নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলমামুন

নীলমামুন › বিস্তারিত পোস্টঃ

বিসিএস প্রিলিতে মানসিক দক্ষতায় যা যা পড়বেন

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

মানসিক দক্ষতা পূর্বে ২০ নম্বরের গণিতে ৩/৫ নম্বর থাকত। যেহেতু ৩৫তম বিসিএস থেকে সিলেবাসে উল্লেখ আছে তাই মানসিক দক্ষতায় গুরুত্ব দিতে দেওয়া প্রয়োজন। অবশ্য প্রিলিতে মানসিক দক্ষতার উপর ততোটা জোর না দেওয়া হলেও বিসিএস লিখিত পরীক্ষায় ৫০ নম্বরের গাণিতিক যুক্তি সাথে ৫০ নম্বরের মানসিক দক্ষতার উপর পরীক্ষায় সবাইকে কম বেশি পড়তে হয়। যেহেতু বিসিএস প্রিলিতেই সিলেবাসে সুষ্পষ্ট ভাবে উল্লেখ আছে তাই তা ঐ লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করুন। এতে অন্তত ৫০% প্রশ্ন কমন পাবেন বলে ধরে নেওয়া যায়।



মানসিক দক্ষতার প্রশ্ন বাংলা ও ইংরেজী উভয় ফরম্যাটে হয়ে থাকে।



এছাড়া মানসিক দক্ষতার উপরে বাজারে বেশ কিছু গাইড পাওয়া যাবে।

আপনি যেকোন একটি কিনে নিতে পারেন। সবগুলোই মোটামুটি ভালো।



মানসিক দক্ষতার সিলেবাসে যা যা উল্লেখ আছেঃ

1. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

2. সমস্যা সমাধান (Problem Solving)

3. বানান ও ভাষা (Spelling and Language)

4. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)

5. স্থানাংক সম্পর্ক (Space Relation)

6. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)



Verbal reasoning মানে হল একটু ভাষাগত প্যাচ দিয়ে একটা প্রশ্ন দেয়া। অনেক ধরনের verbal reasoning হয়। নিচের লিংকটা দেখুন। এই লিংকে টপ -৫০০ Verbal Reasoning উপর শ্রেণীবিভাগ আকারে প্রশ্ন সহ উত্তর আছে।



Example of Verbal Reasoning



Problem solving এ যে কোন বুদ্ধিবৃত্তিক প্রশ্ন দিতে পারে।



Spelling and Language মানে বানান কারেকশন, গ্রামাটিক্যাল কারেকশন।



Mechanical Reasoning বলতে বোঝায় ছবি দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা দেওয়া থাকবে। এইগুলো খুব সহজও নয় আবার খুব কঠিন ও নয়। বিষয়টি আরো ডিটেইল বোঝার জন্য নিচের লিংকটি দেখে নিতে পারেন।



Example of Mechanical Reasoning



Space Relation: এটাঅর্থাৎ জায়াগ / অবস্থান / স্থানাংক বিশিষ্ট প্রশ্ন। এই সেগমেন্ট থেকে আগেরো প্রশ্ন এসেছে। পূর্বের প্রশ্নগুলো সমাধান করলেই এই সম্পর্কে ধারনা পাওয়া যাবে।

ছবি দিয়ে অথবা কোন সংখ্যা বা কোন দিয়ে বলে দিবে এর অক্ষরটি অবস্থান ঐ এ কত তম কিংবা ... ওমুক সংখ্যার ডান / বামের সংখ্যাটি কি?



যেমনঃ ELEPHANT শব্দটির P কত তম অবস্থান? উঃ ৪র্থ

আরো ভালো ভাবে বোঝার জন্য নিচের লিংকটি দেখতে পারেন।



Click This Link



Numerical Ability অর্থ গণিত সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন। এতে বিভিন্ন সিরিজ, ডায়াগ্রাম, জ্যামিতিক চিত্র, পাটিগাণিতিক প্রশ্ন ইত্যাদি থাকে। নিচের লিংকটি দেখতে পারেন। Numerical Ability সম্পর্কিত টপ-৩০০ প্রশ্ন



Example of Numerical Ability





Find / Follow me on Facebook:

https://www.facebook.com/neelchy

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

সুস্মিতা শ্যামা বলেছেন: তথ্যবহুল লেখা। প্রিয়তে নিলাম।

২| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৫

ধুঁপছায়া বলেছেন: সহায়ক আর্টিকেল....

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

এনামুল৫৫৫৫ বলেছেন: ধন্যবাদ ভাই অনেক ভাল লেখেছেন। বিসিএস ,চাকরি এবং সকল প্রতিযোগীতা মূলক পরীক্ষাতে আপনাদের পাশে আছে Helpbd24.com । পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাদের যথাসাধ্য সাহায্য করবে আমাদের ওয়েব সাইট । সেই সাথে শিক্ষামূলক যে কোন তথ্য পাবেন আমাদের ওয়েব সাইটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.