নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসো

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

সে ছিল স্বভাবে উচ্ছল
দিশাহীন এক বায়ুযান।
সে ছিল আনন্দময়ী
দৃষ্টিতে সম্ভ্রম।
সে ছিল কোমলীয় সুন্দরী
উজ্বল আলোকে মধ্যরাত্রি'র
এক আবক্ষ মূর্তি।
অস্থির, অসহিষ্ণু আত্মায় তাকে চেয়েছি
মাথায় তখন ঘুরে শুধু ইচ্ছের রঙিন প্রজাপতি।
প্রথা ভেঙে শিহরণে চলে যায় তার কাছে।
গিয়ে বলি নির্লজ্জের মতো 'তোমাকে আমার চাই।'
সময়ের কন্ঠসরে সেই কথা বাজে বারে বারে
বিমগ্ন ইচ্ছের কারসাজিতে;অস্থির প্রাণ তার দিকে চেয়ে
সাগরের মত উথাল পাথাল ঢেউয়ে কাঁপছি এমন
ঠিক তখনি সে বলল নিরবতার পাহাড় ভেঙে
ভালোবাসো?
যদি তাই তবে সবার আগে ভালোবাসো ফুল
ভালোবাসো সবুজ
ভালোবাসো তোমার তুমিকে।
©রুবাইদা গুলশান

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার লেখার হাত ভালো।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

নীল মনি বলেছেন: দোয়া করবেন

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতার বক্তব্য ভাল, তবে কিছু বানান ভুল রয়েছে। শুধরে নিলে ভাল হবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

নীল মনি বলেছেন: ভুলগুলো ধরিয়ে দিলে আজীবন কৃতজ্ঞ থাকতাম।শুকরিয়া

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

তারেক_মাহমুদ বলেছেন: ভালই

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

নীল মনি বলেছেন: ☺☺☺☺

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগল ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.