নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
তোমায় বলব বলব করে আর বলা হয়ে উঠে না;কেমন করে দানা বাঁধে ছোট ছোট ইচ্ছের গল্পগুলো।
শুনতে না চাইলেও শুনাব আজ;শুনবে না!
আমার ইচ্ছে করে নদীর পাড়ে গিয়ে জোনাকির খেলা দেখতে। চল আমরা জোনাকি ধরতে যাই। যাবে?
জোনাকির আলো মাখব গায়ে;দেখবে তুমি চেয়ে চেয়ে
"এই কী হচ্ছে, কী হচ্ছে" বলে চিৎকার দিয়ে
বলবে ডেকে এই আমাকে-হাত পাতো 'নিশি'
তোমার জন্য।
হাত পেতেছি,ছুঁয়ে দিলে তুমি জোনাকি দিয়ে।
ভাবছ আমি চুপ করে আছি?
রাতের পাখিও জেগে উঠেছে
জোনাক পোকা আমার হাতে!
তখন তুমি অট্টহাসিতে;
কেউ যেন মুখ লুকাল তার বুকেতে।
জোনাক পোকার গুঞ্জরণে।
বেশ তো হল -চল ফিরি ঘরে!
ইচ্ছেগুলো বেঁধে নিয়ে
নতুন স্বপ্নের হাতছানিতে।
উড়ায়ে আঁচল তারার মিছিলে
আমরা হেঁটে চলি পথ;জীবনের বাঁকে বাঁকে।
অত:পর
আমার খুব এলোমেলো হতে ইচ্ছে করে;
অথচ আমি পরিপাটি হয়ে বসে থাকি।
ডেকে যায় তোমাকে ইচ্ছের চার দেয়ালে।
সেখানে প্রতিধ্বনিত হয় না সুমধুর কোন কন্ঠ
সেখানে শুধু বাজে নি:সঙ্গের করুণ সুর।
জানি তুমি নেই তবুও খোঁজে আমার দু'নয়ন।
আমার শুনতে ইচ্ছে করে তোমার কণ্ঠ
বাজুক গমগম করে সমস্ত ঘর জুড়ে শুধু।
শরতের স্নিগ্ধ প্রশান্ত মেঘের মত;
তোমার হাসি ছড়িয়ে পড়ুক হৃদয়ের সমস্ত আকাশ জুড়ে।
আমার ইচ্ছে করে নিবিড় অরণ্যে হাতে হাত রেখে
হেঁটে হেঁটে যায় চলে শেষ প্রান্তে;যেখানে বনের পাখি
ডেকে চলে ফিরে এসো এইখানে,হেঁটে চলো শেষ থেকে
শুরুর দিকে।
ইচ্ছেগুলো ইচ্ছে থেকে যায়
আমি যাই হেঁটে আসি একা ; আমার একাকিত্বের পৃথিবী হতে।
তুমি সেইখানে থেকো; চেয়ে থেকো পথ
অন্তহীন দিগন্তের সীমায় সীমায়।
মনে রেখ
আসব একদিন ইচ্ছেডানায় ;তার কাছে শুধুই তার কাছে।
©রুবাইদা গুলশান
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
নীল মনি বলেছেন: shukriyaaaaaaaaa
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইচ্ছে করল আপনাকে একটি এলোমেলো লাইক দিতে, সো দিলাম।
১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
নীল মনি বলেছেন: আপনার এলোমেলো লাইক অন্তর দিয়ে গ্রহণ করলাম।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ.. খুব ভালো। লিখে যান অবিরাম।