নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

অতঃপর

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

অতঃপর

বেদনাবোধের সরু পথ ধরে হেঁটে
যতবার আমি ওর দিকে তাকিয়েছি
তত বার যেন ভেঙ্গে গেছি কোন এক প্রলয়ে
হেঁটে যাচ্ছি পিচ্ছিল জলসিক্ত কোন এক পথে
মুঠো মুঠো বুনো হাওয়া,
হৃদয়ে তখনও প্রাচীনত্বের বিশাল ছায়া।

সেই পুরানো এক চিলতে বাঁকা হাসি
অদৃশ্য আকর্ষণে ঘিরে থাকা আচ্ছন্নতায়
হঠাৎ কোন এক কণ্ঠস্বরে তোলপাড় সত্তা
বাতাসে কান্নার শব্দ,
ঝরা পাতার উপর হেঁটে যাওয়া রাস্তায়
বিচিত্র অনুভূতিতে ভরে উঠা মন,কাঁদছে ভীষণ!

বিষণ্ণতা নিয়ে দাঁড়িয়ে একটি অসহায় বট গাছ!
সোনালি জরির পাড় মুড়িয়ে রৌদ্রের রুদ্র খেলা
এমনি করে চুরি হয়ে গেছে কত দুপুরবেলা।

অখন্ড নির্জনতা সারাটি হৃদয় জুড়ে
একটা রূপ খেলে যাচ্ছে আপন লাবণ্যে

আমি শুন্য ধূলিমাখা পথে যাচ্ছি হেঁটে
তিলে তিলে ঘটেছে মৃত্যু আমার
যন্ত্রণার আগুনে,একে একে ইচ্ছের মৃত্যুতে।

অপেক্ষার পরিসীমায় হেরে যাওয়া পথিক
শ্যাওলা ধরা মনটাকে নিয়ে ছুটছে কল্পলতার রাজ্যে।
ঢেকে নিয়েছি আজ, ডানা মেলা প্রকৃতির অন্ধকারে।
যেখানে আলো আসে না,বের হয়ে শব্দহীন বুকফাটা শুধু দীর্ঘশ্বাস!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

মার্কো পোলো বলেছেন: খুব ভাল লিখেছেন।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৬

নীল মনি বলেছেন: শুকরিয়া শুকরিয়া শুকরিয়া :) :) :)

২| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৭

নীল মনি বলেছেন: মন্তব্য পেলে ভীষণ উৎসাহ জাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.