নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ের বুনোফুল

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৫৪

পাহাড়ে পাহাড়ে গল্প জমেছে,এক এক পাহাড়ের এক এক নাম
কোন পাহাড়ের বুক সবুজের চাদরে ঢেকে আছে,
কোন পাহাড়ের বুক চিরে কান্নার ঢল নেমেছে
আর কোন পাহাড় যার বুকে শুধু পাহাড়ী বুনো ফুল ফুটে,
আর একটা পাহাড় শুধু কষ্টের মরুভূমি র মত
শত চেষ্টায় সেথা ফুল ফোটে না,
সবুজের চাদরে মোড়া থাকেনা,
তার বুক চিরে ঝরনার কান্না শোনা যায় না।
এটা বুঝি বোবা পাহাড়!
তবুও আজ পাহাড়ে পাহাড়ে গল্প জমেছে
আমি কান পেতে আছি শুনবো বলে
কোন পাহাড় কেমন করে গল্প করে
কোন পাহাড় কেমন করে হাসে,
আর কোন পাহাড় কেমন করে কাঁদে!
পাহাড়ে পাহাড়ে কান পাতি আবারো
সব গল্পের মাঝে আমি দীর্ঘশ্বাস শুনি
আমি খুজেঁ চলি উৎসের দিকে,
আমি পাহাড়ে পাহাড়ে আরো জোরে নিবিড় মনে শুনতে চেষ্টা করি
আমি সবুজ পাহাড়ের কাছে আসি,
পাহাড়ী ঝর্নার পাহাড়ে আসি,
মরুভূমি পাহাড়ে আসি, বুনো ফুল পাহাড়ে আসি।
অবশেষে
আমি খুজেঁ পায় দীর্ঘশ্বাসের সূত্র
সবুজ কাদঁছে ফুলের জন্য,
ফুল কাঁদছে ঝরনার জন্য,
ঝরনা কাঁদছে শুষ্কতার জন্য,
মরু পাহাড় কাদঁছে সবুজের জন্য।
সবার দীর্ঘশ্বাস যেন দীর্ঘতর হয়ে চলেছে
গল্প যেন হয়ে যাচ্ছে ক্রমাগত দীর্ঘশ্বাসের চলমান পাহাড়ে।
পাহাড়ে পাহাড়ে গল্পের মাঝে মনে হতে থাকে
আমিও এক পাহাড়, যার এক পাশেতে থাকে সবুজ,
এক পাশে তে বহে ঝরনার ধারা,
এক পাশে ফুটে পাহাড়ী বুনো ফুল
আর অন্য পাশের মরুভূমি টা
যেটা শুধু আমার,আমারি হয়ে থাক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ সকাল ৮:৪৫

তৌিফক ইসলাম বলেছেন: পাহাড় আর জীবন প্রকৃ‌তিতে অবি‌স্মিত!

২| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:২৫

নীল মনি বলেছেন: mathar upor diye gelo..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.