নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

মায়ের জন্য আমরা

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭



মা অসুস্থ হলে কোন সন্তানই স্বস্তি পায় না। তার মনে সুখ থাকে না। সারাক্ষণই মনে অশান্তি। ঠিক এমনই কষ্ট মনে নিয়ে আমাদের একজন কাছাকাছি মানুষ ঘুরছেন, কাজ করছেন পাশাপাশি মায়ের চিকিৎসার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন।
তবে সকল চেষ্টাও একটা সময় থমকে দাঁড়ায়। অর্থনৈতিক কারণ অন্যতম প্রধান অন্তরায়! তবু আমরা বন্ধু বান্ধবরা সান্ত্বনা দেই,
পাশে দাঁড়িয়েছি
সাহস দিচ্ছি! মা বলে কথা, তার প্রস্থান কোন সন্তানই চায় না তেমনি আমরাও চাই না রাইসুল সাগরের মা তাদের ছেড়ে অন্য ভুবনের যাত্রী হোক।
নিজেদের সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে তারা চেষ্টা করছেন সে চেষ্টায় সামিল হয়েছি আমরা বন্ধুরাও।

খালাম্মার কিডনি ট্রান্স প্ল্যান্ট করতে হবে। তাঁর দুটি কিডনিই ড্যামেজ।
অকেজো হয়ে পড়েছে।
এখন বেঁচে আছেন ডায়ালিসের উপর। ডাক্তার পরামর্শ দিয়েছেন দ্রুত কিডনি প্রতিস্থাপনের জন্য।
তাঁর চিকিৎসায় সহায়তার জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।
তাঁর পরিবার সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন সাথে মায়ের জন্য আমরা যুক্ত হতে চাই।

ব্যাংক অথবা বিকাশে সহায়তা পাঠাতে পারেন।
কথা বলতে পারেন রাইসুল সাগরের সাথে। জানতে পারেন রোগিণীর সর্বশেষ অবস্থা।

আশা করছি মায়ের জন্য, সন্তানের হাসি মুখের কথা ভেবে হলেও সকলে এগিয়ে আসবেন এবং সম্মিলিত সহায়তা বেঁচে যাবেন রাইসুল সাগরের মা, আমাদের খালাম্মা।

ব্যাংক একাউন্ট:
Al-Arafah Islami Bank
AC/Name: Md. Raisul Islam
AC/NO: 1171120021783
Branch Name: Kawran Bazar
Dhaka

বিকাশ:
01921021416 (Patients Son - Personal)
01735775646 (Patients Son - Personal)
01711310476 (EREG - personal)

সকল প্রকার তথ্য এবং যোগাযোগের জন্য কথা বলুন 01921021416

ধন্যবাদ।

মায়ের জন্য আমরা ফেসবুক ইভেন্ট লিংক

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

রাইসুল সাগর বলেছেন: নীল দা আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো। আমি ভাষা খুঁজে পাচ্ছিনা। অনেক দুঃসময়ে আপনি এসে পাশে না দাঁড়ালে আমি দিশেহারা হয়ে যেতাম একেবারেই। আমি জানা আপুকে অনুরোধ করছি আপু আমাদের এই বিষয়টাতে একটু সদয় দৃষ্টি দিবেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

নীলসাধু বলেছেন: আমরা সবাই সংগে আছি। দেখা যাক কি হয়।
আল্লাহ সহায় হোক।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ তাকে সুস্থতা দান করুক।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

নীলসাধু বলেছেন: আল্লাহ ভরসা

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের সবারই এগিয়ে আসা উচিৎ

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

নীলসাধু বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদেরকে পাশে দাঁড়ানোর জন্য সুযোগ দিয়ে বাধ্য করুন, আমীন।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

হাবিব বলেছেন: আল্লাহ তাকে সুস্থতা দান করুক

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.