নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
তোমার হাত ঘাসের মধ্যে দিন তৈরি করে
তোমার চোখ প্রশস্ত দিবালোকে প্রেম করে
তুমি নিজেকে স্বপ্নে রেখে নিরন্তর কাজ করে যাও।
দিনের শেষে তুমি কর সুখের সাধনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গিয়েছিলাম ২০১৬ সালে। তখন বেশ কিছু ছবি তুলেছি তার মধ্যে এটি অন্যতম।ফুলের নাম জেনেছিলাম কিন্তু ভুলে গেছি। আপনারা জানলে জানিয়ে দিয়েন কেমন?
মোবাইল ফটোগ্রাফি
©রুবাইদা গুলশান
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
নীল মনি বলেছেন: সব প্রশ্নের উত্তর দিতে নেই তাই দিলাম না।
আর পিঁপড়া টা আরো বেশি
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮
তারেক_মাহমুদ বলেছেন: আমি রাবির স্টুডেন্ট, রাবি কথা শুনলেই মনটা খুশিতে নেচে ওঠে।
০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
নীল মনি বলেছেন: ভালো লাগল জেনে
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪
ক্স বলেছেন: এই ফুলের নাম কৈলাস - coleus bloomei। এটি একটি পাতাবাহার গাছের ফুল। ফুলটা অত সুন্দর নয় - টেকেনা বেশিদিন।
০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
নীল মনি বলেছেন: তাই নাকি! ফুলগুলোকে একা ভালো দেখায় না। একসাথে অপূর্ব সুন্দর লাগে,বেগুনী আভা ছড়ানো
৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফুলটা পরিচিত নয়। রাজশাহীতে ছিলাম বেশ কিছুদিন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা হাতের তালুর মতই পরিচিত ছিল। এখন অবশ্য যাওয়া কম হয়। বছরে একবারের বেশি নয়।
০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
নীল মনি বলেছেন: আচ্ছা আজ স্যার মনে হয় বড্ড ব্যস্ত।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আজ স্যার একটু ব্যস্তই ছিল।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯
নীল মনি বলেছেন: হিহিহিহি
৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোখে পড়েছে?
৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক দেখেছি কিন্তু নাম জানা নেই।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন পর্বের খোঁজ করে একেবারে ফ্রিজ হয়ে গেলেন?
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০
নীল মনি বলেছেন: ☺
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪২
নীল মনি বলেছেন: চোখে কিন্তু কম দেখি তবে এটা ধরা পড়েছে
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শোধবোধ?
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১:০২
নীল মনি বলেছেন:
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্ল্যাংক এসেছে। কী লিখলেন?
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১:১৫
নীল মনি বলেছেন: কী মুছিবত! এই সব ভুতুড়ে কাণ্ড ঘটছে কেন
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই রাতদুপুরে ভূতের ভয় না দেখালেই কি হত না?
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭
নীল মনি বলেছেন: হিহিহি আপনি তো ভয় পান না
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কিন্তু ভীষণ ভূতের ভয় আছে। ভূত দেখলে ভয়ে ভূতকে জড়িয়ে ধরে কাঁপতে থাকি।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮
নীল মনি বলেছেন: ভূতের ভয় যাদের থাকে তারা রাতের আগন্তুক হতে পারে না। তা কতবার জড়িয়ে ধরলেন ভূতকে শুনি!
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আজ ম্যাডাম মনে হয় বড্ড ব্যস্ত ছিলেন?
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৫
নীল মনি বলেছেন: হিহিহি
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাতের আগন্তুক তো শুধু মানুষকে ভয় পায় না কিন্তু রাতে কোন ভূত যদি সওয়ার হয় তাহলে ভয়ে ভূতকে সারারাত জড়িয়ে ধরে থাকে।
২০| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৬
নীল মনি বলেছেন: ভূতের সাথে প্রেম, আহা
২১| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, ভূতের সাথে নয়; ভূতনীর সাথে। যে ভূতনী সারারাত ভাবায় আর ঘুমাতে দেয় না, ঘুম কেড়ে নেয়া সেই ভূতনীকে জড়িয়ে ধরতেই পারছি না। শুধু পিছলে যাচ্ছে।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪
নীল মনি বলেছেন: হাহাহাহাহাহা গুরুর দোয়া লাগবে দেখছি
২২| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গুরু কোথায় পাই বন্ধু ঠিকানা জানা নাই।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২
নীল মনি বলেছেন: হিহিহি তার ঠিকানা থাকে হৃদয়ে
২৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, আপনার ব্যাপারটা কী বলুন তো? কাল অনেকসময় আপনাকে লগইন অবস্থায় দেখলাম কিন্তু কোন মন্তব্য বা মন্তব্যের প্রতিউত্তর দিলেন না। অন্য কাজে ব্যস্ত ছিলেন? শুধু উপস্থিতিটা জানান দিলেন? নাকি কাউকে শাস্তি দিলেন?
যাকগে, পুরো একদিন পার করে হলেও যে আপনার মন্তব্য পাওয়া গেল এটাকেই পরম পাওয়া বলে ধরে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কী আর করা। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে।
২৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
নীল মনি বলেছেন: আসলে আমি তো লগ ইন করি মোবাইল দিয়ে। যদি থাকি তাহলে তো চুপচাপ থাকি না। বকবক করি।কিন্তু কেন এমন দেখাল তা তো বলতে পারছি না।কাল তো অনেক ব্যস্ত ছিলাম। একটু ঢুকেই বের হয়ে গেছি।আমি তো কখনো লগ আউট করি না তাই এমন হবে হয়তো, বুঝতেছি না আসলে কী হল। আর রাতেও তাড়াতাড়ি ঘুমিয়েছি
২৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ম্যাডাম, আজও আপনি লগআউট করতে ভুলে গেছেন! আপনাকে স্মরণ করিয়ে দিলাম।
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬
নীল মনি বলেছেন: আচ্ছা এখন থেকে লগ আউট করে যাব ইন শা আল্লাহ
২৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গুরু কি শিষ্যকে একেবারে ভুলে গেলেন?
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬
নীল মনি বলেছেন: রোগে ধরেছে, মাথা ঘোরা আজ ভালো
২৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেমন আছেন? মাথা ঘোরা ভাল হয়েছে?
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ এখন ভালো। আপনি কেমন আছেন?
২৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আগের মতই আলহামদুলিল্লাহ্ ভালো আছি। জিজ্ঞেস করার জন্য শুকরিয়া।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৪
নীল মনি বলেছেন: ছবি বদলে গেছে। সমুদ্রের ঢেউ নাকি?
২৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অত্যন্ত কাছের কেউ একজন বলেছিল- "আপনার প্রোফাইলের ছবিটা বড্ড কাঠখোট্টা। সবার আগে চোখে পড়ে সরি, সরি সরি"
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮
নীল মনি বলেছেন: হিহিহিহিহি। সে তো লজ্জা পেয়ে হাসছে দেখলুম
৩০| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তার হাসিতে যদি মুক্তো ঝরে তাহলে আমি কিন্তু প্রশংসা না করে থাকতে পারব না।
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮
নীল মনি বলেছেন: হাহাহা নাহ তার হাসিতে মুক্তা ঝরে না।জীবন তো রূপকথা নয়।
তবে চোখ দুটো আরাম পেয়েছে সরি আর দেখতে হয় না।
৩১| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুকরিয়া। করো চোখের জন্য কষ্টদায়ক ছিলাম শুনে খুবই খারাপ লেগেছিল। আর এখন যখন চোখের জন্য আরাম হয়েছি তখন অনেক অনেক খুশি লাগছে। আশা করি আরও কোন ভুলত্রুটি দেখলে কেউ নিজের মনে করে ধরিয়ে দেবে?
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩
নীল মনি বলেছেন: আর খারাপ লাগিয়ে কাজ নেই । ভুল বলে কিছু নেই
৩২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভুল একমাত্র নবী -রাসূলগণ (আলাইহিমুস্ সালাম) ছাড়া সব মানুষেরই আছে। আমরাও ভুলের ঊর্ধে নই। তাই আশা করি ভুল কিছু চোখে পড়লে ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন?
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
নীল মনি বলেছেন: ইন শা আল্লাহ আপনিও আমায় ধরিয়ে দিবেন
৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
চমৎকার !! পাতা বাহার ফুল
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
নীল মনি বলেছেন: শুকরিয়া আপুউউউউ
৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ভুল আমি ধরিয়ে দিতে পারব না। বড়জোর আপনাকে পরামর্শ দিতে পারব। আর পরামর্শই বা কিভাবে দেব, আপনার উপস্থিতিই তো অনেক কম?
৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬
নীল মনি বলেছেন: পরামর্শ সে কিন্তু দিয়ে ফেলেছে
৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই বুঝি? তাহলে পরামর্শ গ্রহণ করেছেন?
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮
নীল মনি বলেছেন: পরামর্শ গ্রহণ করেছে বলেই তো এখন অনেক বেশি আসে
৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বহুত বহুত শুকরিয়া। শুনে ভাল লাগল। হঠাৎ করে আবার বিনা নোটিসে ডুব দিলে কিন্তু ভাল হবে না।
৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬
নীল মনি বলেছেন: তবে বিনা নোটিশে ডুব দেওয়া কখনো কখনো ভালো
৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! কারো জন্য ভাল আবার কারো জন্য সেটা আঁধার কালো!
০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২
নীল মনি বলেছেন: ডুব ইন শা আল্লাহ। একজনের পুরানো পোস্ট পড়ছিলাম।আগের গুলো ডিলিট করে দিয়েছে অভিমানে।সে জানেই না মনে হয় চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেতে নেই
৪০| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবকিছুরই প্রথমবার বলে একটা কথা আছে। প্রথমবার একটু বোকা বনে গেলে পরেরবারের জন্য সেটা শিক্ষা হয়ে থাকে। মনে করুন চোরের উপর রাগ করে মাটিতে না খেয়ে ভাতই খায়নি।
৪১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩
নীল মনি বলেছেন: হাহাহাহ কথা বেশ জানেন আপনি
৪২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি যে আমার কথার প্রতিউত্তর করছেন তা কিন্তু আমি নোটিফিকেশন আকারে দেখতে পাচ্ছি না। আপনার পোস্টে ঢুকে দেখতে হচ্ছে। আসলে আপনার উত্তরগুলো আপনার পোস্টে কমেন্ট হিসেবে যোগ হয়ে যাচ্ছে। আপনি হয়ত সবসময় এটা খেয়াল করতে পারছেন না। কারো কমেন্টের প্রতিউত্তর কিভাবে দিতে হয় আশা করি আপনি জানেন। তারপরও স্মরণ করিয়ে দিচ্ছি। দেখুনঃ
আপনি যে আমার কথার প্রতিউত্তর করছেন তা কিন্তু আমি নোটিফিকেশন আকারে দেখতে পাচ্ছি না। আপনার পোস্টে ঢুকে দেখতে হচ্ছে। আসলে আপনার উত্তরগুলো আপনার পোস্টে কমেন্ট হিসেবে যোগ হয়ে যাচ্ছে। আপনি হয়ত সবসময় এটা খেয়াল করতে পারছেন না। কারো কমেন্টের প্রতিউত্তর কিভাবে দিতে হয় আশা করি আপনি জানেন। তারপরও স্মরণ করিয়ে দিচ্ছি। দেখুনঃ
প্রত্যেকটা কমেন্টের বক্সের উপরে ডানদিকে একটি সবুজ তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করলে যে বক্স আসবে সেখানে আপনি প্রতিউত্তর লিখবেন।
আশা করি বুঝতে পেরেছেন?
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩
নীল মনি বলেছেন: মোবাইল দিয়ে ব্রাউজ করি তো।আর কমেন্টের ব্যাপারটা তো জানি।কোন একটা ভেজাল হয়ে গেছে
৪৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুঝতে পারছি। আপনি ভূতের পাল্লায় পড়েছেন। মোবাইল দিয়ে ব্রাউজ করা সত্যিই বিরক্তিকর। আমি অবশ্য একটু আরামে আছি। ট্যাব দিয়ে ব্রাউজ করি। ল্যাপটপের চেয়ে আরাম। শুয়ে, বসে, দাঁড়িয়ে কিংবা হেঁটে হেঁটে যেমন খুশি ইউজ করা যায়। আপনি ইচ্ছে করলে একটা ট্যাব নিতে পারেন। জাস্ট আমার ব্যক্তিগত মতামত। আপনি আবার আমার এই অযাচিত উপদেশ পেয়ে কিছু মনে করবেন না যেন।
,
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১
নীল মনি বলেছেন: নাহ কিছু মনে করছি না তো। আছে এক খানা।কানা হয়ে বসে আছে।
৪৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কানা যদি দৃষ্টি ফিরে পাওয়ার উপযুক্ত থাকে তাহলে সে ব্যাপারে চেষ্টা করতে পারেন আর তা না হলে আনকোরা একটা জোগাড় করাটাই বেটার।
যাকগে, ওসব বাদ দিয়ে বলুন তো ব্লগে কোন বিষয়ের ওপর লিখতে আপনার ভাল লাগে? গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ফটোগ্রাফি, ভ্রমণ, জীবনী, ধর্মীয় আলোচনা ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয়ের মধ্যে কোনটা? আর পড়তে ভাল লাগে কোন বিষয়ে?
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১
নীল মনি বলেছেন: ঠিক কোনটা যে লিখতে ভালো লাগে জানি না তো এটা তো জানা উচিত আমার।তবে ব্লগে কবিতা,গল্প,ধর্মীয় পোস্ট পড়তে ভালো লাগে।রাজনীতি কখনো বুঝতে চাইনি তাই সে বিষয়ে ব্যাপক অনাগ্রহ। এই তো এখনো আমাকে হয়নি আমার জানা
৪৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিজেকে এখনও হয়নি জানা! আপনি তো দেখছি একেবারে আত্মভোলা টাইপের! আমিও কিছুটা এমনই। কখন কোনটা লিখতে বা পড়তে মনে চায় তা বলতে পারব না। সবার লেখা পড়তে ইচ্ছে হয় না। রাজনীতি আর ক্যাচাল পোস্ট থেকে আমিও দূরে থাকি। তবে কিছু ব্লগারের লেখা কখনও মিস করি না। ব্লগে অনেকেই খুব সুন্দর লিখেন। আপনি চেষ্টা করলে অনেক ভাল লিখতে পারেন কিন্তু মনে হয় আমার মতই অলস! একটা সুন্দর গল্প লিখে ভক্তকে উপহার দিন তো।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯
নীল মনি বলেছেন: একেবারে খাঁটি কথা আমিও ভীষণ অলস।আর আত্মভোলা তো সেই লেভেলের।এর থেকে বের হতে চাচ্ছি না হলে ভেজালে পড়ে যাচ্ছি।
সুন্দর গল্প তো লিখতে পারি না লিখতে গেলে শুধু দু:খ দু:খ টাইপের লেখা আসে
৪৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে, কোন অসুবিধা নেই। স্বনামধন্য লেখিকা রুবাইদা গুলশান নীলার কিছু দুঃখের গল্পই নাহয় শুনলাম? শুধু একটু মন লাগিয়ে সুন্দর করে লিখলেই হল। দুঃখ ছাড়া মানুষের জীবন নাকি পরিপূর্ণ হয় না। আপনার দুঃখের গল্পও নিশ্চয়ই শোনার মতই হবে?
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭
নীল মনি বলেছেন: স্বনামধন্য বলে তো লজ্জায় ফেলে দিলেন।লেখিকা হওয়াটা আকাশের ওই তারার মতন।চাইলেই তা হওয়া যায় না।তবে আল্লাহ্ যদি চান একদিন সত্যিকারের লেখিকা হয়ে উঠব।
অলস মন -মন দিয়ে লিখতে দেয় না। শুধু জ্বালাতন করে।ঘুম পাড়িয়ে রাখে।
একটা গল্প লিখছি। সেটা দিব ইন শা আল্লাহ্।
৪৭| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে। তাড়াতাড়ি দিয়ে দিন।
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪
নীল মনি বলেছেন: আচ্ছা রূপকথা লেখাটা পঁচা হয়েছে তাই না?
৪৮| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন এমন মনে হল?
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০
নীল মনি বলেছেন:
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০
নীল মনি বলেছেন: হল আর কি
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
নীল মনি বলেছেন: আপনার খুশির জন্য কষ্ট করে ওতগুলো লেখার কমেন্টটা মুছে দিলাম।আমার কষ্ট লাগছিল।কিন্তু তবুও দিলাম।তবে সম্পূর্ণ কমেন্টের সাথে সহমত।ফেসবুকেও এমন হয়।আজ এখানেই একজন বিশিষ্ট জনকে দেখলাম তার লেখা বিশেষ ভালো হয়নি তবুও প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে।তখনি বুঝলাম ব্যাপারটা।
আর জেলাসির ব্যাপারটা আছে। থাকুক না। দেখি লোকজন কতটা করতে পারে!
আপনি নতুন লেখা দেন না কেন? কেউ পড়বে তো।
৪৯| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক, আপনার খারাপ লাগলেও অনুরোধ রেখেছেন তার জন্য শুকরিয়া। আমি তো আপনার লেখা পড়ার জন্য অপেক্ষা করি, নিজের লেখার চাইতে আরেকজনের লেখা যে ভাল লাগে।
আমি বর্তমানে কী লিখব সেটাই ভেবে পাচ্ছি না। দেখি চিন্তাভাবনা করে কী লেখা যায়?
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২
নীল মনি বলেছেন: হিহিহি করেন করেন চিন্তা ভাবনা করেন বলছি
৫০| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিন্তা করছি তো। কিন্তু চিন্তা করতে গিয়ে ভাবার সময় পাচ্ছি না।
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
নীল মনি বলেছেন: হাহাহা আচ্ছা ওত ভেবে তবে কাজ নেই।চলে গেলুম
৫১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবার আসবেন!
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৪
নীল মনি বলেছেন: এলুম, ঘুমাতে ইচ্ছে করল না
৫২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ফাঁকি দিয়েছেন। একটা পর্যন্ত অপেক্ষা করার পর ঘুমিয়ে গেছি। বিকেল থেকে ডুব দিয়ে একেবারে সোয়া একটায় মাথা তুুললেন! পানিশমেন্টের ব্যবস্থা করে ফেলেছেন । বলুন কেমন পানিশমেন্ট পেলে খুশি হবেন?
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯
নীল মনি বলেছেন: হাহাহাহা
বলি কেউ অপেক্ষায় ছিল বুঝি! দেন আপনার খুশি মতন পানিশমেন্ট
৫৩| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেউ অপেক্ষায় থাকে কিনা এখনও যদি বুঝতে না পারেন তাহলে বলব আপনি নিজেকে যতটুকু বোকা প্রতিপন্ন করার চেষ্টা করছেন আসলে আপনি তা নন।
পানিশমেন্ট তো অবশ্যই আছে। ১২টা থেকে একটানা কমপক্ষে রাত ২টা পর্যন্ত আড্ডা দিতে হবে।
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩
নীল মনি বলেছেন: আমি আসলে আসতে চেয়েছিলাম।বাসায় গেস্ট এসেছিল।তারপর একটু ফেসবুকে গিয়ে খুচরো কিছু স্ট্যাটাস পোস্ট করলাম।এর মধ্যে একজন তার ফ্যামিলির প্রবলেম শেয়ার করল। তাকে কিছু বুঝ দিলাম আর কি।এখানে আসতে ইচ্ছে করছিল কিন্তু আসতে পারলাম না।পরে একটু ঘুম ঘুম এসে গেল।এরপর আবার জেগে উঠলাম।যখন ঘড়ির দিকে তাকালাম দেখি বেশ রাত। তবুও এলাম এসে ঘুরে গেলাম।
আমি বোকা কিনা জানি না তবে বুঝি কম কিন্তু ভালো আর মন্দের পার্থক্য করতে জানি।পানিশমেন্ট কি রাত ১২ টা? ধরেন যদি এমন হয় আড্ডা দিতে গিয়ে আবার ঘুমালাম তখন কি ঘুমের উপর পানিশমেন্ট হবে?
৫৪| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ১২টা থেকে মাত্র ২টা পর্যন্ত। ঘুম এসে গেলে পানিশমেন্ট পরবর্তীতে আবার চালু হবে। ১২টা-২টা। দুই ঘন্টার মধ্যে ঘুম এসে গেলে পরবর্তীতে আবার ২ ঘন্টা ডিউটি । কেমন মনে হচ্ছে?
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩
নীল মনি বলেছেন: খুব কঠিন অবস্থা মনে হচ্ছে
৫৫| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার এক সিনিয়র বড় ভাই কাম বন্ধু আজ সকালে হঠাৎ মারা গেছেন। রাজশাহী থেকে লাশ আনা হচ্ছে। মাগরিবের পর জানাযা। তার জন্যই একটু ব্যস্ততা ছিল। আশা করি বুঝতে পেরেছেন?
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪
নীল মনি বলেছেন: ভীষণ মন খারাপ করা খবর। হুম বুঝতে তো পারছি
৫৬| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, খুবই দুঃখজনক। দোয়া করি আল্লাহ তাঁকে সর্বাবস্থায় ভাল রাখুন। তাঁর পরিবারের সবাইকে ধৈর্য ধরার তওফিক দান করুন।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭
নীল মনি বলেছেন: আল্লাহুম্মা আমীন ।
৫৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ল্যাপি ঠিক হওয়ার খুশিতে একটা ফাটাফাটি কবিতা উপহার দেয়া যায়?
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
নীল মনি বলেছেন: সে ফাটাফাটি কিছু লিখতে পারে না ,যা লিখে এভারেজ,গল্প তো শেষ হয়নি,এর মাঝে কবিতা দেয়া ঠিক কি?
৫৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সে ফাটাফাটি কিছু লিখতে পারে না এটা ভুল। সে নিজেকে সবসময় ছোট করে দেখাতে চায়। হয়ত সবার কাছে ফাটাফাটি লাগবে না, যার জন্য লেখা হবে তার কাছে লাগলেই হল।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২
নীল মনি বলেছেন: আচ্ছা তার জন্য কিছু লিখব ইন শা আল্লাহ
৫৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুনে খুশিতে তার মনটা একপাক নেচে নিল।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৬
নীল মনি বলেছেন: পড়ে যাবেন তো
৬০| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, পড়ে যাবে না। আর পড়ে গেলেও সমস্যা নেই, কারণ পড়ে গিয়ে মন ভেঙ্গে যাওয়ার কোন রেকর্ড নেই।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮
নীল মনি বলেছেন: যাক যাক পড়ে না গেলেই হল।ভালো না হলে কিন্তু আমার কোন দোষ নেই।
পড়ে যাবেন না যেন -এটা সাবধান করা হয়েছে।ঠাকুর ঘরে কে....
৬১| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কলা খাই না। এত সাবধান করার প্রয়োজন নেই। ভাল না হলেও স্টার মার্কস দেয়া হবে।
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭
নীল মনি বলেছেন: আমিও পছন্দ করি না। আলহামদুলিল্লাহ্
৬২| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী পছন্দ করেন না? মাথার উপর দিয়ে গেল!
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২
নীল মনি বলেছেন: কলা
৬৩| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। আমি তো "ঠাকুর ঘরে কে" এর পরের অংশটুকু উল্লেখ করেছি! পরের অংশটুকু হল "আমি কলা খাই না।"
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫
নীল মনি বলেছেন: জ্বী জ্বী বুঝেছি তো
৬৪| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি বুঝেও আমাকে কলা দেখালেন?
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২
নীল মনি বলেছেন: নাহ আমি যে খেতে অপছন্দ করি তাই বলেছি।
চলে গেলাম।ঘুম ঘুম লাগছে
৬৫| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওকে। ভাল করে ঘুমিয়ে নিন যাতে পরের ঘুমটা একটু দেরীতে আসে।
৬৬| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
নীল মনি বলেছেন: চলে এলাম। ঘুম হল না তারপর মানে পরেরটা আগে আসবে
৬৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যালো! এই যে! ডুব দিলেন নাকি? এত বড় ডুব দিলে তো মুশকিল!
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪
নীল মনি বলেছেন: আছিইইইইইইইইইইইইইই ডুবে যাইনি তো
৬৮| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি সাড়ে চারটের দিকে এসেছিলেন। কিন্তু আমার কমেন্টের প্রতিউত্তরের পরিবর্তে নিজেই কমেন্ট করেছেন তাই জানতেই পারিনি কখন এসে কখন চলে গেলেন।
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬
নীল মনি বলেছেন: মাঝে মাঝে প্রতিউত্তর বাটন আসে না তখন আর কি... আপনি নোটিফিকেশন চেক করেন না বুঝি!
৬৯| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রতিউত্তর না করলে তো নোটিফিকেশন আসে না।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২
নীল মনি বলেছেন: কী জানি বাপু আমি ওতশত বুঝি না
৭০| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কোন মন্তব্যের প্রতিউত্তর না করে যদি নিজেই মন্তব্য করেন তাহলে কিন্তু আমি নোটিফিকেশন পাব না। যাকগে, লম্বা সময় অনুপস্থিত থেকে ফিরলেন। আপনার শাস্তিটা কিন্তু পাওনা রয়েই গেছে।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২
নীল মনি বলেছেন: মনে আছে তো
৭১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তার মানে আপনি শাস্তি মেনে নিয়েছেন?
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১
নীল মনি বলেছেন: মেনে নিয়েছি তো
৭২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! আজ মনে হয় আপনার মুড অফ আছে। প্রতিউত্তরগুলো দেরীতে আসছে। কী বুঝব? ঘুমের গাড়ী এসে গেছে?
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯
নীল মনি বলেছেন: নাহ নাহ মুড অফ না, ঘুম আসছে মনে হচ্ছে
৭৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন সমস্যা নেই। ঘুমিয়ে পড়ুন। আজ আর আপনাকে বিরক্ত করব না। তবে শাস্তির কথাটা মনে থাকে যেন?
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫
নীল মনি বলেছেন: হিহি মনে রইল।একদিন ঠিক জেগে থাকব। সারারাত অনলাইনেই ঘুম
৭৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সে একদিন কবে আসবে শুনি? নোটিস দিয়ে আসবে নাকি নোটিস ছাড়াই আসবে?
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪
নীল মনি বলেছেন: আপনি কি নোটিশ চান নাকি চান না? যেটা বলবেন সেটাই হবে
৭৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কোন চয়েস নেই, আমি তো ডেইলি উপস্থিত আছি। কিন্তু আপনার তো আবার যখন-তখন ঘুমের গাড়ি চলে আসে?
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
নীল মনি বলেছেন: নোটিশ দিয়েই আসব তবে তার আগে যত দিন থাকব ততদিন বোনাস হিহি
৭৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোনাসের লোভ দেখিয়ে আসলটা ফাঁকি দেয়ার চিন্তা নেই তো? আর আমি কিন্তু কিছু একটা চেয়েছিলাম? ভুলে গেছেন?
১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭
নীল মনি বলেছেন: নাহ ফাঁকি দিতে চাইনি।কিন্তু কী চেয়েছেন ভুলেই গেছি বলবেন একটু
৭৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: থাক, যেটা ভুলে গেছেন সেটা আর স্মরণ করিয়ে দেয়ার প্রয়োজন নেই। আপনার এই ভুলোপনার চক্করে পড়ে হয়ত আমিই হারিয়ে যাব। একদিন হয়ত বলেই বসবেন- এই সম্রাট নামের ছেলেটা কে? নামটা চেনা চেনা লাগছে? মনে হয় কোন বাউন্ডুলে হবে!
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
নীল মনি বলেছেন: ওভাবে বলবেন না কষ্ট লাগে।ফেসবুকে ফুলের ছবি দেখবেন সেটা নাকি? মনে না আসলে নিজেকে ভীষণ অসহায় লাগে।আমি দু:খিত যে আমি ভুলে গেছি।
৭৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখ প্রকাশ করার কিছু নেই। আমিও অনেক কিছুই ভুলে যাই। তবে কাছের কেউ কোনকিছু চাইলে সেটা সহজে ভুলি না। আপনি ব্যস্ততার কারণে ভুলে যেতেই পারেন।
আপনাকে কষ্ট দেয়ার কোন উদ্দেশ্য ছিল না। তারপরও আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮
নীল মনি বলেছেন: আজ রাতে হয়ত শাস্তিটা নিতে পারব বলে আশা করি।আমারে যদি স্মরণ করিয়ে দিতেন তাহলে খুশি হতাম।মাঝে মাঝে মাথায় একটা বাড়ি দিতে ইচ্ছে করে। আপনি দু:খ পান কেন!
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০
নীল মনি বলেছেন: তবে একটা জিনিস দিব আপনাকে। আজ দিতে পারব বলে মনে হয় না, দেখি।
৭৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে কিসের শাস্তি? আমার ঠাট্টা করে বলা কথাকে আপনি দেখছি সত্যি সত্যি শাস্তি হিসেবে গণ্য করেছেন।
আর আমি দুঃখও পাইনি। একটু অভিমান অবশ্য হয়েছিল। অভিমানকে অনেকসময় অনেকে দুঃখ বলে ভুল করে। আপনিও মনে হয় তাই ধরে নিয়েছেন।
যাকগে, নিজেকে কষ্ট দিয়ে আমার দেয়া শাস্তি ভোগ করার কোন প্রয়োজন নেই। আপনি যেদিন যতক্ষণ সময় দিতে পারবেন সেটাই আমার জন্য পরম পাওয়া বলে ধরে নেব। এখন মন খারাপ করে থাকবেন না।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
নীল মনি বলেছেন: থাকবই তো মন খারাপ করে। বেশ তো হবে
৮০| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী জিনিস? আপনি যদি ইচ্ছে করে কিছু দিতে চান নেয়ার মত হলে আমি অবশ্যই নেব তবে সত্যি বলতে কি, আমি কিন্তু আপনার কথায় বিব্রত বোধ করছি।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
নীল মনি বলেছেন: আচ্ছা সব বাদ।বিব্রত করতে চাই নি। বিব্রত বোধ করলে দূরত্ব বাড়বে। বাহিরে ব্যাঙ ডাকছে বেশ জোরে।মনে হচ্ছে গ্রামে এসেছি।মাটির কোন ঘরে আছি।বেশ ঠান্ডা অনুভূতি।বাহিরে প্রচুর বাতাস।আকাশের চাঁদ আলো বিলিয়ে দিচ্ছে ঘরে ঘরে।সে আলোয় মুখ দেখা যেন কার,মনে হয় তারে আমি চিনি শতাব্দীকাল।
৮১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে, আপনি তো দেখি বেশ কাব্যিক ঢঙে মন্তব্য করলেন! আপনি কি বুঝতে পারছেন, একটু বড় করে সাজিয়ে লিখে এটাকে অনায়াসে কবিতা বানানো যায়?
সব বাদ না দিয়ে থাক না আগের মতই। আপনার দেয়া জিনিস আমি ফিরিয়ে দিতে রাজী নই। তাই একবার যখন ওয়াদা করেছেন তখন ওটা না নিয়ে ছাড়ছি না।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০
নীল মনি বলেছেন: হুম্মম্ম একটু সাজিয়ে তার সাথে একটু দরদ মিশিয়ে দিলে কিছু একটা হবে।তাই না! হিহিহি আমি দিব ইন শা আল্লাহ
৮২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? আমার আবার ধৈর্যশক্তি একেবারে কম হওয়ার ব্যাপারে কুখ্যাতি আছে।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৫
নীল মনি বলেছেন: ওহ আচ্ছা। পেয়ে যাবেন ইন শা আল্লাহ।
দুপুরে কয়েক লাইন লিখেছি।তাই পড়ে আগে একটু শান্ত হবেন কি?
৮৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যে জিনিস দিতে চেয়েছিলেন সেটা যদি হয় তাহলে দিতে পারেন। আপনার দেয়া জিনিস সর্বাবস্থায় প্রায়োরিটি পাবে।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৫
নীল মনি বলেছেন: হয়ে উঠেনি এখনো।
৮৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই যে বললেন “পড়ে শান্ত হবেন কি?” তাহলে কয়েক লাইনই দিন। রাতের ঘুমটা অন্তত ভাল হবে।
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪
নীল মনি বলেছেন: দেওয়ার আগেই তো ঘুমিয়ে গেলাম।কখন ঘুমালাম জানিও না
৮৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রোপিকও চেঞ্জ করে ফেলেছেন দেখছি? কী ব্যাপার?
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫
নীল মনি বলেছেন: আগে প্রো পিক চেঞ্জ করতে পারতাম না বলে এক ছবি থাকত বেশি দিন।এখন শিখে গেছি তাই বদলে দিতে ভালো লাগে
৮৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! সবই পরিবর্তনশীল! এটা কি আপনার প্রকাশিত কোন বইয়ের ছবি?
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
নীল মনি বলেছেন: নাহ তো, ছবিটা ইন্টারনেট থেকে পাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে।আমি ভীষণ অস্থির ছবির ব্যাপারে। এক ছবি দেখতে ভালো লাগে না।তাই সরিয়ে দিই।
৮৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবিটা তো ভালোমত বোঝা যাচ্ছে না। এমন ছবি কী করে প্রিয় হয়?
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২
নীল মনি বলেছেন: হিহিহি ছবিটা বড় করে দিই
৮৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩
নীল মনি বলেছেন:
৮৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩
নীল মনি বলেছেন: এবার দেখে বলুন কত টুকু পচাঁ
৯০| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! এটা তো এক্সেলেন্ট পিকচার!! আপনি তো দেখি আমার ধারণাই পাল্টে দিলেন!!! অথচ এই ছবিটাকে আমি অপছন্দ করেছিলাম? আমার তো এখন নিজেরই কান মলে দেয়ার ইচ্ছে হচ্ছে!
১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫
নীল মনি বলেছেন: হিহিহি কী যে বলেন না! ছবিটাই আমি নাম দিয়ে দিয়েছিলাম
৯১| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, আপনি কি জানেন যে আপনি যে কারো চেয়ে অনেক অনেক বেশি ভাল?
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
নীল মনি বলেছেন: নাহ তো তাতো জানি না আলহামদুলিল্লাহ্। শুকরিয়া
৯২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি এত সহজসরল আর এত ভালো যে আমি সত্যি বিস্মিত! ফ্রি হয়ে আসুন। আপনার সাথে কিছু কথা বলতে চাই।
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ অনেক প্রশংসিত করলেন। ভালো কি না জানি না। তবে দোয়া করুন ভালো মানুষ হতে পারি।মাঝে মাঝে নোটিফিকেশন আসে না ঠিকমত।
৯৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! বুঝতে পেরেছি। মনে হয় দুঃখ পেয়ে রাগ করে চলে গেলেন! ওকে বাবা, আমি আমার শেষ কমেন্টটা ফিরিয়ে নিচ্ছি। ওটা মুছে দিন আর ফিরে আসুন। আপনার সাথে কথা আছে।
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮
নীল মনি বলেছেন: আপনি কোন কমেন্ট মুছে দিতে বলছেন বুঝি না। দু:খ পাই নি তো। আপনার কমেন্ট নোটিফিকেশন এখন এল
৯৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কি আমার কমেন্টগুলো পড়ছেন? নাকি নোটিফিকেশন পাচ্ছেন না?
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯
নীল মনি বলেছেন: কমেন্টের নোটিফিকেশন এখন পেলাম।আজ সকালে এখন আসলাম।
৯৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: আপনি কোন কমেন্ট মুছে দিতে বলছেন বুঝি না।
প্রোপিক চেঞ্জ করার ব্যাপারে শেষ কমেন্ট "ঠিক আছে। আপনার যেমন অভিরুচি।" এটার ব্যাপারে বলছিলাম। যাকগে, বাদ দিন।
সম্ভব হলে আমাকে কি একটু সময় দেয়া যায়?
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬
নীল মনি বলেছেন: হুম্মম্মম সময় দেয়া যায় তো। কখন নিবেন সময় বলেন
৯৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি ফ্রি হয়ে আমাকে নক করবেন। আর ঘুমের গাড়ির ডিস্ট্রিবিউটর ক্যাপটা খুলে আমার হাতে দিয়ে দেবেন। আমি আছি, আপনি বললে সারারাত।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭
নীল মনি বলেছেন: এখন ফ্রী। তবে ঘুমের গাড়ি এলে খবর দেব ইন শা আল্লাহ
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯
নতুন নকিব বলেছেন:
কার হাত? কার চোখ?
ফুলটা সুন্দর।