নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
অরণ্য,
শুনছ তুমি?তাকাও। ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেল !বৃষ্টি যখন টুপ করে ছুঁয়ে দিল এই আনন্দের জন্য বেঁচে আছি। কী অদ্ভুত ভালোলাগা। তোমায় দেখলেও মনে হয় এত আনন্দ হত না। এই এই ক্ষেপছ কেন ! আমার বুঝি দুষ্টামি করতেও মানা। দেখি তো একটু হাসো তো। মিষ্টি করে হাসো, টক করে না তো!
শোন সব সময় একটা কথা মনে রাখবে বুঝলে -দাঁত শুধু থাকলেই হয় না হাসতেও জানতে হয় ! কী বুঝলে ?শোন আজ রাস্তায় হাশমতের মা'য়ের সাথে দেখা হল। অনেক বয়স হল। তুমি কি চিনতে পারছ নাকি আমার মত ভাবছ কোন হাশমতের মা ? আমিও না চিনতে পারছিলাম না কারণ তার সাথে আজই প্রথম দেখা। তার নাকি শাড়ি নেই, হাঁটতেও পারে না। বলল আমার পরা শাড়ি তাকে দিতে। বল দেখি তোমার দেয়া সেই হলুদ রাঙা শাড়িটা কেমনে তারে দিই ! ওই একটা শাড়ি যেটা ধরলে মনে হয় তুমি আমার সামনে দাঁড়িয়ে বলছ সুশী শাড়িটা পরো তো! আমি ভীষণ পচাঁ তাই না বল তোমায় কখনো দেখায়নি ওমন শাড়িতে সুশীকে কেমন দেখায়! শুনো দেখে কাজ নেই। পৃথিবীতে সব কিছু দেখতে নেই। দেখতে নেই বৃষ্টি ছুঁয়ে তার প্রথম হাসি,শাঁড়ি ছুঁয়ে তার স্নিগ্ধ হাসি।
শুনো বর্ষাকাল আসছে সামনে। যেদিন বাড়ি ফেরার পথে ছাতা নিতে ভুলে যাবে সেদিন মনে করে আমার জন্য কদম ফুল নিয়ে ঘরে ফিরো। সাজিয়ে রেখ জানালার পাশের ফুলদানীতে আর ওতে একটু চিনি দিয়ে রেখ তাহলে দেখবে অনেকদিন ভালো থাকবে।
এরপর পর্দা উড়বে,মাথা মুছতে মুছতে তুমি পর্দা সরিয়ে বাহিরে তাকাবে। হাত বের করে দেবে বৃষ্টির গা'য়ে।এ পৃথিবীর কেউ কোথাও ওমনি ভাবে হাত বাড়িয়ে আছে।
একটু তো হাসো ।
চলে গেলুম। আবার আসব কিন্তু।
ইতি তোমারি সুশীলতা
©রুবাইদা গুলশান
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪৩
নীল মনি বলেছেন: ও মা কি সুন্দর কবিতার লাইন... খুব ভালো লাগল কবিতা ও মন্তব্য।
২| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:১৭
কাওসার চৌধুরী বলেছেন: ভাল লেগেছে, আপু!!
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪৪
নীল মনি বলেছেন: হিহিহি ভালোলাগার জন্য ভালোবাসা।
৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:২৭
কাইকর বলেছেন: চিঠির অপেক্ষায়
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪৪
নীল মনি বলেছেন: আচ্ছা
৪| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক প্রতিউত্তর করে না কেন??
বি. দ্রঃ অন্যের চিঠি পড়া ঠিক না
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫
নীল মনি বলেছেন: ওইইই মিয়া করি তো প্রতিউত্তর। মাঝে মাঝে স্লো হয়ে যাই। চিঠিটা অন্তত পড়া উচিত আপনার।
৫| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রাপকের সৌভাগ্য বলতে হবে! এত আবেগ দিয়ে লেখা চিঠি কি প্রাপকের হাতে পৌঁচেছে? চিঠি ভালো হয়েছে!
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪৬
নীল মনি বলেছেন: অরণ্য হয়ত পড়বে হয়ত পড়বে না। চিঠি ভালো হলে হবে। অরণ্য হয়ে সবাই যদি একটা করে চিঠি দিত আমায় কেমন মজা হত! বলেন তো
৬| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! আপনি চিঠি পেতে চান? বলুন কত লাগবে? ডেইলি একটা করে পেলে হবে?
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৫৭
নীল মনি বলেছেন: ধন্য ধন্য। প্রতিদিন সুশীকে একটা করে দিলে মনে হয় আপত্তি করবে না। সুশীকে জিজ্ঞেস করি আগে কী বলেন?
৭| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! জিজ্ঞেস করুন। দেখুন সে কী বলে?
১০ ই জুন, ২০১৮ রাত ১২:০৮
নীল মনি বলেছেন: বলল তো দিতে, দিয়ে ফেলেন। আর বলল গ্যাপ গেলে সমস্যা নেই। রোজ লেখাটা শাস্তি হতে পারে।
৮| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:১৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
বৃষ্টির দিনে যাকে চিঠি লিখেছেন তার পড়ে তো ঠান্ডা লেগে যাবে।
১০ ই জুন, ২০১৮ রাত ১২:১৭
নীল মনি বলেছেন: হো হো হো হিহিহি কী দারুণ মন্তব্য রে @বাদশা ☺ খুব ভালো লাগল।
৯| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:২০
কুঁড়ের_বাদশা বলেছেন:
লাইক প্রদান করা হইল।
১০ ই জুন, ২০১৮ রাত ১২:২১
নীল মনি বলেছেন: আমি কিন্তু সুপার লাইক দিলাম।
১০| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কুঁড়ে ভাইয়ের সাথে আমিও লাইক দিলাম!
১০ ই জুন, ২০১৮ দুপুর ১:০৪
নীল মনি বলেছেন: ধন্যবাদের সাথে আপনার লাইকটি গ্রহণ করা হল।
১১| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:৫৯
কাওসার চৌধুরী বলেছেন: সেকেন্ডারি স্কুলে কত রকমের চিটি/দরখাস্থ লেখার তালিম যে নিয়েছি তার কোন হিসাব নেই। তবে বাস্তব জীবনে এখন এগুলোর তেমন প্রয়োজন নেই। তবে প্রেমের চিটির প্রতি একটি টান একটা বয়সে ছিল (তবে এখন নেই)।
আপার চিটিখানা পড়ে মনে হচ্ছে, পুরান কালের (উত্তম কুমার-সুচিত্রা সেন) একখান প্রেম করি। আপা আসলেই ভী---ষ---ণ রুমান্টিক।
১০ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫
নীল মনি বলেছেন: শুকরিয়া। চিঠি আরো পাবেন পড়ার ধৈর্য থাকলে হয়। আমার তো চিঠি দারুণ পছন্দ। আপনার মন্তব্যে ++++
১২| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ও মা কি সুন্দর কবিতার লাইন... খুব ভালো লাগল কবিতা ও মন্তব্য।
ভালো থাকুন।
১০ ই জুন, ২০১৮ দুপুর ১:০৬
নীল মনি বলেছেন: আমাকে কিন্তু ভেঙালো কে যেন। হু দাঁড়ান আমিও আসতেছি।
১৩| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
চা
এমনিতেই ঈদে পকেট ফাঁকা
১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
নীল মনি বলেছেন: শুকরিয়া এত কিছুর জন্য। চা তেই খুশি।
১৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:৩০
নাজিম সৌরভ বলেছেন: একসময় ভাবতাম বড় হলে কত চিঠি যে পাবো, বড় হলাম, কিন্তু চিঠি কই ? এখন কাঙ্খিত চিঠিগুলো ব্লগে ভেসে বেড়ায় !
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯
নীল মনি বলেছেন: ব্লগে ভেসে বেড়ালে সেখান থেকে একটা আপনার মনে করে নিবেন।
১৫| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০
খায়রুল আহসান বলেছেন: চিনি দিয়ে রাখলে কদমফুল অনেকদিন ভাল থাকে বুঝি?
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০
নীল মনি বলেছেন: যে কোন ফুল স্বাভাবিকের চেয়ে ভালো থাকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: আপনার চিঠি পড়ে কয়েকটা কবিতার লাইন মনে পড়লো-
অদৃশ্য কুয়াশায় দেখা যায় না ইষ্টিশন মাস্টারের ঘর
ওয়েটিং রুমে বসে চোখে ভাসে তোমার কপালের টিপ
তুমি তো জানো- আমি আমার ইচ্ছা মতো লিখি
যেখানে ইচ্ছা কমা বসাই, , যেখানে ইচ্ছা দাড়ি দেই ।।
বাড়িয়ে রাখো তোমার হাত- সময় মতো ধরে নিবো ।