নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলমামুন

নীলমামুন › বিস্তারিত পোস্টঃ

বিসিএস প্রিলির জন্য ইংরেজীতে যা যা পড়বেন

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

বিসিএস প্রিলিমিনারিতে ভালো ফলাফল করার জন্য ইংরেজী অংশটি খুবই গুরুত্বপূর্ণ অংশ।৩৪ তম বিসিএস পর্যন্ত ১০০টি প্রশ্নের মধ্যে ২০ টি প্রশ্ন ইংরেজী অংশে আসত। যেহেতু ৩৫তম বিসিএস থেকে ২০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এর মধ্যে ইংরেজী প্রশ্ন ৩৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ইংরেজীতে যারা মোটামুটি ভাল তাদের খুব একটা সমস্যা হবার কথা হয় না। কিন্তু যারা ইংরেজীতে দূর্বল বা ইংরেজীতে একটু কম আত্নবিশ্বাসী তাদের জন্য হয়তো এই টিপসগুলো কাজে লাগবে বলে আশারাখি।







এবারে আসুন দেখে নেই ৩৪ তম বিসিএস পর্যন্ত কোন কোন সেগমেন্ট থেকে ২০ টি প্রশ্ন করা হত





১) Spelling – ১টি বা ২ টি প্রশ্ন



২) Synonyms বা Antonyms – ২টি বা ৩ টি প্রশ্ন



৩) Analogy – ১টি বা ২টি প্রশ্ন



৪) Appropriate preposition – ৩টি বা ৪ টি প্রশ্ন



৫) Phrasal verbs/ Idioms / Phrase / Group verbs – ৩টি বা ৪ টি প্রশ্ন



৬) Gerund / Clause /Adjective / Adverbs / syntax – ২টি বা ৩ টি প্রশ্ন



৭) Narration / Voice / Sequence of Tense / Correction – ৪ টি বা ৬ টি প্রশ্ন



৮) BCS question previous year / Literature – ১টি বা ২ টি প্রশ্ন





এবারে আসুন লক্ষ্য করি ৩৫ তম বিসিএস এর ইংরেজী বিষয়ক সিলেবাস

ইংরেজী বিষয়ক ডিটেইলড সিলেবাসঃ



Part I : Language

A) Part of Speech:

The Noun (Determiner, Number, Gender)

The Pronoun

The Verb (The Finite, Transitive, Intransitive, Non-finite, Participles, Infinitives, Gerund, The Linking verb, The Phrasal Verb, Modals)

The Adjectives

The Adverb

The Preposition

The Conjunction



B) Idioms & Phrase:

Meanings of Phrases,

Kinds of Phrases,

Identify of Phrases



C) Clauses:

The Principal Clause

The Subordinate Clause (The Noun Clause, The Adjective Clause, The Adverbial Clause and its types)



D) Corrections:

The Tense

The Verb

The Preposition

The Determiner

The Gender

The Number

Subject-Verb Agreement



E) Sentences and Transformations:

The Simple Sentence

The Compound Sentence

The Complex Sentence

The Active Voice

The Passive Voice

The Positive Degree

The Comparative Degree

The Superlative Degree



F) Words:

Meanings

Synonyms

Antonyms

Spellings

Usage of words as various parts of speech

Formation of new words by adding prefixes and suffixes.



G) Composition:

Name of Parts of paragraphs / Letters / Applications



Part II : Literature


H) English Literature:

Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century,

Quotations from drama / poetry / ages



৩৫ তম বিসিএস এ কিভাবে প্রশ্ন আসতে পারে তার একটা প্যাটার্ণ খেয়াল করি






১) Spelling/Synonyms / Antonyms – ৪ টি বা ৬ টি প্রশ্ন



২) Analogy – ৩টি বা ৪ টি প্রশ্ন



৩) Phrasal verbs/ Idioms / Phrase / Group verbs – ৫ টি বা ৭ টি প্রশ্ন



৪) Appropriate preposition / Adjective / Adverb – ৪ টি বা ৬ টি প্রশ্ন



৫) Gerund / Clause /Adjective / Adverbs / syntax – ৫ টি বা ৭ টি প্রশ্ন



৬) Narration / Voice / Sequence of Tense / Correction – ৮ টি বা ১০ টি প্রশ্ন



৭) BCS question previous year / Literature – ৪ টি বা ৬ টি প্রশ্ন





এখন আসুন আমরা জেনে নেই কোথা থেকে কিভাবে এই টপিক গুলো ভালো ভাবে আত্নস্থ করবেন।





এই টপিকগুলোর জন্য যে বইগুলো ফলো করতে হবে তা হলঃ



1) Common Mistakes in English – T. J. Fitikids এর বই



2) Oxford Advanced English Grammer



3) প্রফেসরস সিরিজের BCS Preliminary English বই



4) S@ifur’s এর BCS English [মূলত Synonym & Antonym এবং Analogy এর জন্য]



5) English Grammer [যেকোনও ভালো মানের নবম-দশম শ্রেণী]



6) 10th – 34th BCS question [BCS question bank]







বিসিএস প্রিলিতে এসেছে এমন বিগত বছরের প্রশ্নগুলো চোখ বুলিয়ে নিন তাতে কখনও কখনও ১/২ টি প্রশ্ন কমন পড়বে। আর আপনি / আপনারা একটা আইডিয়াও পাবেন প্রশ্ন কেমন আসে।



এছাড়া Spelling, Synonyms & Antonyms, Analogy, Literature [life span of some famous writer and poet; ], Famous quotation from writer and poet, publish into single / easy words.











আশাকরি পরামর্শগুলো কাজে লাগবে।

সবাইকে ধন্যবাদ। পরবর্তী লেখা থাকবে গণিতের উপর।



Find / Follow me on Facebook:

https://www.facebook.com/neelchy

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বেকার সব ০০৭ বলেছেন: খুব কাজের পোস্ট আমার কাজে লাগবে

ধন্যবাদ আপনাকে

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

এনামুল৫৫৫৫ বলেছেন: ধন্যবাদ ভাই অনেক ভাল লেখেছেন। বিসিএস ,চাকরি এবং সকল প্রতিযোগীতা মূলক পরীক্ষাতে আপনাদের পাশে আছে Helpbd24.com । পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাদের যথাসাধ্য সাহায্য করবে আমাদের ওয়েব সাইট । সেই সাথে শিক্ষামূলক যে কোন তথ্য পাবেন আমাদের ওয়েব সাইটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.