নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
পরিপূর্ণভাবে ধরেই নিলাম এটা তোমার কাছে পৌঁছাবে
অথচ তুমি কখনো জানতেও পারবেনা।
বেশ হবে ইমেইলের পর ইমেইল জমবে,
হাজার হাজার মেইলের মাঝে আমার ঠাঁই কোথায়!!!
কোথাও আমার ঠাঁই নেই,
আকাশের কাছে গেলে আকাশ বলে মেঘেরা ভারী সুন্দর, মেঘের দেশে যাও!
মেঘের কাছেতে গেলে মেঘ বলে তুমি বৃষ্টির কাছে যাও,
বৃষ্টির কাছে গেলে বলে তবে সেই বেশ চল
তুমি আমার সাথে মাটির কাছে, ওখানেই ঠাঁই নিও।
আমি তো জল কেমন করে তোমায় আটকে রাখি বল!?
মাটির কাছে এলে মাটি বলে আকাশ তো ছিল বেশ
তার বুকে মেঘের কত রঙ সবছেড়ে তবে কেন আমার কাছে!
আকাশ,মেঘ, বৃষ্টি, মাটি ছেড়ে তোমার কাছে,
জানি এখানেও শুন্যতা শুধু, কোথাও ঠাঁই নেই।
ঠাঁই সে তো মানুষের জন্য, আমি কি মানুষ, তবে আমি কী??
২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৫
নীল মনি বলেছেন: শুকরিয়া আপু মণি
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০
আনিসা নাসরীন বলেছেন: খুব সুন্দর