নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় ব্লগার আড্ডা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫



বইমেলার সময় আমি বই নিয়ে থাকি। লেখক কবিদের সাথে থাকি।
নতুন বইয়ের সাথে থাকি।
প্রিয় মুখ কাছাকাছি বন্ধুদের সাথে থাকি।
মেলায় ঘুরি।
বই কিনি।
বই পড়ি।
যা কিছু করি সব বই কেন্দ্রিক।
আজ সে সবের সাথে যোগ হয়েছে বইপ্রেমী পাঠক কবি সাহিত্যিক ব্লগার আড্ডা!! সোহরাওয়ার্দি উদ্যানে সালাম চত্বরে দেখা হবে যারা আসছেন তাঁদের সবার সাথে।


উদ্যানের বইমেলায় ঢুকেই লাল রঙের ব্যানার আছে। সালাম চত্বরের। গ্লাস টাওয়ারের সোজাসুজি।
যারা আসছেন তাঁরা খুজে নেবেন আমাকে। আমিও খুঁজে নেবো যাদের চিনি তাঁদের :)

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি তো তাহলে কাউকেই খুঁজে পাবোনা। কারণ আমি কাউকে চিনিনা, আমাকেও কেউ চিনে না :(

আড্ডা কখন থেকে শুরু করছেন? কয়টা পর্যন্ত ওখানে থাকতে পারেন?

কে কে আসবে বলে আপনার কাছে মনে হয়? (আগের পোস্ট থেকে আইডিয়া দিয়ে বলতে পারেন)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা সবার জন্য;
আপনাদের আড্ডা সাফল্য মণ্ডিত হোক।
এবারে পারলাম না ,আশা করছি পরবর্তী কোন এক সময়।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

মা.হাসান বলেছেন: আগামীকাল যাবার ইচ্ছে ছিল, কিন্তু লোভ হচ্ছে আজকেই চলে যাবার। এর আগের গেট টুগেদারে শারীরিক কারনে থাকা হয় নি, কিন্তু রক্ত-মাংসের লেখক (যদিও আপনার পছন্দের শব্দ ব্লগার)দের দেখতে চাইলে আজই মনে হয় বেশি সুবিধা। ভালো থাকবেন।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

মাহমুদুর রহমান বলেছেন: আমি বোধ হয় এবার যেতে পারবো না।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আজকের আড্ডা সফল হোক।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

শ্রাবন প্রধান বলেছেন: এখন কেউ আছেন ?

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এবার যাবো না।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

প্রামানিক বলেছেন: আমি একটু লেটে পৌঁছেছি তারপরেও অনেকের সাথেই দেখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.