ্রিট বা কাকে হেনস্থা করছে এই নামগুলো না জানতে চাইলেই বরং ভালো হবে তবে সুযোগ পেলে ঐ সব কালপ্রিটদের এক হাত নিতে ভুলবেন না। আপনার কাছে ম্যাসেজ আসলে বিনা দ্বিধা ব্লক করতে সাহায্য করুন এবং যিনি ভুক্তভোগী তার তথ্য গোপন রাখতে সাহায্য করুন।



ধন্যবাদ পোস্টটি মনযোগ সহকারে পড়ার জন্য



Find / Follow me on facebook:

https://www.facebook.com/neelchy

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

মোঃ ইসহাক খান বলেছেন: উপকারী পোস্ট।

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

বশর সিদ্দিকী বলেছেন: রিয়া ম্যাডামরে তো রিপোর্ট কইরা আইলাম। প্রায়ই রিপোর্ট করি কিন্তু কাজ কি হয়??

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

নীলমামুন বলেছেন: ভাই রিপোর্ট করলে বন্ধ হয়! পুরাতন আইডি হলে বন্ধ হতে সময় লাগে তবে নতুন আইডি হলে তাড়াতাড়ি বন্ধ হয়। ফেক ফেইসবুক প্রোফাইল বন্ধ হতে কোন নির্দিষ্ট রিপোর্ট সংখ্যা নাই তবে ফেইসবুক পেইজে যত লাইক থাকে তার ৩ থেকে ৫ গুণ রিপোর্ট করলে পেইজ বন্ধ হয়!

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.