নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্য ক্যাম্প :: শিশুরা এই পৃথিবীর সম্পদ, নীরোগ দেহে বেড়ে উঠা তাদের অধিকার!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩



আগামীকাল ১৫ই ডিসেম্বর, ২০১৮ ঘুড়ি ইশকুল সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা এক রঙ্গা এক ঘুড়ি ৩য় বারের মতোন বস্তি, পথে থাকা শিশু এবং ঘুড়ি ইশকুল এর সুবিধাবঞ্চিত ছাত্র/ছাত্রীদের জন্য দিনব্যাপী "স্বাস্থ্য ক্যাম্প" পরিচালনা করা হবে।

আগামীকাল সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
জরুরী ঔষধ প্রদান করা হবে।
স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা হবে।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হবে।
শিশুদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করা হবে।
এবং সবশেষে পুষ্টিকর ফলমূল বিতরণ করা হবে।

ডাক্তার স্বেচ্ছাসেবী সহ আমরা আছি ঘুড়ি ইশকুলে

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

মা.হাসান বলেছেন: আল্লাহ আপনার জীবনে আরো বরকত দান করুন। এইসব পথশিশুদের কথা কেউ ভাবে ভাবতেও ভাল লাগে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

মাহমুদুর রহমান বলেছেন: ভেরী গুড।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

পবন সরকার বলেছেন: সফলতা কামনা করি

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আপনি একজন গ্রেট ম্যান।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

পয়গম্বর বলেছেন: এই উদ্যোগ থেকে কোনপ্রকার ফায়দা হাসিলের উদ্দেশ্য না থাকলে নি:সন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। সাধুবাদ জানাই।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

গ্রীনলাভার বলেছেন: সবাই বকর বকর করতে আর লোক দেখানো কাজে ওস্তাদ। কেউ রাস্তার ধুলা ঝাড়ু দিতে রাজী নয়। বায়ু দুষনে আমরা মারা পড়ছি। ডাক্তারদের পোয়াবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.