| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল মনি
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
তোমার পৃথিবীর অর্ধেক জুড়ে বাস কর তুমি,
বাকি অর্ধেক জুড়ে অধিক শুন্যতা।
সেখানে কারো ঠাঁই নেই
সেখানে ঠাঁই দেবার মত হৃদয়,
আজও হয়ে উঠেনি সময়।
তুমি হয়ত আত্মার বন্ধুকে খুঁজে চলেছ
অথচ কখনো তোমার আত্মাকে খুঁজে দেখনি তুমি!তোমার পৃথিবীর অর্ধেক জুড়ে বাস করে তোমার তুমি।বাকি অর্ধেক বছরের পর বছর অনুর্বর পড়ে থাকে শুধু। কেউ হেঁটে যেতে চাইলে তুমি হেঁটে যেতে দাও।
প্রবেশাধিকারে হেঁটে যেতে যেতে সে হারিয়ে যায়,
কারণ তুমি কখনও চাওনি সে ফিরে আসুক,
জন্ম দিক তোমার মরুভূমির বুকে কোমল সবুজের মাঠ।
শুন্যতা ভরিয়ে তোল সমৃদ্ধিতে।
অনেক হল এবার তো একটু আলো আসুক, মেঘ করুক।
বর্ষায় বৃষ্টি নামুক, হৃদয় ভিজুক কোমল স্পর্শে।
২|
২০ শে জুন, ২০১৭ রাত ২:৩৬
নীল মনি বলেছেন:
আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি
৩|
২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক তো হল
এবার একটু আলো আসুক, মেঘ করুক।
বর্ষায় বৃষ্টি নামুক,
হৃদয় ভিজুক কোমল স্পর্শে।
বাহ দারুন বলেছেন তো!
+++
৪|
২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৫
কবীর বলেছেন: হাসির ইমো কেন ?
প্রোফাইল পিকও !! ![]()
৫|
২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৮
নীল মনি বলেছেন: shukriyaaaaa ![]()
৬|
২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৯
নীল মনি বলেছেন: Haste valobasi ![]()
৭|
২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০
নীল মনি বলেছেন:
![]()
৮|
২৩ শে জুন, ২০১৭ রাত ১:৪৬
নীল মনি বলেছেন: sukriya
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++