নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

এক রঙ্গা এক ঘুড়ির নিয়মিত আয়োজন \'কৃষ্ণচূড়া আড্ডা\'

১১ ই মে, ২০১৮ দুপুর ১:৩৪



এক রঙ্গা এক ঘুড়ির নিয়মিত আয়োজন 'কৃষ্ণচূড়া আড্ডা'
.
আজ শুক্রবার
স্থান: চন্দ্রিমা উদ্যান । জিয়া উদ্যান । ক্রিসেন্ট লেক।
সময়: বিকাল ৩-৩০
.
ঘুড়ির এই ইভেন্ট একেবারেই নির্মল আড্ডার আয়োজন।
আমরা সবাই মিলিত হই। এক জায়গায় বসি।
একে অন্যের খোঁজ খবর নেই।
ঘুড়ির স্বেচ্ছাসেবী সদস্য ছাড়াও আমাদের কবি সাহিত্যিক বন্ধুরা যোগ দেয়।
যারা ছবি তোলে তারাও আসেন। আমরা সবাই মিলে ছবি তুলি। লেকের জলে কৃষ্ণচূড়ার ছায়া দেখি। বাদাম বুট চটপটি যা আসে বা পাই তা কিনতে থাকি এবং খেতেও থাকি :P এবং অবিরাম আড্ডা চলতে থাকে!!

♥♥






মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:৫৩

প্রামানিক বলেছেন: যাওয়ার খুব ইচ্ছা ছিল- শরীর অসুস্থ্য থাকায় যেতে পারছি না বলে কষ্ট লাগছে। ধন্যবাদ নীল দা।

২| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

অর্থনীতিবিদ বলেছেন: ছবিগুলো কি আপনার তোলা? সুন্দর হয়েছে সবগুলোই।

৩| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:২৮

শাহারিয়ার ইমন বলেছেন: অনেক আড্ডা দিতাম এখানে ,এখন আর আড্ডা দেয়া হয়না

৪| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:৪০

আকিব হাসান জাভেদ বলেছেন: আসবো একদিন আজ নয় । সেই অনেক দূরে থাকি তো । তবে সাহিত্য কবি দের আড্ডাখানায় জ্ঞানের ঝলক আর পরাকাষ্টের মুক্তি মিলবে নিশ্চয় ।

৫| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

আকতার আর হোসাইন বলেছেন: আসার ইচ্ছে থাকলেও দূরে থাকায় সম্ভব না.. আকিব হোসাইন জাবেদ ভাই আমার মনের কথাটা বলে দিয়েছেন খুবি সুন্দরভাবে...

৬| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আড্ডার ছবি গুলো নিয়ে কি একটা পোষ্ট দিবেন প্লীজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.