নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলমামুন

নীলমামুন › বিস্তারিত পোস্টঃ

বিসিএস প্রিলিমিনারীতে বিজ্ঞান বিষয়ে যা যা পড়বেন

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

বিসিএস প্রিলিমিনারীতে বিজ্ঞান অংশে থাকে ১৫ টি প্রশ্ন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তারা তেমন একটা না পড়েও এই অংশ থেকে ১০ টি প্রশ্ন অনায়াসেই উত্তর করতে পারে। তবে কনফিডেনটলি উত্তর করার জন্য এবং ভালো নম্বর তোলার জন্য কিছু টেকনিক ফলো করতে হবে। যারা বিজ্ঞান বিভাগের নয় তাদের ও উচিত এই অংশটা দেখা। ভালোভাবে পড়লে এবং আয়ত্ত করলে ১৫ টির মধ্যে ১২/১৩ টি সঠিক করা অসম্ভব কিছু না। তবে বিজ্ঞান অংশে পুরাতন বছরের প্রশ্নগুলোই সমাধান করলে ১০/১২ টি কমন পড়ার কথা। যেহেতু নতুন নিয়মে ৩৫তম বিসিএস এবং সিলেবাস উল্লেখ আছে তাই বিষয়ভিত্তিক ডিটেইল পড়াশোনা করা উচিত।



বিজ্ঞান অংশের জন্য যে সব বই ফলো করবেনঃ

১) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী]

নিম্ন মাধ্যমিক বিজ্ঞান



২) মাধ্যমিক পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী]

মাধ্যমিক পদার্থ বিজ্ঞান



৩) মাধ্যমিক রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী]

মাধ্যমিক রসায়ন বিজ্ঞান



৪) মাধ্যমিক জীব বিজ্ঞান [৯ম শ্রেণী]

মাধ্যমিক জীব বিজ্ঞান



৫) মাধ্যমিক কম্পিউটার বিজ্ঞান [৯ম শ্রেণী]

৬) MP3 সিরিজের দৈনন্দিন বিজ্ঞান

৭) এস্যুরেন্স বিসিএস প্রিলিমিনারী ডাইজেস্ট

৮) ১০ম থেকে ৩৪তম বিসিএস প্রিলির প্রশ্ন [অনেক সময়ই বিগত বছরের প্রশ্ন কমন পড়ে]





এখন আসুন দেখি বিজ্ঞান অংশে কি কি ভাগে সংমিশ্রণ থাকে এবং কোন অংশ থেকে কয়টি প্রশ্ন পরীক্ষাতে থাকেঃ



১) ভৌত বিজ্ঞান – ৫টি প্রশ্ন

২) জীববিজ্ঞান – ৫ টি প্রশ্ন

৩) আধুনিক বিজ্ঞান – ৫টি প্রশ্ন



সিলেবাস ভিত্তিক কোন কোন টপিক কোণ অধ্যায় থেকে পড়বেন

রসায়ন বিজ্ঞানঃ পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাঁদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ।

৯ম-১০ম শ্রেণীর পুরাতন বই তে

১ম অধায় - পদার্থের অবস্থা – কঠিন, তরল, বায়বীয়

২য় অধ্যায়- এটমের গঠন,

৫ম অধ্যায় - মৌলিক কণা- ইলেকট্রন, প্রোটোন, নিউট্রন, আইসোটোপ, আইসোটোন, আইসোবার ।

৮ম অধ্যায় - জারণ-বিজারণ,

১২ অধ্যায় - তড়িৎ কোষ

১৫শ অধ্যায় – অজৈব যৌগ, জৈব যৌগ।

পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ধাতব পদার্থ এবং তাঁদের যৌগসমূহ, অধাতব পদার্থ, তড়িৎ কোষ, বাকিগুলো রসারন বইয়ের শেষের চাপ্টারগুলোতে আছে এবং কিছু অধ্যায় অষ্টম শ্রেণীর বইতে পাবেন।



পদার্থ বিজ্ঞানঃ

১ম অধ্যায় - ভৌত রাশি

২য় অধ্যায় - পরিমাপ

৭ম অধ্যায় – তরঙ্গ এবং শব্দ

১৩শ অধ্যায় – আলোর প্রকৃতি

১৪শ অধ্যায় –আলোর প্রতিফলন

১৫শ অধ্যায় – আলোর প্রতিসরণ

১৯শ অধ্যায় – স্থির তড়িৎ

২০শ অধ্যায় – চলতড়িৎ

২১শ অধায় – চৌম্বক

২৩শ অধ্যায় – তেজস্ক্রিয়তা

২৪শ অধ্যায় – ইলেক্ট্রনিক্স

২৫শ অধ্যায় - নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর

নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইতে এগুলো আছে।



জীববিজ্ঞানঃ পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিক্স, জীববৈচিত্র, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান ও অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগত, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত অ রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিণ্ড, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন,পরাগায়ন ইত্যাদি।



আধুনিক বিজ্ঞানঃ পৃথিবীর সৃষ্টির ইহিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা - পদার্থ বিজ্ঞান

হিগের কণা, বারিমন্ডল, টাইড, বায়ুমন্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, জোয়ার-ভাটা, সামুদ্রিক জীবন - ভূগোল বিজ্ঞান

মানবদেহ, রোগের লক্ষণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি এইডস, টিবি, পোলিও –মেডিক্যাল সাইন্স।

এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার ইত্যাদি – এই অংশ গুলো কৃষিবিজ্ঞান।

এইসবগুলো MP3 বিজ্ঞান গাইড থেকে পাওয়া যাবে।



আশাকরি পরামর্শগুলো সবার কাজে লাগবে। ধন্যবাদ।



Find / Follow me on Facebook:

https://www.facebook.com/neelchy



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

গাজী সুবন বলেছেন: ধন্যবাদ নীলমামুন ভাই

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

মুক্ত বিশ্বাস বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট। ভাল লাগল। অন্যান্য বিষয়ের উপরও এরকম পোস্ট চাই।

৩| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: দরকারি পোস্ট ,প্রিয়তে নিয়ে রাখলাম ।আমার ছেলের কাজে লাগতে পারে ।আপনাকে ধন্যবাদ ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

এনামুল৫৫৫৫ বলেছেন: ধন্যবাদ ভাই অনেক ভাল লেখেছেন। বিসিএস ,চাকরি এবং সকল প্রতিযোগীতা মূলক পরীক্ষাতে আপনাদের পাশে আছে Helpbd24.com । পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাদের যথাসাধ্য সাহায্য করবে আমাদের ওয়েব সাইট । সেই সাথে শিক্ষামূলক যে কোন তথ্য পাবেন আমাদের ওয়েব সাইটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.