নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলমামুন

নীলমামুন › বিস্তারিত পোস্টঃ

মোবাইলে গাড়ি জিতেছি এই জানিয়ে প্রতারক চক্রের ফোন

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪

সকালে অফিসে এসেছি! আমার অফিস কলিগ মাসুদ ভাইয়ের গ্রামীণ ফোন মোবাইল থেকে ফোন আসল। ফোন নম্বর ০১৭৪১১১১১৮৭। ফোনের ওপাশ থেকে মাসুদ ভাইকে বললেন যে উনি গ্রামীণ ফোন কল-সেন্টার থেকে বলছেন বিশ্বকাপ উপলক্ষে উনি গাড়ী জিতেছেন। উনি বললেন কল ব্যাক করুন!

মাসুদ ভাই ভোলা-ভালা মানুষ! উনি সচারচ খেলা দেখেন না! নিতান্তই যদি ব্রাজিলের খেলা হয় তাও দেখেন কালে ভদ্রে! আর বিভিন্ন মোবাইল প্রতিযোগিতাতে গাড়ী জেতা এইটাও সম্ভব না!



যাই হউক! আমি অফিসের ফোন থেকে ফোন দেই! উনি আমার ভয়েস শুনেও হ্যালো হ্যালো করেন! বুঝতে পারেন যে মাসুদ ভাই কাউকে দিয়ে ফোন দেওয়াইছেন! আমি বলি কথা শুনতে পেরে হ্যালো হ্যালো করছেন কেন? সেই প্রতারক বলে আপনাকে যে নম্বরে ফোন দেওয়া হইছিল সেই নম্বর থেকে কল দেন।



আমি গালি দিলাম! আর সাথে সাথে ফোন কেটে দিল ... টুট টুট টুট !!

নম্বর টা মনে রাখুন ০১৭৪১১১১১৮৭ ... আপনার মোবাইলেও এই নম্বর থেকে ফোন আসতে পারে! ফোন রিসিভ করেই গালি দিতে ভুলবেন না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪২

নিজাম বলেছেন: খুব ভাল কাজ করেছেন। আগেভাগেই বুঝতে পেরেছেন। আমার মোবাইলেও এমন দুইবার ফোন এসেছিল। আমি তাদের সাথে কথা বাড়িয়ে কিছু বোঝার চেষ্টা করেছিলাম। ধূর্তরা বুঝতে পেরে লাইন কেটে দিয়েছিল। কিন্তু ওরা কখনও একটি সিম ব্যবহার করে না। অনেক সিম আছে। হয়তে দেখা যাবে একবার ব্যবহৃত সিম আর ব্যবহার করবে না।

২| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৭

ঢাকাবাসী বলেছেন: এরা ধরা পড়লে পুলিশের লাভ, সো ধরা পড়লেও আমাদের লাভ নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.