নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

COVID 19 :: Emergency Response করোনা মোকাবেলায় আমরা, বাংলাদেশ

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫২



COVID 19 :: Emergency Response
করোনা মোকাবেলায় আমরা, বাংলাদেশ
- এই নামে আমরা সমমনা কিছু শিশু অধিকার ও সুরক্ষা কর্মী একটি গ্রুপ ওপেন করেছি। বিদ্যানন্দ - Bidyanondoএর সহায়তায় তাদের কাজে গতি আনয়নে আমরা আমাদের জায়গা হতে অবদান রাখার চেষ্টা করবো।
আপনার হাতে যদি সময় থাকে এবং আমাদের সাথে যুক্ত হতে আগ্রহী হোন তবে প্লিজ জয়েন আস।
আসুন একসাথে আমরা কাজে নামি। 'লক ডাউন' এর সময় সহ পরবর্তীতে শ্রমজীবী মানুষ সহ শিশুদের খাদ্য যোগান দেয়া আমাদের প্রাথমিক লক্ষ্য। ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী অন্যান্য সকল দিকেই আমরা অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

আমরা প্রাথমিকভাবে ৪১/১২ চাঁনমিয়া হাউজিং, ব্লক সি, রোড ৪ মোহাম্মদপুর হতে কার্যক্রম পরিচালনা করবো।
আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইমেইল: [email protected]

01758666888
01716054610
01711310476

গ্রুপে যোগ দিতে ক্লিক করুন এই লিংক

ধন্যবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৩

নেওয়াজ আলি বলেছেন:

২| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

নীলসাধু বলেছেন: এই মুহূর্তে অনেক যায়গা থেকে আসা ফান্ড ডিস্ট্রবিউশানের জন্য নিম্নের জিনিসগুলো খুব তাড়াতাড়ি লাগবে;

< বাজারের ব্যাগ – ৫০,০০০ (১৫ কেজি জিনিস ধরে এমন)
< কাগজের ঠোঙ্গা – ১৫০,০০০ (১ কেজি জিনিস ধরে)
< খাবারের বক্স, মিষ্টির বক্স – ৫০,০০০
< প্লাস্টিক কিংবা রাবার বুট – ২০০
< প্রাইভেট কার – ৩টা (ভাড়া দেয়া হবে)

... কারো যদি সামর্থ্যে বা আয়ত্তে থাকে এগুলোর কিছু একটা দেয়ার তাহলে প্লিজ 01878116234 বা 01878116232 নম্বরে জানান

অথবা ইমেইল করুন, [email protected]

৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: আপনি মহৎ কাজ করেন। গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.