নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
গতকাল আর আজকের মধ্যে যে ব্যবধান সেইটুকু পার্থক্য আমাদের।তোমাকে চেয়েছিলাম ভুল করে নয়,কোন হিসেব করেও না।আমি সব কিছু দিয়েই তোমাকে চেয়েছিলাম কিন্তু বুঝতে দেরি করে ফেলেছি। তুমিও চেয়েছিলে আমাকেই কিন্তু কোথায় গিয়ে যেন আমাদেরকে বারবার থেমে যেতে হয়।কে যেন ডেকে উঠল।কানের কাছে কে যেন হাতে তালি বাজালো।মনে হল তোমাকে ফিরে পেলাম অনেক অনেক বছর পর।কোন কিছু হারালে মানুষ ফিরে পেলে অনেক খুশি হয়।অথচ তোমাকে ফিরে পেয়ে আমি কি খুশি হলাম!কতটুকু হলাম!বুকের ভেতরটা দুমড়ে-মুচড়ে উঠল অথচ তুমি চিনলে না।চিনবে কেমন করে!শুধু তাকিয়ে বললে -"শুনুন।"
কিন্তু শুনুন বলে থেমে গেলে নাকি আমাদের জীবনটা থেমে গেল।থেমে গেল আকাশ হতে খসে পড়া তারার মতন।বড় আশ্চর্য মায়ায় তুমি আমায় দেখিয়েছিলে জীবন কী? বয়সের কাঁটাতারে হাত রেখে ফিরে যায় তোমার কাছে।
কলকল শব্দের খেলার মত মনোলোভা সুন্দর ছিলে তুমি।দামাল ছেলেদের মত ভয় করো'নি তুমি বিধানের রক্তচক্ষু;ভয় করো'নি অন্ধকারাচ্ছন্ন জীবনের বাঁকা ভ্রুকুটিও।
তোমাকে লিখছি এত বছর পর;আমার হাত কাঁপছে।এক ফোঁটা চোখের জল দেখো কেমন করে চিবুক বেয়ে খাতার উপর পড়ে কালিটা ছড়িয়ে দিচ্ছে।কলমের কালি যেন চাইছে না আমি অতীত লিখি।কিন্তু আমি তো বলে দিতে চাই অতীত আর বর্তমানের কথা।না লিখলে জানবে কেমন করে একদিন আমিও চেয়েছিলাম তোমাকেই!
তখন বর্ষাকাল।সমস্ত দিন বৃষ্টি হয়েছে।সমস্ত আকাশ মেঘে ঢাকা।সারাদিন ভুল করেও সূর্য একবারের জন্য হলেও উঁকি দেয়নি।রাস্তাঘাট নির্জন।হাঁটু সমান পানি জমেছে।অঘটনটা ঘটেছে এর একটু পরে'ই।কলেজ ড্রেস পরে বাসায় ঢোকার গলিতে ঢুকেই পড়ে গেছি আমি।আশেপাশে দেখি কেউ নেই।উঠতে যাব এমন সময় দেখি কে যেন হাতে তালি দিল।আমি উঠে দাঁড়ালাম।সামনের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে একটা ছেলে।
-"হ্যাঁ গো! খুব লেগেছে নাকি!"বলেই জোরে জোরে হাসি দিয়ে উঠল।
-আমি উত্তর কী দেব;লজ্জা কী পাব তার চেয়ে বেশি যা হল তা হল রাগ।রাগে গজগজ করতে বাসায় ঢুকলাম।মায়ের কাছে শুনলাম সামনের বাড়ির নতুন ভাড়িটিয়া।মনে হল দেখা হলে উচিত শিক্ষা দেব।এরপর ঘটনাটা প্রায় ভুলতে বসেছি।
ওই ঘটনার ঠিক এক মাস পর ছেলেটিকে আবার বারান্দায় দেখলাম।এই একমাসের মধ্যে তাকে একটিবারের জন্যও দেখিনি।আমার মন যে তাকে দেখতে চাইনি এমনটি নয়।শুনেছি ছেলেটি চাকরি করে।
এরপর একদিন সিঁড়িঘরে দেখা।আমি তখন ব্যস্ত। প্রাইভেট পড়তে যাচ্ছিলাম।
"-শুনুন।"
-আমি ফিরেও তাকালাম না।নিজের মতই চলে যাচ্ছিলাম।
"-শুনুন।আপনি সম্ভবত কানে কম শোনেন।নিজের মত হও মেয়ে,নিজের মত হও।"
একজন অপরিচিত মানুষ আমাকে তুমি করে বলল।আবার বলে কিনা কানে কম শুনি।আবার নিজের মত হতে বলে।হ্যাংলা কোথাকার কিন্তু কানের কাছ থেকে কথাটা মোটেও সরাতে পারছি না।তার কথাটা কানে বাজছে"নিজের মত হও।"
সত্যিই কথাটা অনেক দামি।নিজের মত মতই তো হয়েছি।
এরপর আবার ঠিক একমাস পর দেখা।তখন আমার এইচ এস সি পরীক্ষা।কোন দিকে তাকানোর সময় নেই।বারান্দায় এসে দাঁড়ালাম।দেখি সে আসছে।তার তো নাম জানি না।চোখে চোখে কি যেন কথা হয়ে গেল।আমি দেখলাম তার মাথাভর্তি চুল।সে বাসায় ঢুকতে ঢুকতে আমার দিকে তাকাল।আমি ঘরে চলে এলাম।কী অদ্ভুত শিহরণে আমি শিহরিত আমি।খানিক পরেই জানালার পর্দা ফাঁক করে তাকাতেই দেখি সে হাত নাড়ছে।এরপর আমার মা'য়ের সাথে তার মা'য়ের বেশ সখ্যতা গড়ে উঠেছে।আমি কখনো তাদের বাসায় যাইনি।আর যাবো কেমন করে সামনে আমার অ্যাডমিশন পরীক্ষা।নি:শ্বাস নেয়ার সময় পাচ্ছি না।এরই মাঝে একদিন সকালে বসার ঘরে দেখি সে বসে আছে আর একজন তার মা।এই প্রথম তাকে মাথা নিচু করে থাকতে দেখলাম।তাদের আসা দেখে মনে হল ঠিক বিয়ের প্রস্তাব নিয়ে হাজির।
মায়ের কাছে আগেই নাম শুনেছি। তার নাম নাকি নিখিল।
আর নাম পেল না।এরকম মাথাভর্তি ছেলেদের নাম হবে অরণ্য।তা না নিখিল না ফিকিল।এইসব ভেবে চা নাশতা দেবার আগে কত কি যে ভাবলাম।ভালোয় লাগছিল বিয়ের প্রস্তাবের ঝুড়িতে আরো একটা নাম যোগ হল।আমি তো খুব ভালো করেই জানি আব্বু আম্মু আমাকে বিয়ে দেবে না।
সন্ধ্যায় পড়তে বসলাম অথচ আমি জানি আজ আমার পড়া হবে না।নিখিলকে আমার ভালো লাগে।সকালে নিখিলের আম্মু এসেছিল বিয়ের কার্ড দিতে।এইবার প্রথম আমার অনুমান মিথ্যা হল।আমার খুব কান্না পাচ্ছে।নিখিলের সাথে আমার প্রেমের সম্পর্ক নেই অথচ নিখিল যে আমার কিছু একটা হয়ে উঠেছে সেটা ঢের বুঝলাম।
রাতে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলাম।নিখিলদের বারান্দায় একটা লুঙি আর একটা তোয়ালে ঝুলছে।সাদা রঙয়ের।ঝকঝকে তোয়ালে।বারান্দার একপাশে টবে লাগানো কিছু গাছ। চলে যাচ্ছিলাম যখন তখন দেখি কোথা হতে নিখিল এল।তোয়ালেতে মুখ মুছতে মুছতে
"শুনুন।যাবেন না।"
আমি ভয় পাচ্ছিলাম পাছে কেউ না দেখে এবং শুনে না ফেলে।যেই ছেলের বিয়ে ঠিক সে কিনা কথা বলবে।আর এইভাবে আমার কথা বলাও ঠিক না।মা দেখলে কী না কী ভাববে।তবুও আমি তাকালাম।
নিখিল বলছে এক সেকেন্ড;বলেই ঘরে গেল।হন্তদন্ত হয়ে ফিরে এলো।হাতে ক্যালেন্ডার সাইজের একটা পৃষ্ঠা।তাতে লেখা ছিল...।তাতে যা লেখা ছিল সেই কথা আমি ভাবতে পারি না।লাল কালিতে লেখা
"তোমাকে চাই।"
আমি ঘরে চলে এলাম।পরদিন বাসা হতে বেরিয়ে দেখি নিখিল দাঁড়িয়ে।ভয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে আসছিল।কী বলব, উনি কী বলবেন।আমার মনে হল এক দৌঁড়ে ঘরে চলে যায় অথচ আমার নড়ার শক্তিটুকু যেন নেই।
"আমি জানি আপনার নাম বনশ্রী।আজ হাসব না,কিছু বলব না।শুধু বলব আপনি চাইলে বিয়েটা আপনাকেই করতে পারি।"
আমি উত্তর না দিয়ে চলে যাচ্ছিলাম।এমন পরিস্থিতিতে কী উত্তর দিতে হয় জানি না।ভয়ে কাঁপছি।নিখিল অসভ্যের মত আমার হাত চেপে ধরল।এত সাহস নিখিল পেল কোথা থেকে।আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম।
"যার সাথে বিয়ে করতে যাচ্ছেন তাকেই করুন।"
সময় গড়িয়ে যায়।ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে নিখিলের বিয়ে।আমি জোর করে নিজেকে ডুবিয়ে নিলাম পড়াশুনার মাঝে।যেদিন নিখিলের বিয়ে সেই দিন দেখেছিলাম ওদের সমস্ত বাড়ি অন্ধকার।নিখিল'রা চলে গেছে অন্য কোথাও।কবে গিয়েছে, কোথায় গিয়েছে জানতে পারিনি।নিখিল চলে যাবার পর মনে হয়েছে কী হত বললে যে আমিও তাকে চাই।কী হতো!নিখিল আমার জীবনে স্ফুলিঙ্গের মত এসে পড়াতে হৃদয়ের গভীরে দাউদাউ করে জ্বলে উঠেছি।আমার ভেতরে জমাটবদ্ধ হয়েছে আবিষ্ট ভাবনা, অভিঘাত আর সংবেদন।আবেগের যে শস্য বুনেছি,সেখানে নিজের বিরুদ্ধে যাওয়া বড় কঠিন।তবুও নিজেই নিজেকে বলি -নিজের মত হও বনশ্রী।এতকিছুর পরেও অসম্ভব কল্পনায় ভেসে যাই আমি।আমার ভেতরের পাথরের দেয়াল নিমিষে হয়ে যায় বরফের দেয়াল।নদীর আছড়ে পড়া ঢেঊ হয়ে যায় জলোচ্ছ্বাস। অনেক বছর চলে যায়।নিখিল তবুও রয়ে যায় শ্যামল গ্রামের ছবির মতন চির ভাস্বর।
এইতো কয়েকদিন আগে স্কয়ার ফার্মাসিটিক্যাল দেখতে গিয়েছি।এত সুন্দর ছিমছাম সাজানো।ভেতরে ঢোকার আগে ওদের ড্রেস পরতে হয়।মাথায় এক ধরনের নরম টুপি,মুখে মাস্ক আর সাথে হাঁটার জন্য অনটাইম জুতো যা জুতোর উপর পরে নিলেই হয়।একে একে সব ওষুধ বানানো দেখেছি।সিভিটের ওখানে যখন গেলাম তখন ওরা সিভিট খেতে দিল।শুধু ইনজেকশনের সেকশনে যেতে মানা।আমরা রাজশাহী মেডিকেল থেকে এসেছি।ডাক্তারদের ট্যুর বলা যেতে পারে।এরপরের অংশ একটা মেডিকেল কলেজ পরিদর্শন।
প্রথমে ঢুকতে একটু ভয় করছিল।আমাদেরকে অভয় দেয়া হল কোন সমস্যা নেই।আমি মেঝের দিকে তাকালাম, মোজাইক করা।আমি যেখানটায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে অনেক চুন খসে পড়েছিল।সাদা রঙয়ের চুন কেমন হলদে রঙয়ের হয়ে উঠেছে।
আমার ভীষণ অস্বস্তি আর ভয় করছিল;কারণ পাবনা মেডিকেল হাসপাতালে এবারই প্রথম এসেছি।ছেলেটা তালি বাজালো।তার তালির শব্দে চলে গিয়েছিলাম নিখিলের কাছে।অথচ আমার সামনে দাঁড়িয়ে আছে অন্য এক নিখিল।নিখিলই তো। সেই একই চোখ,সেই একই মানুষ!অথচ এই নিখিল আমায় চেনে না! আচ্ছা পৃথিবীর সব ঘড়িতে এখন ক'টা বাজে?
বিকেলের চিরল রোদ্দুরে;সূর্য এখন পশ্চিমে।
সাথে চলছে পাহাড়িকন্যা;লজ্জাবতী সে যে।
কনে দেখা আলো মেখে চলে যায় দূর দিগন্তে
দেখে আসি শালের বনে;
কেমন করে উঠেছে চাঁদ সে বেঁকে।
প্রশান্ত নি:শ্বাসে বনানীর তুমুল অভিসারে নির্ঝর সংগীতে,
আহা! কতকাল ধরে আহা!
কতকাল তোমারি অপেক্ষায়!
#সেফটিপিন গ্রন্থে প্রকাশিত
#ছবি :বিছানাকান্দি
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ শুকরিয়া।আমারও মনে হয় তাড়াহুড়ো হয়ে গেছে।আমি তো ছোট, লেখা শিখছি কেবল।যত দিন তত বুঝি লেখাটা এভাবে লিখলে আরো ভালো হত।
২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষের কবিতাটা তো দারুণ কিন্তু ছবিটা আরেকটা বিষণ্ণ বিকেলের কথা মনে করিয়ে দিচ্ছে! আমার কেন যেন মনে হচ্ছে আজ আপনার মনটাও বিষণ্ণ হয়ে আছে?
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০
নীল মনি বলেছেন: না আমার মন বিষণ্ণ নয়,দেখতে ভুল হল
৩| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ্, দেখতে তো পাইনি শুধু অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন একটু বিষণ্ণতার ছোঁয়া পাচ্ছি।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০০
নীল মনি বলেছেন: অনুভবের নেটওয়ার্কে কানেকশন ঠিকমত হয়নি আর
কি
৪| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। নেটওয়ার্ক? আমাদের দেশে নেটওয়ার্কের ব্যাপারে প্রায় সব মানুষেরই তিক্ত অভিজ্ঞতা আছে। যখন যেখানে নেটওয়ার্ক প্রয়োজন হয় প্রায় সময়ই সেখানে নেটওয়ার্ক থাকে না। সুতরাং অনুভবের নেটওয়ার্ক যদি গড়বড় করেও থাকে তাহলে সেজন্য আমাকেও নিশ্চয়ই দোষ দেয়া যায় না?
২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২
নীল মনি বলেছেন: আচ্ছা দোষ দিলাম না
৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে মন খারাপ নেই? আপনি কি কৌতুক ভালবাসেন?
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৪
নীল মনি বলেছেন: আমি মজা করতে পারি না,কৌতুক ভালোবাসি না তবে মজার হলে হাসি
৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই যাহ্! আপনিও দেখি অনেকটা আমার মতই! আমিও চুপচাপ থাকতেই বেশি পছন্দ করি কিন্তু একবার কারো সাথে ফ্রি হয়ে গেলে তখন আর চুপচাপ থাকার মানে হয় না। কিছু যদি মনে না করেন আমি কি জিজ্ঞেস করতে পারি, আপনার পছন্দের কাজগুলো কী কী? মানে কোন কাজটা আপনার খারাপ লাগে আবার কোন কাজটা করতে ভাল লাগে? জাস্ট কৌতুহল আর কি।
২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৫
নীল মনি বলেছেন: বড়ই কঠিন প্রশ্ন রে
৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, প্রশ্নটা একটু সহজ করে দিই যাতে উত্তরটা তাড়াতাড়ি লিখতে পারেন। আপনার হবি বা শখ কী?
২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৪
নীল মনি বলেছেন: আচ্ছা এখানে এমন হয় কেন? আমি তো আরো কত কিছু লিখলাম সেগুলো দেখি নাই হয়ে গেছে।আজব।
প্রিয় শখ ঘুম পড়া।ঘুমালে মজার মজার স্বপ্ন দেখা যায়।
৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুঝেছি। ঘুমের গাড়ি প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এখন তো আর দেরী করবেন না। কী কী লিখেছিলেন আবার তা একটু কষ্ট করে লিখে জানালে খুশি হব। আর শুধু ঘুম কারো ভাল লাগে না, সাথে ভাল লাগার মত আরও অনেক কিছু থাকে। আপনি এড়িয়ে যেতে চাইলে আমি জোর করব না। তবে কৌতুহল মেটালে খুশি হব।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
নীল মনি বলেছেন: বেড়াতে ভীষণ ভালোবাসি, সময় পেলেই ঘাসের মাঝে লুকানো ছোট ছোট ফুলের ছবি তুলতে ভীষণ ভালো লাগে,সবাই যখন ঘুমায় তখন মগভর্তি চা নিয়ে বারান্দায় চুপটি করে বসে থাকতে ভালো লাগে,ভোরের মেঘ সরিয়ে সকাল হওয়া দেখতে ভালো লাগে।
আর মন্দ লাগে যখন কেউ আমার সাথে মিথ্যা কথা বলে।
৯| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। আপনার ভালোলাগার বিষয়গুলো কিছুটা আনকমন। বেড়াতে, বই পড়তে, গান শুনতে আমারও ভাল লাগে। মগভর্তি চা নিয়ে বারান্দায় চুপটি করে বসে থাকার ইচ্ছে হয়ত অবদমিত মনের ভেতর ঠিকই আছে কিন্তু উপায় নেই। আমি চা বানাতে পারি না তাই চা খাওয়ার অভ্যাসও ততটা নেই। ভোরের মেঘ সরিয়ে সকাল হওয়া দেখতে ভালো লাগে কিনা সেটা বলা মুশকিল। এখন থেকে চেষ্টা করে দেখব কেমন লাগে। আর মন্দ লাগার ব্যাপারটা তো একদম কমন।
শেষমেশ একটা কথা- এতকিছু ভাল লেগেই বা কী হবে, একদিন তো মরেই যাব? (সোনাবীজ ভাইয়ের আজকের পোস্ট থেকে ধার করা)
১০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যালো, খুব বিজি নাকি?
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:২০
নীল মনি বলেছেন: সারাদিন লা পাত্তা।গতকাল কেমন কাটল আপনার?
১১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী ব্যাপার? একেবারে হারিয়ে গেলেন মনে হচ্ছে?
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪
নীল মনি বলেছেন: আছি তো গোপনে গোপনে মানুষের কাছাকাছি
১২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮
সৈয়দ তাজুল বলেছেন: অনেক ভাল লেখেছেন,
স্কিন শটের স্টারে(★) ক্লিক করে আপনার লেখাটি আমার প্রিয়তে যুক্ত করতে পারি?
অনেক ভাল লাগলো লেখাটি তাই
মন্তব্যটি মুছে দিলেও খুশি হব
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৫
নীল মনি বলেছেন: হিহিহিহি
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুবই করুণ গল্প! এক কিশোরীর প্রথম প্রেমের মুকুল পূর্ণতা পাওয়ার আগেই কেমন শুকিয়ে বিবর্ণ হয়ে যাওয়ার গল্প। আর তারপর জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই কিশোরীর সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পর তার অতীতের সেই অর্ধস্ফূট প্রেমের তথা প্রেমাস্পদের এমন করুণ পরিণতি! সত্যিই মনকে কেমন উদাস বানিয়ে বিষণ্ণতায় ভরিয়ে দেয়!!
গল্পটা তো খুবই সুন্দর। শুধু মনে হয় একটু তাড়াহুড়ো করে লেখা। সামান্য একটু বড় করতে পারতেন। ওভারঅল বেস্ট। অনুরোধ রক্ষা করার জন্য থ্যাংকস!!